Web bengali.cri.cn   
সি আর আই আজ আমার জীবনে অবিচ্ছেদ্য অংশ
  2009-10-05 22:33:22  cri

      প্রতি সকালে সি আর আই শুনে আমি চীনের আত্মা, জীবনধাতুর স্পর্শ পাই। দীর্ঘ সাত বছর ধরে সি আর আইয়ের বাংলা বিভাগের সঙ্গে আমি নিবিড়ভাবে জড়িয়ে আছি। সি আর আই আজ আমার জীবনে অবিচ্ছেদ্য অংশ। সি আর আইয়ের মোহনীয় অনুষ্ঠান চীন দেশের চিরন্ডন আগ্রহ জাগিয়ে তোলে আমার বুকে। কিন্তু মনের এই সুপ্ত ইচ্ছা বুকের মাঝে চেপে রাখি আর্থিক সামর্থ্যের অভাবে। সি আর আইয়ের অনুষ্ঠান শুনে চীন ভ্রমনের তৃপ্তি কিছুটা হলেও সেটাই। সি আর আই আসার কাছে শুধু চীনের জানালো নয়, বাইরের পৃথিবীকে জানবার জানালো। সি আর আই আমার হৃদয়ের আয়না, সে জড়িয়ে রয়েছে আসার জীবনের কণায় কণায়। আমি জানি, আমি কখনো চীনে যেতে পাবো না। ' চলুন ঘুরে আসি, সেই গ্রাম এই জীবন, ইতিহাসের অরন্যে বিচরণ, কন্যা জায়া জননী' এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি পরিচিত হতে পেরেছি চীনের ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে। বসন্ত উত্সব, নৌকা উত্সব, ড্রাগন নাচ, লন্ঠন উত্সব, নাদামো উত্সব আমাকে চীনের সুপ্রাচীন ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলেছে।

--ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের সুদেষ্ণা বসু

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040