**রাজশাহীর জেলার শ্রোতা নজরুল ইসলাম তার চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় পাহাড় কোনটি?
উত্তর: চীনের মোট স্থলভাগের দুই-তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। চীনে বেশী কয়েকটি পর্বতশ্রেণী আছে। এসব পবর্তশ্রেণীর মধ্যে হিমালয় পর্বতমালা সবচেয়ে উচু। এই পর্বতমালা ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ প্রান্ত থেকে আকাশের দিকে উঠে। চীন-ভারত আর চীন-নেপাল সীমান্ত-বরাবর হিমালয় পর্বতমালা প্রধান অংশের বিস্তার। আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা সমুদ্র-সমতলের তুলনায় গড়ে ৬০০০ মিটার উঁচু। এই পর্বতমালার প্রধান শৃঙ্গ ছোমোলাংমা। এটা হল পৃথিবীতে উচ্চতম গিরিশৃঙ্গ। হিমালয় পর্বতমালা অবশ্যই চীনের সবচেয়ে উচু পর্বত।