Web bengali.cri.cn   
চীনের সবচেয়ে বড় পাহাড় কোনটি?
  2009-10-05 22:19:40  cri

**রাজশাহীর জেলার শ্রোতা নজরুল ইসলাম তার চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় পাহাড় কোনটি?

উত্তর: চীনের মোট স্থলভাগের দুই-তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। চীনে বেশী কয়েকটি পর্বতশ্রেণী আছে। এসব পবর্তশ্রেণীর মধ্যে হিমালয় পর্বতমালা সবচেয়ে উচু। এই পর্বতমালা ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ প্রান্ত থেকে আকাশের দিকে উঠে। চীন-ভারত আর চীন-নেপাল সীমান্ত-বরাবর হিমালয় পর্বতমালা প্রধান অংশের বিস্তার। আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা সমুদ্র-সমতলের তুলনায় গড়ে ৬০০০ মিটার উঁচু। এই পর্বতমালার প্রধান শৃঙ্গ ছোমোলাংমা। এটা হল পৃথিবীতে উচ্চতম গিরিশৃঙ্গ। হিমালয় পর্বতমালা অবশ্যই চীনের সবচেয়ে উচু পর্বত।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040