Web bengali.cri.cn   
ইতিহাসের স্মৃতি
  2012-06-25 09:25:38  cri
ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক সংরক্ষণ জোরদার করার জন্য চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় পুরাকীর্তি অধিদফতর প্রতিবছর সারাদেশের ১০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক নির্বাচন করে। গত তিন বছরে এ ধরনের যে ৩০টি সড়কের নাম ঘোষণা করা হয়েছে সেগুলোর মধ্যে তিনটি হলো ফুচৌ শহরের সানফাংচিয়েসিয়াং সড়ক, পেইচিংয়ের ইয়ানতাইসিয়ে সড়ক এবং তাইইয়ান শহরের ছি জেলার বণিকদের পুরোনো সড়ক।

চীনের জাতীয় পুরাকীর্তি অধিদফতরের প্রচারণা বিভাগের পরিচালক লি সিয়ে লিয়াং এ প্রসংগে বলেন:

"ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক সংরক্ষণ একটি কঠিন সমস্যা এবং একটি ঐতিহাসিক দায়িত্ব। একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা নির্বাচন কার্যক্রম প্রণয়ন করেছি।"

পুরাকীর্তি ও অতি পুরোনো অট্টালিকা নিয়ে সৃষ্টি হয়েছে অধিকাংশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক। তার বাহ্যিক রূপ বজায় রাখার পাশাপাশি তার সাংস্কৃতিক উপাদান এবং অবৈষয়িক সম্পদও সংরক্ষণ করতে হবে।

প্রাচীন রাজধানী সাও ইয়ুতে অবস্থিত ছি জেলার বণিকদের পুরোনো সড়কছিল চারটা, যথা: পুর্ব সড়ক, দক্ষিণ সড়ক, পশ্চিম সড়ক ও উত্তর সড়ক। চীনের মিন ও ছিং রাজবংশীয় আমলে সেগুলো ছিল বাস্ত বাণিজ্যিক এলাকা। ইতোমধ্যে এ চারটি পুরোনো সড়ক উন্নয়নের প্রথম উদ্যেগ নেওয়া হয়েছে। পুরোনো বণিকদের দোকান ও আবাসিক বাড়িতে সানসি প্রদেশের বণিকদের সাংস্কৃতিক যাদুঘর, চায়ের যাদুঘর, বণিকদের রক্ষীদের যাদুঘর এবং তাদের পণ্য ওজন করা ও মাপার যন্ত্রগুলোর যাদুঘর স্থাপন করা হয়েছে। পুরাতন রাস্তার অবকাঠামো নির্মাণে চলতি বছরের এপ্রিল মাসে ১ কোটি ৩৫ লাখ ইউয়ান বরাদ্দ করা হয়েছে। ছি জেলার কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক কুয়ান ইয়ান সিয়াং মনে করেন, উন্নয়নের ব্যাপারে সবসময়ে সাবধান থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ ও গবেষণা করে যে মতামত প্রকাশ করেন বিনয়ের সংগে তা মেনে নিয়ে পুরাতন সড়কের উন্নয়ন প্রকল্প নির্ধারণ করতে হবে।

তিনি বলেন:

"এ বছর ধাপে ধাপে আমাদের পুরানো সড়কের সংস্কার ও উন্নয়নের অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। সানসি প্রদেশের পুরানো বণিকদের দোকানপাটের আসল চেহারা হুবহু বজায় রাখার জন্য সেখানকার কয়েকটি আধুনিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে পুরানো বণিকদের আচার-ব্যবহার ও রীতিনীতি পুনরুদ্ধার করা হয়।"

পুরোনো সাংস্কৃতিক সড়কের সংস্কারে সেখানকার আদি বাসিন্দা এবং বণিক পরিবারের সহযোগিতা একান্ত প্রয়োজন। অধিকাংশ পুরোনো সড়কে প্রাচীন শহরে অবস্থিত। সেখানে রয়েছে প্রচুর কাঁচা বাড়ি। সেখানকার বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থা তেমন উন্নত নয়। একটার পর একটা নতুন দোকান খোলার কারণে সেখানকার আদি চেহারা একেবারে বদলে গেছে। পেইচিংয়ের ইয়ানতাইসিয়ে সড়কের দৈর্ঘ্য ২৩২ মিটার। এর পাশে কুয়াংফুকুয়ান নামক একটি মন্দির পাচঁ শ বছরের পুরোনো। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে এ মন্দিরে ষাটটিরও বেশি পরিবারের দু'শতাধিক লোক বাস করতো। পেইচিংয়ের সি সা হাইয়ের দর্শনীয় স্থানের প্রশাসন বিভাগের উপপরিচালক লিন সিয়াও মু সাংবাদিকদের জানান, ২০০৭ সালে স্থানীয় গণসরকার এ মন্দিরে বসবাসকারী নাগরিকদের পুনর্বাসন খাতে দশ কোটি ইউয়ান ব্যয় করে। ভিডিও ও অডিও বিক্রির দোকান এবং নাপিতের দোকান বন্ধ করে দেওয়া হয়।

উপপরিচালক লিন সিয়াও মু বলেন:

"উন্নয়ন প্রকল্প প্রণয়নের আগে আমরা সেখানকার ব্যবসা নিয়ে তদন্ত করেছি। আমরা প্রতিটি দোকানদারের সংগে কথা বলেছি এবং পুরানোর সড়কের চেহারার সংগে সামঞ্জস্যপূর্ণ নতুন দোকান খোলার জন্য তাঁদেরকে পরামর্শ দিয়েছি। ব্যাপক তদন্ত চালানো ও ব্যবসা-কাঠামো পরিবর্তনের নকশা তৈরির পর ২০০৭ সালে আমরা পুরোনো সড়ক সংস্কারের প্রথম পদক্ষেপ গ্রহণ করি।"

চীনের প্রতিটি পুরোনো সড়কের নিজস্ব বৈশিষ্ট্য আছে। নগরায়ন ও আধুনিকীকরণের সংগে সংগে শহরের পুরোনো সড়কের স্বতন্ত্র ইতিহাস ও বৈশিষ্ট্য বজায় রাখাও সংরক্ষণ কার্যক্রমের অন্যতম কর্তব্য।

তা ছাড়া নয়া চীন প্রতিষ্ঠার আগে চীনের বহু খ্যাতনামা ব্যক্তি শহরের পুরানো সাংস্কৃতিক এলাকায় থাকতেন। তাঁদের বাড়িঘর সংক্ষরণ ইতিহাস-প্রসিদ্ধ সড়ক সংরক্ষণের একটি অঙ্গ। তাঁদের বাড়িঘর সংরক্ষণের ব্যাপারে ফুচৌ শহরের কীর্তি সংরক্ষণ বিভাগের ব্যাপক অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। লিন চুয়ে মিন, লিন হুই ইন, বিংসিন, ইয়ান ফু ও সেংপাও চেনসহ বহু ঐতিহাসিক ব্যক্তি ফুচৌ শহরের সানফাংচিয়েসিয়াং সড়কের পাশের বাড়িতে থাকতেন। আনন্দের ব্যাপার এই যে, তাঁদের পুরোনো বাড়ি যথার্থভাবে মেরামতের সংগে সংগে তাদের তাত্পর্যময় নতুন রূপও দেয়া হয়েছে। সানফাংচিয়েসিয়াং সংরক্ষণ ও উন্নয়নে কোম্পানির মহাব্যবস্থাপক লিন জি সাংবাদিকদের জানান, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সাংস্কৃতিক সম্পদ নতুন প্রজন্মের হাতে অক্ষুণ্ণ থাকবে - এ লক্ষ্যের প্রতি নজর রেখে তাঁর কোম্পানি পুরোনো সাংস্কৃতিক সড়ক সংরক্ষণ পরিকল্পনা প্রণয়ন করেছে এবং পর্যায়ক্রমে তা বাস্তাবয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ম্যানেজার জেনারেল লিন জি বলেন:

"খ্যাতনামা ব্যক্তি ও তাঁদের অসাধারণ কীর্তির গল্প যখন চীনাদের মুখে মুখে প্রচারিত হয়, তখন আমরা এর প্রভাবের ওপর দৃষ্টিপাত না করে পারি না। বস্তুত এটা আমদের সানফাংচিয়েসিয়াং সড়কের স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পদ। সারাদেশের মানুষ আমাদের এখানকার খ্যাতনামা ব্যক্তিদের জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা ও সাংস্কৃতিক সম্পদের ভাগ নিবেন বলে আমরা আশা করি।"

বর্তমানে চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সড়ক সংরক্ষণ কাজের ওপর ক্রমাগত আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি পর একটি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের সংগে সংগে এ তিনটি পুরোনো রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠা ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকায় পর্যটকদের সংখ্যা বছর বছর বেড়ে যাচ্ছে। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, সংস্কার করা এ সব সড়কে ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতি অম্লান হয়ে থাকবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040