Saturday Apr 26th   2025 
Web bengali.cri.cn   
ইয়ুন নানের শা তিয়ান জেলা
  2012-04-11 13:41:28  cri

শা তিয়ান জেলা চীনের ইয়ুন নান প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এখানকার জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে হু জাতির সদস্য। জেলায় আরব স্থাপত্যের বৈশিষ্টসম্পন্ন একেকটি মসজিদ এবং ইসলামি ধারার একেকটি ভিলার কারণে গোটা জেলা দেখতে অন্যরকম। 'সার্বিক শক্তি নিয়ে শা তিয়ান জেলা ১৯৯৩ সালে ইয়ুন নান প্রদেশের এক শ' শক্তিশালী জেলার' খেতাব পায়। কিন্তু এ জেলার মাথাপিছু আবাদী জমির আয়তন খুবই কম বলে এখানকার অর্থনৈতিক উন্নয়ন সীমিত। অর্থনীতির আরো উন্নয়ন এবং মুসলমানদের কল্যাণে শা তিয়ান জেলা সরকার অনেক চিন্তা-ভাবনার পর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানবজাতির সম্প্রীতিতে বসবাস করার নীতি অনুযায়ী 'শা তিয়ান হু জাতির সংস্কৃতি ও পর্যটন জেলা' গড়ে তোলার প্রকল্প গ্রহণ করে।

হু জাতির সংস্কৃতি ও পর্যটন জেলা গড়ে তোলার জন্য শা তিয়ানের মুসলমান বাসিন্দারা ২০১০ সালে ১২ কোটি ইউয়ান অর্থ দিয়ে ১০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন শা তিয়ান মসজিদ নির্মাণ করেন। বর্তমানে এই মসজিদ হলো দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের বৃহত্তম মসজিদ এবং সেটি শা তিয়ানের সংস্কৃতি ও পর্যটন জেলা উন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

মহান ও জমকালো এ মসজিদ ছাড়া, দেড় কিলোমিটারের একটি 'মুসলমান রাস্তা' শা তিয়ানে আগমন ও বহির্গমনের একটি গুরুত্বপূর্ণ পথ এবং শা তিয়ানের অর্থনৈতিকভাবে উন্নত এলাকার প্রতীক। হু জাতির হাসপাতাল এবং হু জাতির সংস্কৃতি ও ক্রীড়া কেন্দ্রসহ ইসলামি সংস্কৃতিসম্পন্ন বিশেষ ধরনের স্থাপত্যের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে 'শা তিয়ান হু জাতির সংস্কৃতি ও পর্যটন জেলা' সুপ্রতিষ্ঠিত হয়ে উঠছে।

পেইচিং বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা বিভাগের একজন ছাত্র মা মিং শা তিয়ান মসজিদ পরিদর্শনের পর বলেন,

'আমি খুব অবাক হয়েছি। আমি শতাধিক মসজিদ পরিদর্শন করেছি। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে মহান এবং আমার মনে গভীর ছাপ ফেলেছে।'

বেশ কয়েক বছরের প্রচেষ্টার মাধ্যমে শা তিয়ান জেলার পর্যটন-অর্থনীতি প্রাথমিকভাবে ব্যাপক আকার ধারণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এখানে বছরে ভ্রমণকারীর সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখে। জমকালো রাস্তা থেকে পর্যটকরা নানা ধরনের উপজাতীয় পোশাক, আঞ্চলিক খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে পারেন।

শা তিয়ানের উন্নয়ন প্রসঙ্গে ইয়ুন নান প্রদেশের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ও ইয়ুন নান প্রদেশের ইসলাম ধর্ম সমিতির মহাপরিচালক মা খাই সিয়ান বলেন,

'ইতিহাসে শা তিয়ানের ধর্মীয় সংস্কৃতি সুগভীর। সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর দেশের উত্তম নীতি এবং আমাদের ইসলামি সংস্কৃতির মধ্যে খুব ভালো সমন্বয়ের ফলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংস্কার ও উন্মুকরণ নীতি চালু হওয়ার পর থেকে দেশের জাতীয় ধর্মীয় নীতিমালা সবার মধ্যে দেশপ্রেম ও উন্নয়ন-উদ্দীপনা সঞ্চার করে আসছে। শা তিয়ানের উন্নয়নে দেশের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। এত ভালো প্রেক্ষাপট ও পরিবেশ না থাকলে আমাদের উন্নয়ন সম্ভব হতো না।'

বর্তমানে শা তিয়ান হু জাতির সংস্কৃতি ও পর্যটন জেলা রূপান্তর ও সুসম্পূর্ণ করা হচ্ছে। আশা করা যায়, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর শা তিয়ান জেলা আরো বেশি দেশি-বিদেশি পর্যটক এবং সুসলমানদের প্রিয় পর্যটন গন্তব্যস্থানে পরিণত হবে।

লিলি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040