Web bengali.cri.cn   
তাইওয়ানের বিখ্যাত নাট্যপরিচালক লাই শেং ছুয়ান
  2012-04-11 13:39:36  cri

নাটক তার বিশেষ আকর্ষণশক্তি দিয়ে শহরবাসীদের সাংস্কৃতিক চাহিদার বাজারে টিকে থাকে। নাটকের মঞ্চ খুব ছোট হলেও বড় বাস্তব জগতের অবস্থা তুলে ধরা হয় এখানে। সম্প্রতি পেইচিং পাও লি থিয়েটারে পরিচালক লাই শেং ছুয়ানের '১৩ ত্রিভুজ সম্পর্ক' শীর্ষক নাটক পরিবেশিত হয়। এই নাটকটিতে একজন পাগলাটে মানুষের জীবন তুলে ধরা হয়। নাটকের প্রধান চরিত্র একজন পুরুষ, যার সঙ্গে তার স্ত্রী, প্রেমিকা ও মেয়ের অযৌক্তিক, হাস্যকর ও গভীর ভাবানুভূতির দ্বন্দ্বে ভরপুর। নাটকে ভালোবাসা ও স্বাধীনতার প্রতি আধুনিক শহরবাসীদের অনুভূতি প্রকাশ করা হয়।

উনিশ শ' চুয়ান্ন সালে জন্মগ্রহণকারী তাইওয়ানের নাট্যপরিচালক লাই শেং ছুয়ান বরাবরই 'চীনাদের হাস্যরসাত্মক নাটক উন্নয়নকে' তাঁর লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন। তার নাটকের বিষয়বস্তু প্রেম, পরিবার, ইতিহাস ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। এমনকি তার একটি নাটকের মধ্যেই অনেক স্পর্শকাতর বিষয় থাকে।

'১৩ ত্রিভুজ সম্পর্ক' নাটকে বিবাহবহির্ভূত সম্পর্ক, ধূসর রাজনীতি, প্রবীণদের নিঃসঙ্গতা এবং ছেলেমেয়েদের সঙ্গে মা-বাবার ঝগড়ার নেতিবাচক প্রভাবসহ সমাজের নানা রকমের দুরবস্থা ফুটিয়ে তোলা হয়।

কী কী বিষয় দিয়ে দর্শকদের আকর্ষণ করা যেতে পারে - এ প্রশ্নের জবাবে লাই শেং ছুয়ান বলেন, ভালো নাটক। তিনি বলেন,

'আমি মনে করি, নাটক দেখতে ভালো লাগে। কিন্তু ভালো নাটকের সংজ্ঞায়ন খুব কঠিন। সুপ্রাচীন কাল থেকে এখন পর্যন্ত বহু বিশেষজ্ঞ ভালো নাটকের সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু দর্শকদের কাছে ভালো নাটকের সংজ্ঞা মাত্র দুটি সহজ শব্দে। তা হলো মজা লাগা। একটি নাটকের কোন কোন অংশ দেখতে মজা লাগে - আমি ঠিক বলতে পারি না। কেবল দর্শকরা তা জানেন। আমি সব সময় দর্শকদের রুচির প্রতি সম্মান প্রদর্শন করে আসছি।'

লাই শেং ছুয়ানের মতো পরিচালক এবং তাঁর শিল্পকর্ম হলো তাইওয়ান প্রণালীর দু'পারের সাংস্কৃতিক বিনিময়ের অব্যাহত উন্নয়নের একটি অনুচিত্র।

সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরেরও বেশি সময়ে চীনের অর্থনৈতিক শক্তি বিপুলভাবে বেড়েছে। এটা সংস্কৃতির সমৃদ্ধির জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে এবং উন্নয়নের ব্যাপক সুযোগ যুগিয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য আরো বৈচিত্র্যময় মানসিক খাদ্য যোগানো এবং আরো ভালোভাবে আন্তর্জাতিক সংস্কৃতির বিনিময়ে ও সহযোগিতায় অংশ নেওয়া - এ দুটি লক্ষ্য বাস্তবায়নের জন্য বহু ভালো ও মজার নাটক সৃষ্টি করতে হবে।

লাই শেং ছুয়ান কেবল একজন ভালো পরিচালক নন, জীবনে তিনি একজন ভালো স্বামী ও বাবাও। নাটক পরিচালনা ছাড়া, তিনি বই লিখতে, সঙ্গীত রচনা করতে, রান্না করতে এবং ভ্রমণ করতে পছন্দ করেন। পরিবার প্রসঙ্গে তাঁর মুখে সুখের অভিব্যক্তি ফুটে থাকে। তিনি বলেন,

'আমি ৩০ বছরেরও বেশি সময় আগে বিয়ে করেছি। কিন্তু এখনও প্রতিদিন সম্পর্কের সতেজতা অনুভব করি। দিন থেকে রাত পর্যন্ত আমি ও আমার স্ত্রী বহু কথা বলতে চাই। পরিবেশনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে আমাকে অন্য জায়গায় যেতে হয়। স্ত্রীর সঙ্গে দিন কাটানোর সময় কমে যাচ্ছে। কিন্তু আমরা দু'জন প্রতিদিন ফোনে কথা বলি। অনেক উঁচু মর্যাদা পাওয়ার চেয়ে যে কারোর জন্য তার চেয়ে আনন্দের ব্যাপার হলো পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা খাওয়া। তাই না?' (লিলি/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040