|
বন্ধুরা, চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কার্টুন কোম্পানি ও চীনা সংস্কৃতি শিল্প বিষয়ক পুঁজি বিনিয়োগ তহবিল, শাং হাই পূর্ব প্রচার লিমিটেড কোম্পানি ও শাং হাই যৌথ পুঁজি বিনিয়োগ লিমিটেড কোম্পানির যৌথ উদ্যোগে 'ওরিযেন্টাল ড্রিম ওয়ার্কস' চীনের শাংহাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন , এ প্রকল্প ভবিষ্যতে সাংস্কৃতিক শিল্প উন্নয়নের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ তাত্পর্যবহ। এটিও চীনের 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনাকালে' সাংস্কৃতিক সংস্কারের জন্য আরও উন্মুক্তকরণ ভিত্তি স্থাপন করেছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
'ওরিযেন্টাল ড্রিম ওয়ার্কস' বিশ্বের চলচ্চিত্র বাজারে বিশেষ করে কার্টুন ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে। চীনের ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের সংবাদ ও প্রচার কলেজের স্থায়ী উপ-মহাপরিচালক ইন হিং বলেন, এ প্রকল্প সাংস্কৃতিক উন্নয়নে চীনের নীতিগত সীমানা ভেঙে দিয়েছে, যা আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং চীনা পণ্য রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। এ সম্পর্কে তিনি বলেন:
"কারণ দীর্ঘ সময়ের মধ্যে চেতনার রূপ ও সাংস্কৃতিক ঐতিহ্যের পার্থক্য থাকায় চীনা সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠান ও বাজার বিদেশী পুঁজি বিনিয়োগ ও সহযোগিতার মধ্যে কিছু নীতিগত সীমা রয়েছে। তবে এ নতুন প্রকল্পের মধ্য দিয়ে কেবল যে বিদেশী ব্রান্ডের প্রভাবশালী শক্তি, শিল্প অভিজ্ঞতা ও বিনিময় ব্যবস্থা এনে দিয়েছে তা নয়, তা চীনা পণ্য সহযোগিতা ও যৌথ মালিকানাধীন উপায়ের মাধ্যমে বিশ্বের অন্যান্য বাজারে পা দেয়ার জন্য সুবিধার সৃষ্টি করেছে।
'ওরিযেন্টাল ড্রিম ওয়ার্কস' চীনের শাং হাই-এ প্রতিষ্ঠিত, যাকে দেশের 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনাকালে সাংস্কৃতিক সংস্কার উন্নয়ন কর্মসূচী' প্রকাশের পর প্রথম সাংস্কৃতিক শিল্প ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা বলে মনে করা হয়। এর ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালুর আগে দি ওয়াল ষ্ট্রিট ডেইলি ও ফাইনান্সিয়াল টাইমসহ পশ্চিমা সংবাদমাধ্যম সবার আগে এ খবর প্রকাশ করেছে। এ থেকে স্পষ্ট যে, এর তাত্পর্য কত গুরুত্বপূর্ণ।
ইন হুং মনে করেন, 'ওরিযেন্টাল ড্রিম ওয়ার্কস' চালু হওয়া ভবিষ্যতে চীনা সাংস্কৃতিক শিল্প উন্নয়নে মৌলিক তাত্পর্য রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:
"চীন ভবিষ্যতে সাংস্কৃতিক শিল্প উন্নয়ন চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই বিশ্বের প্রতি আরও উন্মুক্ত নীতি নির্ধারণ করেছে। এটি একটি নতুন সংকেত অথচ এটি একটি নতুন প্রতীকী তাত্পর্য"।
আসলে 'ওরিযেন্টাল ড্রিম ওয়ার্কস' চালুর মধ্য দিয়ে স্পষ্ট যে, চীনের সংস্কৃতি ও বাইরের যোগাযোগ ইতোমধ্যেই একটি বাস্তব পুঁজি বিনিয়োগ পর্যায়ে দাঁড়িয়েছে। চীন ও বিদেশের মধ্যে পারস্পরিক পুঁজি বিনিয়োগ ধাপে ধাপে বাড়ছে। এর মধ্যে রয়েছে 'ভেতরে নিয়ে আসা' এবং 'বাইরে চলে যাওয়া'।
সম্প্রতি চীনের তথ্য ও প্রকাশনা সাধারণ সংস্থা ২০১২ সালে তথ্য প্রকাশনা সংস্কার ও উন্নয়ন কর্মসূচীর চাবিকাঠি বিষয় প্রকাশ করেছে। এ সাধারণ সংস্থার মহাপরিচালক লিউ পিন চিয়ে বলেন, তথ্য প্রকাশনার 'বাইরে চলে যাওয়া' কৌশলের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত: চীনের বিখ্যাত ব্রান্ডের পণ্য ও শিল্পপ্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা। দ্বিতীয়ত: আন্তর্জাতিক চ্যানেল সম্প্রসারণ করা। তৃতীয়ত: বিভিন্ন মালিকানার তথ্য ও প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠান বিদেশে শাখা সংস্থা, কেন্দ্র ও কারখানা স্থাপনে সমর্থন করা। এ সম্পর্কে তিনি বলেন,
'বাইরে চলে যাওয়া'র দু'টি ক্ষেত্রের তাত্পর্য রয়েছে। এক হচ্ছে চীনা সংস্কৃতি প্রচার করা। আরেক হচ্ছে চীনা সাংস্কৃতিক উন্নয়নের জন্য অবদান"।
দেশের 'দ্বাদশ পাঁচশালা' পরিকল্পনাকালে সাংস্কৃতিক সংস্কার উন্নয়ন কর্মসূচী' প্রবর্তনের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক শিল্প সত্তার 'ভেতরে নিয়ে আসা' ও 'বাইরে চলে যাওয়া' উভয় ক্ষেত্রেই বাস্তব অগ্রগতি অর্জন করেছে। এটিও চীনের সাংস্কৃতিক ক্ষেত্রে শক্তিশালী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।–ওয়াং হাইমান/আবাম
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |