Web bengali.cri.cn   
হুই চৌ শহরের লোং মেন জেলার কৃষকদের আঁকা ছবি
  2012-02-15 13:39:59  cri
ড্রাগন বর্ষের বসন্ত উত্সব চলাকালে চীনের কুয়াং তোং প্রদেশের হুই চৌ শহরের লোং মেন জেলার প্রতি পরিবারেই উত্সবের আমেজসমৃদ্ধ বসন্ত উত্সবের ছবি লাগানো ছিলো। এসব আলোকময় ও প্রাণবন্ত ছবি আসলে শিল্পীদের হাত থেকে সৃষ্টি হয়নি। স্থানীয় কৃষকরা এসব ছবি এঁকেছেন। চীনের কৃষকদের ছবি বিষয়ক জাদুঘর এই জেলায় রয়েছে। আজকের সাংস্কৃতিক বিনিময়ে আমরা একসঙ্গে কৃষক শিল্পীদের শিল্পকর্ম উপভোগ করবো।

ধূসর রঙয়ের একটি তিনতলার স্থাপত্যে প্রবেশ করার পর এক একটি সুন্দর শিল্পকর্ম মানুষের চোখের সামনে ভেসে ওঠে। এই জায়গাটি হচ্ছে কৃষকদের ছবি সংক্রান্ত চীনের প্রথম জাদুঘর। এ জাদুঘরের মোট আয়তন প্রায় দশ হাজারেরও বেশি বর্গমিটার। এখানে কৃষকদের চমত্কার সব ছবির প্রদর্শন হয়ে গেল, প্রদর্শনির বিষয় ছিল হল বাগান বিষয়ক ছবি, কৃষকদের ছবি বিক্রির জন্য প্রদর্শন হল এবং কৃষকদের ছবির ইতিহাস ব্যাখ্যা করার জন্য চলচ্চিত্র হলসহ অনেক হলে বিভক্ত করা হয়। অনেক পর্যটক এখানকার সুগভীর গ্রামীণ আমেজে আকৃষ্ট হয়ে এ স্থানটি পরিদর্শনে আসেন।

কুয়াং চৌ শহর থেকে মিঃ পাং হচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন। তিনি বলেন,

'এমন ধরনের ছবি প্রথমে দেখে আমি এতে আকৃষ্ট হয়ে পড়ি। তারপর পুরো শিল্পকর্ম দেখার ইচ্ছা মনে জেগেছে।'

লোং মেন জেলা ঐতিহ্যবাহী কৃষি প্রধান জেলা ছাড়াও, বিখ্যাত উষ্ণ প্রস্রবণের জন্মস্থান। কৃষক শিল্পী চু হুও কেন লোং মেন জেলা থেকে ১৩ কিলোমিটার দূরের ইও মহকুমায় জন্মগ্রহণ করেন। স্থানীয় লোকেরা কৃষি কাজ না থাকার সময় সমবেত হয়ে ছবি আঁকেন। ধীরে ধীরে স্থানীয় বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ছবি আঁকার স্টাইল গড়ে উঠেছে। এমন ধরনের ছবি আঁকার নৈপুণ্য বংশপরম্পরায় চলতে থাকে। চু হুও কেন আমাদের সংবাদদাতাকে জানান, তিনি একটানা আট বছর ধরে ছবি আঁকার কাজ করে আসছেন। তাঁর মতো স্থানীয় কৃষক শিল্পীদের সংখ্যা ৫০ বা ৬০ জন। তিনি আরো বলেন,

'আমাদের এখানে যে লোক ছবি আঁকেন তারা অধিকাংশই কৃষক। তাঁরা পেশাগত প্রশিক্ষণ পান নি। তাঁদের ছবি আঁকার বিষয় হচ্ছে নিজেদের জীবন, নিজেদের শোনা গল্প এবং শৈশবকালের খেলা প্রভৃতি।'

বসন্ত উত্সবের ছবি হলো চীনা জনগণের চান্দ্র নববর্ষের সবেচেয়ে প্রিয় এক ধরনের ছবি। ছবির বিষয় ফুল, পাখি, স্বর্ণ মুরগী, গরু পৌরাণিক কাহিনী ও ঐতিহাসিক গল্প সম্পর্কিত। দেয়াল ও জানালায় লাগিয়ে বাড়িঘর সাজানো ছাড়াও, শুভ কামনা প্রকাশ করা যায়। লোং মেন জেলার কৃষকদের ছবির বিষয় বসন্ত উত্সবের ছবির ভিত্তিতে সৃষ্টি হয় এবং গত শতাব্দীর ৭০'র দশকের সত্যিকার উন্নয়ন ও উদ্ভাবন করা হয়। ছবির বিষয় ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের ছবির বিষয়ের সীমাবদ্ধতা ছাড়িয়ে এতে আরো বেশি করে যুগের বৈশিষ্ট্য যুগিয়েছে।

৮০'দশকে লোং মেনের কৃষকরা যার যার বিশেষ বৈশিষ্ট্য গড়ে তুলেন। ৯০'দশকের পর হংকং থেকে কোন কোন ব্যবসায়ীরা লোং মেনের কৃষকদের ছবি কেনার পর এখানে আসেন, ফলে এখানকারী কৃষকদের ছবির মান একটি নতুন পর্যায়ে উন্নিত হয়। ২০০৮ সালে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় লোং মেন জেলাকে 'বেসরকারী সাংস্কৃতিক ও শৈল্পিক মহকুমা' নামে নামকরণ করে।

কৃষকদের ছবি সংক্রান্ত জাদুঘরে চু হুও কেনের একটি ছোট অ্যাটলিয়ার আছে। তিনি আমাদের সংবাদদাতাদেরকে ছবি তৈরীর প্রক্রিয়া ব্যাখ্যা করেন। একটি সাধারণ ছবি আঁকতে শুরু করে সম্পন্ন করা পর্যন্ত মোট পাঁচ বা ছয় দিন লাগে।

কৃষকদের ছবি জীবনের আমেজে ভরপুর। লোং মেনের বিশেষ লোক রীতিনীতি কৃষকদের ছবি আঁকার প্রেরণা সৃষ্টি করে। চু হুও কেন বলেন, স্থানীয় মজার লোক রীতিনীতি হচ্ছে কৃষক শিল্পীদের অসীমের সৃষ্ট উত্স্য। তিনি বলেন,

'বছরের শেষের দিনে আমাদের বাড়িঘর পরিষ্কার করা, মংগল কামনা সূচক কবিতার শ্লোক দরজায় লাগানো এবং নিয়ান কাও নামে এক ধরনের সুস্বাদু খাবার তৈরী করা উচিত্।'

সুন্দর সুন্দর ছবি বসন্ত উত্সবের পরিবেশ সৃষ্টি করা ছাড়াও, স্থানীয় কৃষকদেরকে খুব ভালো আর্থিক স্বার্থ বয়ে এনে স্থানীয় একটি স্তম্ভ খাতে পরিণত হয়েছে। লোং মেন কৃষক যার যার বিশেষ বৈশিষ্টসম্পন্ন ছবির মাধ্যমে জনগণকে জানতে চান, এখানকার জীবন দিন দিন ভালো হচ্ছে।

লিলি/আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040