|
বন্ধুরা, বার্ষিক চলচ্চিত্র উত্পাদনের পরিমাণ ১ হাজারটিরও বেশি হওয়ায় চলচ্চিত্র শিল্পের একটি বড় দেশ হিসেবে সবসময় ভারতের শক্তিশালি দেশ বলে অভিহিত করা হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার বহুবিধ ব্যবস্থা নিয়ে ভারতের চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। ফলে ভারতের চলচ্চিত্র শিল্প সুষ্ঠুভাবে বিশ্বের অন্যান্য চলচ্চিত্র বাজারের সাথে তার যোগাযোগ জোরদার হয়েছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মধ্য দিয়ে এ প্রবণতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।
ভারতের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সম্প্রতি ভারতের গোয়ায় শেষ হয়েছে। এবারের চলচ্চিত্র উত্সব আগের সব চলচ্চিত্র উত্সবের চেয়ে আরও বেশি সফলতার সাথে বিদেশের চলচ্চিত্র মহলের সঙ্গে যোগাযোগ এবং ব্যাপক আওতায় ভারতের চলচ্চিত্রের অগ্রগতিকে এগিয়ে নিয়েছে বলে এবারের চলচ্চিত্র উত্সবটিকে এক সর্বোচ্চ বৈশিষ্ট্য বলে সবাই মনে করছে। বেসন, মাইকেল লা ইয়াহ ও অস্কার অর্জনকারী হাগ ওয়েল চামানসহ বিখ্যাত চলচ্চিত্র শিল্পীদের আসা এবারের চলচ্চিত্র উত্সবকে আরও আন্তর্জাতিককীকরণ করে তুলেছে।এ সম্পর্কে এবারের চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান শংকর মোহন বলেন:
"এবারের চলচ্চিত্র উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আরও বেশি গুণি মানুষের এতে যোগ দেয়া। এর মধ্যে রয়েছেন ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পীরা। এভাবেই চলচ্চিত্র উত্সবের সাহায্যে দেশি-বিদেশি চলচ্চিত্র শিল্পীরা পারস্পরিক যোগাযোগ করতে পারেন ও শিখতে পারেন অনেক কিছু, যাতে বিশ্বকে সুষ্ঠুভাবে জানার পাশাপাশি বিশ্বও ভারতকে জানতে পারছে ।
চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া অব্যাহতভাবে দ্রুত করার ব্যাপারে ভারত সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বকে সুষ্ঠুভাবে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা। মোহন বলেন, চলচ্চিত্র শিল্পের অন্যতম দেশ হিসেবে ভারত উপলদ্ধি করেছে যে, উন্নত চলচ্চিত্র শিল্প সংস্কৃতির প্রচারে আরও বেশি অবদান রাখতে পারে। এ সম্পর্কে তিনি বলেন:
"চলচ্চিত্র সব বাধা অতিক্রম করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে পারে। যা বিভিন্ন দেশ, অঞ্চল ও বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পর্ক রাখতে পারে। এমন কি, চলচ্চিত্র মানবজাতির মনোভাবকেও সঠিকভাবে ধরে রাখতে পারে"।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |