|
বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে 'আন্তর্জাতিক শহর : বেতার ও সংবাদমাধ্যম সহযোগিতা ফোরাম' ২ ডিসেম্বর প্রথমবারের মত পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের প্রধান প্রতিপাদ্য ছিল 'বিশ্বায়ন : আন্তর্জাতিক শহর : বেতার ও সংবাদমাধ্যমের সহযোগিতা ও উন্নয়ন'। দেশি-বিদেশি ৪০টিরও বেশি শহরের বেতার ও সংবাদমাধ্যমের ১ শ'রও বেশি প্রতিনিধি এবারের ফোরামে উপস্থিত ছিলেন। ফোরামের প্রতিপাদ্যের ওপর অংশগ্রহণকারী প্রতিনিধিরা খোলাখুলিভাবে নতুন পরিস্থিতিতে শহরের বেতার ও সংবাদমাধ্যম কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা ও সহযোগিতা জোরদারের বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। আচ্ছা বন্ধুরা, আসুন, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়ে আরেকটু খোলামেলা আলোচনা করি।
অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিরা সবাই মনে করেন, এবারের ফোরাম দৃঢ়তার সাথে বিভিন্ন দেশ, অঞ্চল ও শহরের বেতার ও সংবাদমাধ্যমের যৌথ উন্নয়ন ত্বরান্বিত করবে এবং বেতার মহলে ইতিবাচক অবদান রাখবে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক ওয়াং কুও ছিং এবারের ফোরামে বলেন, বিশ্ব ধাপে ধাপে একটি পারস্পরিক যোগাযোগ ও বাসযোগ্য 'পৃথিবীর গ্রামে' পরিণত হচ্ছে। শহর তার বেতারের মধ্য দিয়ে বহুমুখী ও আন্তর্জাতিকীকরণের বৈশিষ্ট্যকে তুলে ধরছে নিয়মিত। এবারের ফোরাম বিশ্ব সংস্কৃতির অবিমিশ্রিত ইতিবাচক ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে ওয়াং কুও ছিং বলেন:
"বিভিন্ন দেশ থেকে আগত এবং বিভিন্ন ঐতিহাসিক সাংস্কৃতিক পটভূমি হলেও আমরা শহর কেন্দ্রিক বেতারের আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করতে মিলিত হয়েছি। এটি বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির সমঝোতা ও মৈত্রী জোরদারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার অনন্য দিক"।
জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরো হচ্ছে চীনের বেতার ও চলচ্চিত্র বিষয়ের একটি প্রশাসনিক ব্যবস্থাপনা বিভাগ। এ ব্যুরোর উপ-মহাপরিচালক থিয়ান চিন বলেন,
"এবারের ফোরাম আন্তর্জাতিক শহরের বেতার সহযোগিতা উন্নয়নের দিক নির্দেশনা করবে এবং সংশ্লিষ্ট ব্যবস্থা আরো পরিপূর্ণ করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সুযোগ সৃষ্টি করতে জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরো আগ্রহী, যাতে পুরোপুরিভাবে এ প্ল্যাটফর্মের ভূমিকা পালন, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, সহযোগিতার সারবস্তুকে গভীরতায় আনা, সফল সহযোগিতার উন্নয়ন, আন্তর্জাতিক শহরের বেতার ও সংবাদমাধ্যমের সম্মানজনক সংলাপ জোরদার এবং চীনা বেতার ও বিশ্ব বেতারের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো বেশি করা যায়"।
চীন আন্তর্জাতিক বেতার—সি আর আই ইতোমধ্যেই ৭০ বছরের গৌরবোজ্জ্বল সময়ে পা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সি আর আই উন্মুক্ত ও সহযোগিতামূলক কাজ করার ধারণায় অবিচল রয়েছে।এবারের ফোরামে চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান বিগত ৭০ বছরে সি আর আই'র উন্নয়ন প্রক্রিয়ার পর্যালোচনা করেছেন এবং আন্তর্জাতিক বেতার ও সংবাদমাধ্যমের সহযোগিতার লক্ষ্যে তিনটি প্রস্তাব দিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন:
" প্রথমতঃ হলো, দীর্ঘকালীন ব্যবস্থা গড়ে তোলা। সুসংহত দীর্ঘকালীন ব্যবস্থা হচ্ছে সি আর আই'র সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতামূলক সম্পর্ক থাকা বেতারের মধ্যে সহযোগিতা চালানোর এক আস্থাবান নিশ্চয়তা। এ উপলক্ষ্যে আমি বিভিন্ন অংশগ্রহণকারী সংবাদমাধ্যমকে সি আর আই'র উদ্যোগে প্রতিষ্ঠিত 'আন্তর্জাতিক শহরের বেতার ও সংবাদমাধ্যমের সহযোগিতার ওয়েব-সাইটে' অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়তঃ সহযোগিতার বিষয়বস্তু সমৃদ্ধ করা। সহযোগিতা জোরদারের মৌলিক বিষয় হচ্ছে সারবস্তুর সমন্বয় সাধন। এ ক্ষেত্রে সি আর আই ও বিভিন্ন সহযোগিতামূলক অংশীদারিত্বের মধ্যে বিশাল সুযোগ রয়েছে। তৃতীয়তঃ সম্মিলিতভাবে বাজার উন্নয়ন করা। আমরা বিশ্বায়ন যুদ্ধের সম্মুখীন হচ্ছি। বিশ্বায়ন যুদ্ধের অর্থ হচ্ছে উন্মুক্তকরণ, সহযোগিতা ও কল্যাণ। সংবাদমাধ্যম হচ্ছে দেশি-বিদেশি সংবাদমাধ্যের অবিরাম উন্নয়ন বাস্তবায়নের এক অনিবার্য ধারা"।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একমাত্র সরকারী বেতার ও টেলিভিশন আন্তর্জাতিক সংস্থা—'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার উন্নয়ন সংস্থা—এ আই পি ডি'র সচিব ইয়াং পিন ইউয়ান বলেন, এবারের ফোরামের তাত্পর্য বেশ গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন বেতারের সহযোগিতা ত্বরান্বিতকরণে ইতিবাচক ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে তিনি বলেন:
"বর্তমানে নতুন সংবাদমাধ্যমগুলো যুগোপযুগী সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমি বিশ্বাস করি, 'সৃজনশীলতা, উন্নয়ন ও কল্যাণ' এ প্রধান প্রতিপাদ্য বিবেচনা করে উদ্যোগের সঙ্গে এবারের ফোরাম সফলতার সাথে বিভিন্ন দেশ, শহর ও অঞ্চলের সংবাদমাধ্যমের যৌথ উন্নয়ন ত্বরান্বিত করবে। ফলে এক সম্প্রীতিময় বিশ্বকে গড়ে তোলার ক্ষেত্র ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে"।
এবারের ফোরাম আয়োজনকালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শহরের বেতার ও সংবাদমাধ্যমের সহযোগিতামূলক ওয়েব-সাইট প্রসঙ্গে চীনের জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর উপ-মহাপরিচালক থিয়ান চিন বলেন, এটি হচ্ছে চীনের বেতার মহলে এক সৃজনশীলতাসম্পন্ন মহাসম্মিলনী।–ওয়াং হাইমান/আবাম
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |