|
১৯৫৩ সালে চীনের প্রথম পাঁচশালা পরিকল্পনা কার্যকর হয়। তখন ভৌগলিক অবস্থা, পরিবহন, প্রাকৃতিক সম্পদ ও দেশের উন্নয়নের কৌশল বিবেচনা করে ছেং তুকে শিল্প ক্ষেত্রে সারা দেশের গুরুত্বপূর্ণভাবে নির্মাণকারী শহর হিসাবে নির্ধারণ করা হয়।
১৯৫৮ সালে রাষ্ট্রায়ত্ত হোং কুয়াং ইলেক্ট্রোন টিউব কারখানার প্রতিনিধিত্ব করে অনেক কারখানা ছেং তুর পূর্ব উপকন্ঠে স্থাপন করা হয়। ফলে এটি তখনকার সবচেয়ে উন্নত উত্পাদনশক্তি ও শিল্পের রূপ, তথা তখনকার তরুণ-তরুণীদের চিন্তাভাবনা ও জীবনের প্রতিনিধিতে পরিণত হয়েছে। প্রতি সকালে একই কর্মকাপড় পরা কয়েক হাজার শ্রমিক 'আমাদের শ্রমিকের শক্তি আছে' এই গানের ছন্দে কারখানায় প্রবেশ করেন।
এখন 'আমাদের শ্রমিকদের শক্তি আছে' গানটি শোনা যাক।
সঙ্গীত প্রেমিক শ্রমিকদের জন্য কারখানা প্রতিষ্ঠার প্রথম দিকে সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হয় ।সম্প্রচারের বিষয়ের মধ্যে, দেশের নীতিমালা, শীর্ষনেতাদের ভাষণ ও ঘোষণা ছাড়াও, পেইচিং অপেরা, আ হু দিয়ে বাজানো সঙ্গীত ও প্রাক্তন সোভিয়েট ইউনিয়নের লোকসঙ্গীতও রয়েছে। আচ্ছা, এখন আমরা একসঙ্গে 'মস্কোর উপকন্ঠের রাত' নামে প্রাক্তন সোভিয়েট ইউনিয়নের একটি লোকসঙ্গীত শুনবো।
৬০'র দশকে বিপ্লবের গান হলো পূর্ব উপকন্ঠের এই শিল্প জেলার সঙ্গীতের প্রতীক। প্রতিদিন সকাল আটটায় কারখানার প্রত্যেক সম্প্রচার কেন্দ্রে 'পূর্ব দিকে লাল' নামে এই গানটি সম্প্রচারিত হয়। কাজ শেষ করলে শ্রমিকরা বিপ্লবের গান গাওয়ার মহড়ায় অংশ নেন। প্রতি বছরের পার্টি গঠন ও রাষ্ট্র গঠনসহ গুরুত্বপূর্ণ দিবস কারখানায় জাঁকজমকভাবে উতযাপন করা হয়। এখন আমরা একসঙ্গে 'পূর্ব দিকে লাল' নামে গানটি শুনি।
সংস্কার ও উন্মুক্তকরণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সাহায্যে ১৯৮১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দশ বছরেরও বেশি সময় হলো ছেং তু হোং কুয়াং ইলেক্ট্রোন টিউবের সবচেয়ে সমুজ্জ্বল সময়। রঙিন ইলেক্টোন টিউব উত্পাদন করতে পারা চীনের প্রথমটি কারখানা হিসেবে হোং কুয়াং জনগণ ভালো কল্যাণ পাওয়া ছাড়াও, অন্যান্যের চেয়ে একটু আগে নতুন যুগের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা প্রথমে টিভি দেখেন। তখন একজন নারী শিল্পী খুব জনপ্রিয় ছিলেন। তাঁর নাম হলো তেং লি চুন। এখন আমি 'মিষ্টি' নামে তেং লি চুনের গাওয়া একটি গান শোনাবো।
৯০'র দশক থেকে পূর্ব উপকন্ঠের শিল্প এলাকার ধাপে ধাপে পতন হয় । হোং কুয়াংয়ের অনেক শ্রমিক অবসরগ্রহণ করেন। তাঁদের পরবর্তী প্রজন্মের সঙ্গীত গল্প শুরু হয়।
হংকং ও তাইওয়ানের তারকারা ব্যাপকভাবে মূল-ভূভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে মূল-ভূভাগে তারকার অনুরাগীরা অব্যাহতভাবে দেখা দেয়। তারকাদের সঙ্গীত অনুরাগীদের প্রীতি সম্মেলন ও কন্সার্ট হলো তাদের আনন্দ পাওয়া ও বিশ্রামের জায়গা।
এখন 'তরুণ-তরুণীদের জায়গা'নামে গানটি শুনুন।
২০১১ সালে ছেং তুর পূর্ব উপকন্ঠের শিল্প এলাকায় অবস্থিত হোং কুয়াং ইলেক্ট্রোন টিউব কারখানার পুরানো জায়গায় সঙ্গীতকে প্রতিপাদ্য করে একটি পার্ক প্রতিষ্ঠিত হয়। উচ্চ চিমনি ও একটি কারখানা ঘর সেখানেই থাকে। কিন্তু সেখান থেকে ইলেক্ট্রোন টিউব উত্পাদন করা হয় না, বরং ডিজিটাল সঙ্গীত উত্পদন করা হয়।
২০০৯ সালের ১৫ মে ছেং তু মিডিয়া গোষ্ঠী ও চায়না মোবাইল গোষ্ঠীর সি ছুয়ান শাখা কোম্পানি সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করে। ছেং তু মিডিয়া সাংস্কৃতিক শিল্প উদ্যানের পরিচালনা লিমিটেড কোম্পানির উপ প্রধান চাও কাং বলেন, তারা বেতার সঙ্গীত কেন্দ্রকে মূল বিষয় হিসেবে নিয়ে সঙ্গীত পার্কের জন্য বিশ্বের সঙ্গীতের প্রাণশক্তি যোগাবে। চাও কাং আরো বলেন,
'চায়না মোবাইল বেতার সঙ্গীত কেন্দ্র হলো এশিয়ার বৃহত্তম বেতার সঙ্গীতের কেন্দ্রীয় প্লাটফর্ম। চায়না মোবাইলের সৃষ্ট এমন ধরনের বেতার রূপ হলো অনেক উন্নত রূপ। তাই বলা যায়, ছেং তু মিডিয়া গোষ্ঠী ও চায়না মোবাইল বেতার সঙ্গীতের সহযোগিতার ফলে যার যার নেতৃত্বাধীনে ব্র্যান্ডের সুবিধা ব্যবহার করে পণ্যের পরিসেবার সহযোগিতার মাধ্যমে আরো বেশি শ্রোতাদেরকে আকর্ষণ করা সম্ভব।'
অন্য একটা কথা বলা যায়, নানা ধরনের সর্বশেষ ডিজিটাল সঙ্গীত সঙ্গীত পার্কে সৃষ্টি, উত্পাদন ও বিক্রীর প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
পূর্ব উপকন্ঠের শিল্প এলাকায় অবস্থিত সঙ্গীত পার্কের একটি বৈশিষ্ট্য হলো শিল্প কারখানা বজায় রাখার ভিত্তিতে নতুন সময়ের সঙ্গীতের উপাদান যোগানো।
২০১১ সাল হলো দেশের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার শুরুর বর্ষ। দেশের হাল্কা শক্তি বিশেষ করে সাংস্কৃতিক নির্মাণ উন্নীত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক অবকাঠামোর সংস্কার গভীরতর এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে সাংস্কৃতিক শিল্প উদ্যানের দায়িত্বশীল কর্মকর্তা চাও কাং বলেন,
'সাংস্কৃতিক শিল্প উদ্যানের সমৃদ্ধি ও উন্নয়ন বেগবান করা হলো আমাদের প্রচেষ্টা চালানোর দিক।'
ছেং তু পূর্ব উপকন্ঠের সঙ্গীত পার্কে সঙ্গীত যেন স্পেস শাটলের মতো। এখানে আমরা পুরানো রাষ্ট্রায়ত্ত হোং কুয়াং ইলেক্ট্রোন টিউবের সমুজ্জল যুগ অনুধাবন করতে পারা ছাড়াও, নতুন যুগের বিশাল পরিবর্তন স্বচক্ষে দেখতে সক্ষম। বিশ্বাস করি, ভবিষ্যতে এখানে আমরা সাংস্কৃতিক সৃজনশীল শিল্পের আরো বেশি ফলপ্রসূ ফলাফল ভোগ করতে পারবো।
লিলি
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |