|
পরিসংখ্যান অনুযায়ী ১৯৭৯ সালের অক্টোবর মাসে সৈন্য ও ঘোড়ার টেরার জাদুঘর প্রতিষ্ঠা ও খোলার ৩০ বছরের মধ্যে ৬ কোটিরও বেশি দেশি-বিদেশী পর্যটক এখানে পরিদর্শন করেন। এখানে পরিদর্শন করা বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সংখ্যা ১৬০ জনেরও বেশি।
সৈন্য ও ঘোড়ার টেরাকোটার জাদুঘরের প্রবীন পথপ্রদর্শক চিন খাইয়ের দায়িত্ব হলো বিদেশী অতিথিদের অভ্যর্থনা করা। অধিকাংশ পর্যটকের জন্য সৈন্য ও ঘোড়ার টেরাকোটার যাদুঘর একটি দর্শনীয় স্থান। একটা টিকিট কিনে তারা ভেতরে ছবি তুলেন। কিন্তু চিন খাইয়ের জন্য সৈন্য ও ঘোড়ার টেরাকোটার জাদুঘর তাঁর শৈশব থেকে বেড়ে ওঠার স্থান
চিন খাইয়ের বাড়ি সি আন শহরে অবস্থিত। সৈন্য ও ঘোড়ার টেরাকোটা আবিষ্কৃত হওয়ার পর শুরুতেই সেখানে কোন পথ ছিলো না। কাছাকাছি ছিলো গম ক্ষেত ও ভূট্টার জমি। চিন খাই বলেন,
'আমার ছোটবেলায় সৈন্য ও ঘোড়ার টেরাকোটা আবিষ্কৃত হয় ।আমার বাড়ি এখান থেকে খুব দূর না। প্রতিদিন বেড়াতে যাওয়ার সময় আমি এখানে আসতাম।'
এর পর ৩০ বছর পার হয়ে গেছে। প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চিন খাই সি আন ছেড়ে দেন নি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি সৈন্য ও ঘোড়ার টেরার যাদুঘরে পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। এটা তাঁর ছোটবেলার স্বপ্ন পূরণ করেছে। চিন খাই বলেন,
'আগে প্রতিবার এখান দিয়ে যাওয়ার সময় আমি ভাবতাম যে, ভবিষ্যতে কোন দিন আমি এখানে কাজ করতে পারলে ভালো হবে।'
চিন খাই বলেন, আগে তাঁর সঙ্গে জাদুঘরে কাজ করা অনেক কর্মীরা এখন অন্য কাজ করেন। কিন্তু সৈন্য ও ঘোড়ার টেরাকোটার প্রতি তিনি আগের মতো একনো নিষ্ঠাবান। তিনি এখানে চীনের ইতিহাস দেখেন এবং নিজের ভাষা দিয়ে বিদেশী পর্যটকদেরকে ব্যাখ্যা করেন। এখন পর্যন্ত চিন খাই ১৬০ জনেরও বেশি বিদেশী প্রেসিডেন্টকে অভ্যর্থনা করেছেন। তিনি বলেন,
'আমার অনুভূতি হলো, সকল বিদেশী প্রেসিডেন্ট অতিথি প্লাটফর্মে দাঁড়িয়ে সৈন্য ও ঘোড়ার টেরাকোটা দেখলে মুগ্ধ হন।'
প্রতিদিন একই বিষয় ব্যাখ্যা করা নিরস ব্যাপার কিনা? চিন খাই বলেন, অনেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি বলেন,
'আসলে আমি মনে করি, এই সমস্যার সমাধানের লক্ষ্যে নিজেকে উন্নয়ন করতে হবে। আমি অতিথিদের পরিদর্শনের সময় তাদের সঙ্গে মত বিনিময় করি এবং অনেক আকস্মিক ফলাফল লাভ করি।'
সম্প্রতি চিন খাই হাঙ্গেরির এক দল পর্যটককে অভ্যর্থনা করেছেন। দলের মধ্যে ভেসজেলস্কি সারা নামে একজন নারী নিজের দেশে সৈন্য ও ঘোড়ার টেরাকোটার প্রদর্শন দেখেছেন। তখন প্রদর্শন করা পণ্যের সংখ্যা ১০টির কম, তা সত্ত্বেও তিনি অত্যন্ত বিস্মিত বোধ করেন। সৈন্য ও ঘোড়ার টেরাকোটার খননের স্থলে দাঁড়িয়ে তাঁর মনোভাব আবেগে পূর্ণ হয়ে যায়। তিনি বলেন,
'স্বচোখে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে, সৈন্য ও ঘোড়ার টেরাকোটার ব্যাপকতা এত মহান। পথপ্রদর্শকের ব্যাখ্যা করা বিষয় থেকে আমি অনেক কিছু শিখেছি।'
চিন খাই নিষ্ঠার সঙ্গে সৈন্য ও ঘোড়ার টেরাকোটার সঙ্গে থাকার পেশা বেছে নেন। তিনি বিশ্বাস করেন, বিশ্বের আরো বেশি লোক আগামী দিনে এখানে পরিদর্শন করবেন। তিনি বলেন,
'পরিসংখ্যান অনুযায়ী গত ৩০ বছরের মধ্যে মোট ৮ কোটি দেশি বিদেশী পর্যটক সৈন্য ও ঘোড়ার টেরাকোটা পরিদর্শন করেছেন। আমি মনে করি, বিশ্বে কোটি কোটি মানুষ আছেন। তাই বলা যায়, সৈন্য ও ঘোড়ার টেরাকোটা প্রদর্শনের বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে।'
লিলি/শান্তা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |