Web bengali.cri.cn   
বেলগ্রেডে চীনা সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত
  2011-11-30 19:44:13  cri

ভজদোভাক চীনা সাংস্কৃতিক উত্সব'২৮ নভেম্বর সন্ধ্যায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শুরু হয়েছে। সেসেচে চীনের রাষ্ট্রদূত চাং ওয়ান সুয়ে, ভজদোভাকের গভর্ণর ড্রাগন ভুকানিক এবং চীন ও সেসেচের বিভিন্ন মহলের ৫ শ'রও বেশি জনগণ এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ভজদোভাকঅঞ্চলের সুমিকা নামে একটি সাংস্কৃতিক ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত চাং ওয়ান সুয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বলেন, চীন-সার্বিয়া দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় দু'দেশের জনগণের ঐতিহ্যবাহী মৈত্রী গভীর , দু'দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ত্বরান্বিত এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য লক্ষণীয় অবদান রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের সাংস্কৃতিক উত্সবের মাধ্যমে সার্বিয়ার জনগণ চীনা সংস্কৃতির গভীর সৌন্দর্য অনুভব করার সঙ্গে সঙ্গে আরও কাছে থেকে চীনকে জানতে সক্ষম হবেন।

ভজদোভাকের গভর্ণর ভুকানিক বলেন, এবারের চীনা সাংস্কৃতি উত্সবের আয়োজন হচ্ছে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদারের আরেক গুরুত্বপূর্ণ সাফল্য। দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী ও সহযোগিতা আরও গভীর করার জন্য সার্বিয়ায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ জোরদার করার ব্যাপারে তিনি আশাবাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে দালেকি ইসতক সমিতির সদস্যরা এবং বেলগ্রেড শহরের চীনা সংস্কৃতির অনুরাগীরা সম্মিলিতভাবে সকল দর্শকের জন্য এক মনোজ্ঞ পরিবেশনা করেছেন। এর মধ্যে চীনা গান ও নাটক 'হান ভাষা ক্লাস'সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা কেবল যে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির সৌন্দর্য অনুভব করেছেন তা নয়, তারা চীনা ভাষা শেখার আগ্রহও উপলদ্ধি করেছেন।

এবারের সাংস্কৃতিক উত্সব সার্বিয়ার বেসামরিক চীনা বন্ধুত্বপূর্ণ সংস্থা দালেকি ইসতকসমিতি, বেলগ্রেড শহরের ভজদোভাক অঞ্চল ও সার্বিয়ার চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে ছবি প্রদর্শনী, কন্সার্ট, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও কুং ফুসহ বিভিন্ন বিষয়। যা ২ ডিসেম্বরে সমপ্ত হবে।

দালেকি ইসতক সমিতি ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এ সমিতি সবসময় চীনের প্রচার ও চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০০২ সালে এ সমিতি চীন আন্তর্জাতিক বেতারকে সহযোগিতা করে বেলগ্রেডে দালেকি ইসতক শ্রোতা ক্লাব স্থাপন করে। এ পর্যন্ত ক্লাবের সদস্যদের সংখ্যা ২ শ'।--ওয়াং হাইমান/শান্তা

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040