|
চীনে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত অ্যান্টে সিমোনিক, রাশিয়া ও পূর্ব এশীয় অঞ্চলের জন্য সি আর আইয়ের সম্প্রচার কেন্দ্রের পরিচালক ফান চিয়েন পিং, নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের হাই ইউয়ান জেলার চিয়া থাং থানার শুয়াং হো স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতিনিধি, চীনে ক্রোয়েশিয়ার বন্ধুব্যক্তি এবং 'কো জি চুন'নামে সি আর আইয়ের নেট-ব্যবহারকারীর ক্লাবের সদস্যসহ প্রায় এক'শ জন এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এবারের ফুটবল প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো 'স্কুলের ছাত্রছাত্রীদের সাহায্য করা এবং ভালোবাসার জন্য পণ্যদ্রব্য চাঁদা দেয়া'। এবারের অনুষ্ঠানের মাধ্যমে চীন ও ক্রোয়েশিয়ার জনগণের দেয়া কাপড়, মনিহারী পণ্য ও বইসহ মোট তিন হাজারেরও বেশি উপহার দ্রব্য রয়েছে। তা ছাড়া, সি আর আই বিশেষ করে আট'শটি উপহার তৈরি করেছে। সব সামগ্রী নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের হাই ইউয়ান জেলার চিয়া থাং থানার শুয়াং হো স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদেরকে দেয়া হবে।
ফুটবল প্রতিযোগিতার শেষে অনুষ্ঠিত চাঁদা প্রদান অনুষ্ঠানে যারা অংশ নেন চীনে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত অ্যান্টে সিমোনিক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীন আন্তর্জাতিক বেতার চীন ও ক্রোয়েশিয়ার সাধারণ জনগণের বিনিময় ত্বরান্বিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে তিনি তার প্রশংসা করেছেন।
তিনি শুয়াং হো স্কুলকে চীন-ক্রোয়েশিয়ার প্রথম মৈত্রী স্কুল হিসেবে নির্ধারণের প্রস্তাব দিয়েছেন, এভাবে এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে। তিনি বলেন,
'চীন আন্তর্জাতিক বেতারকে ধন্যবাদ জানাই এবং যারা কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এটি হলো মৈত্রী ও ক্রীড়ার মহোত্সব। আশা করি, এই সুযোগে শুয়াং হো স্কুল ও ক্রোয়েশিয়ার একটি স্কুলকে মৈত্রী স্কুলে পরিণত করে তুলবো, ফলে সি আর আইয়ের উদ্যোগে এবারের ভালোবাসার ধারা চিরদিন অব্যাহত থাকবে।'
শুয়াং হো স্কুলের অধ্যক্ষ লুও ইয়ান শান স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ মোট ৪৯০ জনের কাছ থেকে চাঁদা পেয়েছেন। তিনি বলেন, বর্তমানে তাঁর জন্মস্থানের অধিক থেকে অধিকতর লোক শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছেন। শিক্ষার মান উন্নত করা সেখানকার দরিদ্র ও পশ্চাত্পদ পরিস্থিতি পরিবর্তনের শ্রেষ্ঠ উপায়। তিনি বলেন,
'চাঁদা দেয়া সামগ্রী আমাদের স্কুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জন্মস্থান একটি দরিদ্র অঞ্চল। আমার কর্তব্য হলো আরো বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেয়া যাতে তারা ভালো বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে। এটি আমার জন্মস্থানের অবস্থা পরিবর্তনের সবচেয়ে সরাসরি ও ভালো পদ্ধতি। এখানে আমি সবাইকে সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।'
'সি আর আই কাপ—চীন ও ক্রোয়েশিয়ার ফুটবল প্রতিযোগিতা' ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত মোট তিন বার অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো চীন ও ক্রোয়েশিয়ার জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট, অর্থাত্ ফুটবলের মাধ্যমে সি আর আই ও চীনে ক্রোয়েশিয়ার দূতাবাসের প্রভাবের ওপর নির্ভর করে চীনের দরিদ্র ছাত্রছাত্রীদেরকে সাহায্য দেয়া। এই প্রতিযোগিতা প্রসঙ্গে রাশিয়া ও পূর্ব এশিয়ার প্রতি সি আর আইয়ের সম্প্রচার কেন্দ্রের পরিচালক ফান চিয়েন পিং বলেন,
'এর মাধ্যমে আমরা ফুটবল, মৈত্রী ও ভালোবাসা তিনটি বিষয়ের সমন্বয় করি। আশা করি, ভবিষ্যতে এমন ধরনের অনুষ্ঠান আরো ভালোভাবে হবে। চীনের অধিক থেকে অধিকতর তরুণ-তরুণী এমন ধরনের কর্মকান্ডে অংশ নেবেন। তা ছাড়া, এমন ধরনের কর্মকান্ড সত্যিই আমাদের বেতার ও চীনে নিযুক্ত ক্রোয়েশিয়ার দূতাবাসের সম্পর্ককে ঘনিষ্ঠতর করেছে। এমন ধরনের তত্পরতা একটি সেতুর মতো।'
এবারের প্রতিযোগিতা চীন ও ক্রোয়েশিয়ার বিভিন্ন বয়সের কয়েক ডজন অপেশাগত খেলোয়াড়কে আকর্ষণ করেছে। ক্রোয়েশিয়ার সিলভিজে ভোদোভিক হচ্ছেন তাঁদের অন্যতম । বর্তমানে তিনি চীন বিজ্ঞান একাডেমির রসায়ন গবেষণা বিভাগে কাজ করেন। তিনি বলেন, চীনে মাত্র নয় মাস থাকার পর তিনি গভীরভাবে চীনকে ভালোবেসে ফেলেছেন। তিনি বলেন, অবসর সময়ে চীনের দরিদ্র ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা একটি তাত্পর্যপূর্ণ ব্যাপার। তিনি আরো বলেন,
'আমি প্রথমবারের মতো এমন ধরনের কর্মকান্ডে অংশ নেই। তাদের সাহায্য করতে পেরে আমি খুব আনন্দিত । চীনে ক্রোয়েশিয়াকে পছন্দ করা ফুটবল অনুরাগীদের সংখ্যা যে এত বেশি তা আমি আগে জানতাম না। কিন্তু আমি জানি, অনেকে ফুটবলের মাধ্যমে ক্রোয়েশিয়াকে জানতে পারছেন। আজকে আমি ফুটবল খেলা ছাড়া, চীনা ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি উপহার বয়ে এনেছি।'
'কো চি চুন' ক্লাব হলো চীন আন্তর্জাতিক বেতারের ক্রোয়েশীয় ভাষার ওয়েবসাইটের উদ্যোগে সংগঠিত ক্রোয়েশিয়ার প্রতি চীনের অনুরাগীদের ক্লাব। বর্তমানে কয়েক'শ সদস্য এ ওয়েবসাইটে নাম নিবন্ধ করেছেন। চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে অনুষ্ঠিত 'চীন ও ক্রোয়েশিয়ার ফুটবল প্রতিযোগিতার' মাধ্যমে এ ক্লাবের সদস্যরা দু'দেশের মধ্যে মৈত্রীর সেতু স্থাপন করেন।
ক্লাবের সদস্য ছুই ই তিং শুয়াং হো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অনেক কাপড় ও মনিহারী পণ্য বয়ে এনেছেন। তিনি বলেন, এমন ধরনের তত্পরতা চীন ও ক্রোয়েশিয়ার জনগণের পারস্পরিক সমঝোতা গভীরতর করার জন্য সহায়ক হবে। তিনি বলেন,
'আগে আমরা মাত্র বই ও ইন্টারনেটের মাধ্যমে ক্রোয়েশিয়াকে জানতাম। ক্রোয়েশীয় জনগণ একইভাবে আমাদের জানতেন। এমন ধরনের তত্পরতার মাধ্যমে আমরা আরো বৈচিত্র্যময় পদ্ধতিতে পরস্পরকে জানতে পারি।'
লিলি/শান্তা
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |