Web bengali.cri.cn   
হাঙ্গেরির পিয়ানো শিল্পী ও সঙ্গীত পরিচালক ভাসারি তামাস
  2011-11-23 14:17:10  cri

চলতি বছর হলো হাঙ্গেরির মহান পিয়ানো শিল্পী লিস্ট ফেরেন্সের দু'শতম জন্ম বার্ষিকী। সম্প্রতি চীনের জাতীয় থিয়েটারে লিস্ট এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে ধারাবাহিক পিয়ানো কন্সার্টের আয়োজন করা হয়েছিলো। লিস্টের সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য হাঙ্গেরির সঙ্গীত পরিচালক ও পিয়ানো শিল্পী ভাসারি তামাস চীনা দর্শকদের জন্য বাজনা পরিবেশন করেন ।তাত্পর্যপূর্ণ এই সময়ে চীনে পরিবেশন করার সুযোগ পেয়ে ভাসারি বলেন,

'আমি মনে করি, চীন ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। পশ্চিমা দেশগুলো ও যুক্তরাষ্ট্রে যারা থিয়েটারে গিয়ে ক্ল্যাসিকাল সঙ্গীত উপভোগ করেন তারা অধিকাংশই হচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু প্রাচ্যে এই ক্ল্যাসিকাল শিল্প তরুণ-তরুণীদের আকর্ষণ করে।'

ভাসারি এবারে প্রথমবারের মতো জাতীয় থিয়েটারে পরিবেশন করেন। প্রতিটি সঙ্গীত পরিবেশনের আগে তিনি এ সঙ্গীত ও রচয়িতা সম্পর্কে সমৃদ্ধ ব্যাখ্যা করেন। কন্সার্টে এমন ধরনের বিনিময়ের পদ্ধতি দর্শক-শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া পায়। ভাসারি বলেন,

'ভবিষ্যতে আমি ধাপে ধাপে এমন ধরনের পরিবেশনা বাড়াবো। আমি জানি, গুরুগম্ভীর সঙ্গীত উপভোগ করা একটি সহজ ব্যাপার নয়। তরুণ-তরুণীরা এমন ধরনের সঙ্গীত যে উপভোগ করতে পছন্দ করেন না তার প্রধান কারণ হলো ব্যস্ততম কাজ করার সঙ্গে সঙ্গে গুরুগম্ভীর সঙ্গীত উপভোগ করায় তাদের অভ্যাস নেই। গুরুগম্ভীর সঙ্গীত উপভোগের ফাঁকে আমি সঙ্গীত নিয়ে যে কিছু ব্যাখ্যা করি তা দর্শক-শ্রোতাদের জন্য আদামদায়ক হয়। । ক্ল্যাসিকাল সঙ্গীত শোনা আরো ভালোভাবে আমাদের নিজেকে জানার জন্য সহায়ক হবে।'

৮ বছর বয়সে ভাসারি জন্মস্থানের মঞ্চে পরিবেশন করেন এবং ১৪ বছর বয়সে তিনি লিস্ট পিয়ান প্রতিযোগিতায় স্বর্ণ পুরষ্কার পান। বুডাপেস্টের লিস্ট সঙ্গীত ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর ভাসারি ২৫ বছর বয়সে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সঙ্গীত কেন্দ্রে ভ্রাম্যমান পরিবেশন করেন। তিনি বেশ কয়েকটি ডিস্ক রেকর্ড করেন এবং এসব ডিস্ক শ্রোতাদের মধ্যে সমাদৃত হয়। তিনি বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত সিম্ফনি দলে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন। ক্ল্যাসিকাল সঙ্গীত প্রসঙ্গে তিনি বলেন,

 

'আমি মনে করি, ক্ল্যাসিকাল সঙ্গীত ও শিল্প অত্যন্ত মহান। কারণ তা জনগণকে কল্যাণ এনে দিতে সক্ষম। আমরা সবাই জানি, ক্ল্যাসিকাল সঙ্গীত এবং ক্ল্যাসিকাল সাহিত্য একই রকম। জনগণকে তা উপভোগ করার সঙ্গে সঙ্গে লেখাপড়াও মনে রাখতে হবে। ফলে আপনি আরো বেশি লাভ করতে পারবেন। একটা বড় বাজার হিসেবে চীনে পরিবেশন করলে তা আরো বেশি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে।'

সাম্প্রতিক বছরগুলোতে ভাসারি তাঁর অধিকাংশ সময় সঙ্গীত পরিচালনা ও লেখার ক্ষেত্রে ব্যয় করে আসছেন। আসলে ২০০০ সালে তিনি পিয়ানোর একক কন্সার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নেন। সর্বশেষে স্ত্রীর অনুরোধে তিনি আবার পিয়ানো বাজাতে শুরু করেন। লিস্টের শিল্পকর্ম প্রসঙ্গে ভাসারি নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন,

 

'লিস্টের শিল্পকর্ম মাঝেমাঝে জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। অনেকে তাঁর শিল্পকর্ম পছন্দ করেন না। আসলে লিস্ট হলেন সঙ্গীতের মহান কবি। তাঁর অনেক পিয়ানো শিল্পকর্মে তাঁর নিজের বৈচিত্র্যময় ভাবানুভূতি মেশানো হয়। সারা জীবনে লিস্ট মোট দু'হাজারেরও বেশি শিল্পকর্ম সৃষ্টি করেন। এদের মধ্যে অনেকে আধুনিক উপাদান রয়েছে বলে যারা রোমান্টিক সঙ্গীত পছন্দ করেন তারা সম্ভবতঃ লিস্টের শিল্পকর্ম পছন্দ করেন না।'

লিস্ট প্রসঙ্গে ভাসারি এভাবে মূল্যায়ন করেন যে,

'লিস্ট একজন খুব ভালো মানুষ ছিলেন। সারা জীবনে তিনি অনেককে সাহায্য করেছেন। । শিল্প ক্ষেত্রে তিনি অতুলনীয় প্রতিভা প্রদর্শন করেন। তা ছাড়া, তিনি ছিলেন একজন সুদর্শন পুরুষ।'

৭৮ বছর বয়সী ভাসাই এখনও বিশ্বের সঙ্গীত মঞ্চে সক্রিয় রয়েছেন । অবিলম্বে তিনি নিজেকে জানা সম্পর্কিত দু'হাজারেরও বেশি পৃষ্ঠার একটি বইয়ের কাজ সম্পন্ন করবেন। তা ছাড়া, তিনি কবিতা লেখার প্রতি অবিচল আছেন। তাঁর এত কর্মঠ থাকার কারণ প্রসঙ্গে ভাসারি নিজের গোপন সূত্র ব্যাখ্যা করেন।

'অনেক কাজ করা আমার জন্য কঠিন নয়। আমি মনে করি, এখন আমার মাত্র ২০ বছর বয়স। যোগব্যায়াম অনুশীলন আমার জন্য অনেক সহায়ক হয়এছে । ১৯৫৮ সাল থেকে আমি যোগ চর্চা করতে শুরু করেছি ।'

লিলি/শান্তা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040