|
চীনের কুচেং সঙ্গীতের ইতিহাসে একটি সুন্দর কাহিনী প্রচলিত রয়েছে। তা হলো ইউ পো ইয়া নামে একজন বাদকের কুচেং বাজানোর সময় চোং চি ছি নামে অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কাহিনী। বসন্ত ও শরত যুগে শ্রেষ্ঠ কুচেং বাদক ইউ পো ইয়া একদিন সুপ্রাচীকালের হান ইয়াং ইউ হু নামে জায়গায় গেলেন। আবহাওয়া খুব সুন্দর বলে ইউ পো ইয়া কুচেং বাজাতে শুরু করলেন। যখন চোং চি ছি নামে একজন কাঠুরিয়া তাঁর কাছ দিয়ে যাচ্ছিলেন তখন চোং চি ছি কুচেং সঙ্গীত শুনে প্রশংসা করলেন যে, তা থাই পাহাড়ের মতো উচ্চ। চোং চি ছি'র কথা শুনে ইউ পোং ইয়া অবাক হয়ে গেলেন। কারণ তিনি সত্যিই সঙ্গীতের মাধ্যমে থাই পাহাড়ের মতো মহতী ইচ্ছা প্রকাশ করতে চেয়েছিলেন। তারপর তিনি অব্যাহতভাবে কুচেং বাজাচ্ছিলেন। এবারে সঙ্গীতের সুর একটু পরিবর্তিত ছিলো। এই সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে চোং চি ছি বললেন, গলগল জল-স্রোতের মতো। তারপর তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলেন। কয়েক বছর পর ইউ পো ইয়া আবার হান ইয়াং ইউ হু জায়গায় গেলেন। কিন্ত ততোদিনে চোং চি ছি মারা গেছেন। চোং চি ছির মৃত্যুর খবর পেয়ে ইউ পো ইয়া খুব বেদনা বোধ করলেন। তিনি মনে করলেন, বিশ্বে কোন মানুষ চোং চি ছির মতো তাঁর সঙ্গীত বুঝতে পারবে না। তখন থেকেই তিনি আর কুচেং বাজালেন না। এবারে আমি 'উচ্চ পাহাড় ও জল-স্রোত'নামে একটি কুচেং সঙ্গীত আপনাদের জন্য শোনাবো। এই সঙ্গীত চোং চি ছি ও ইউ পো ইয়ার কাহিনী অনুযায়ী রিমেক করা হয়। আচ্ছা, এখন আমরা একসঙ্গে এই সঙ্গীত শুনবো।
সঙ্গীত কেমন লগলো? পরে আমরা দাঁড়কাক পানিতে খেলছে'নামে আরেকটি কুচেং সঙ্গীত শুনবো। এই সঙ্গীতে পানির মধ্যে পরস্পরের সঙ্গে খেলার দৃশ্য বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এখন সঙ্গীতটি শোনা যাক।
'মাছ ধরা নৌকা' কুচেং সঙ্গীত হলো একটি খুব বিখ্যাত কুচেং একক বাদ্যযন্ত্র সঙ্গীত। মানুষ এভাবে বলেন, যারা কুচেং বাজাতে পারেন তারা অবশ্যই 'মাছ ধরা নৌকা' নামে কুচেং সঙ্গীতটি বাজাতে পারেন। চীনের বিখ্যাত কুচেং বাদক ওয়াং চোং শান কুচেং সঙ্গীতের মধ্যে এই সঙ্গীতের গুরুত্বপূর্ণ অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন,
'এটি হলো কুচেং সঙ্গীতের প্রতিনিধিত্বকারী ও প্রভাবশালী সঙ্গীত '।
এ সঙ্গীতের সুর শ্রুতিমধর এবং ছন্দ স্পষ্ট । সঙ্গীতটি চীনের চায়নীজ চিত্রকলার বৈশিষ্ট্যসম্পন্ন। আচ্ছা, এখন আমরা একসঙ্গে এই সঙ্গীতটি উপভোগ করবো।
আজকের সঙ্গীতানুষ্ঠানের শেষে আমি একটি সুন্দর কুচেং সঙ্গীত শোনাবো। সঙ্গীতের নাম হলো 'লিয়াং চু'। সঙ্গীতটি একটি সুপ্রাচীন ও সুন্দর লোককাহিনী অনুযায়ী রিমেক করা হয়। চু ইং থাই নামে একজন তরুণী তরুণের ভান করে স্কুলে লেখাপড়া করতেন। স্কুলে তিনি দয়ালু তরুণ লিয়াং শান পোর সঙ্গে তিন বছর ধরে সুগভীর বন্ধুত্ব স্থাপন করলেন। বিদায় নেওয়ার এক বছর পর লিয়াং শান পো জানলেন যে, চু ইং থাই একজন মেয়ে। তিনি চু ইং থাইয়ের কাছে বিয়ের প্রস্তাব করলেন। কিন্তু তখন চু ইং থাই বাবার কথায় একজন ধনী পরিবারের ছেলেকে বিয়ে করার প্রস্তুতি নিয়েছেন । চু ইং থাইয়ের সঙ্গে বিয়ে না হওয়ায় লিয়াং শান পো অনেক কষ্ট পেলেন এবং শিগ্গিরী মারা গেলেন। চু ইং থাই লিয়াং শান পো'র মৃত্যু খবর পেয়ে তাঁর কবরের সামনে আসলেন। হঠাত্ লিয়াং শান পো'র কবর বিদীর্ণ হলো। তা দেখে চু ইং থাই কবরের ভেতরে ঝাঁপিয়ে পড়লেন। তাঁরা এক জোড়া প্রজাপতিতে পরিণত হয়ে চিরদিন একসাথে রইলেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা 'লিয়াং চু'নামে এই সুন্দর কুচেং সঙ্গীতটি উপভোগ করবো।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সঙ্গীতটি শোনার সঙ্গে সঙ্গে আজকের সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চাই চেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |