|
ঐতিহ্যবাহী সংস্কৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গে বিশ্বে প্রায় এক কোটি মানুষ কুচেং শিখছেন। চীনে যে লোকরা কুচেং শিখছেন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শেখা লোকদের মধ্যে তাদের সংখ্যা সবচেয়ে বেশি। এই হিড়িকের সম্মুখীন হয়ে কুচেং শিক্ষককে প্রশিক্ষণ দেয়া একটি জরুরী ব্যাপারে পরিণত হয়েছে। পেইচিং অর্থনীতি ও প্রযুক্তির উন্নয়ন অঞ্চলে একটি কুচেং ইন্সটিটিউট আছে। এটি হলো চীনে প্রথম কুচেংয়ের পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়া থেকে এখন পর্যন্ত এখানে প্রায় দশ হাজার কুচেং শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
উচ্চ সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে সাধারণত শ্রেষ্ঠ বাদককে প্রশিক্ষণ দেয়া হয়। এই কুচেং ইন্সটিটিউট আরো বেশি লোকের জন্য কুচেংয়ের শিল্প শেখা এবং কুচেংকে জনপ্রিয় করে তোলার একটি প্লাটফর্ম । এই ইন্সটিটিউটের কার্য-নির্বাহী পরিচালক চাং চিং বলেন
'আমাদের ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা হলেন বিভিন্ন জায়গার কুচেং অনুরাগী। যারা কুচেং পছন্দ করেন, জাতীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত কাজ করতে এবং আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান আমরা তাদের প্রশিক্ষণ দিব।'
জাতীয় লোকসঙ্গীতকে বেগবান করা, চীনের কুচেং শিল্প নিয়ে প্রত্যেক চীনা পরিবারে প্রবেশ করা এবং বিশ্বমুখীতা হলো চীনের কুচেং ইন্সটিটিউটের মূল উদ্দেশ্য । প্রতি বছরে একবার করে অনুষ্ঠিত কুচেং সম্মেলন বিভিন্ন জায়গার লোকদের দক্ষতা-বিনিময় ও নৈপুণ্য প্রদর্শনের মহা সম্মিলনীতে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে চাং চিং বলেন,
'কুচেং সম্মেলন এখন ছয় বছর পার হয়ে গেছে। চলতি বছরে এর ব্যাপকতা সবচেয়ে বেশি। মোট এক হাজারেরও বেশি লোক এ সম্মেলনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট অংশগ্রহণকারীর বয়স মাত্র তিন বছর। আমরা তাদের জন্য একটি বিনিময়ের প্লাটফর্ম যোগাতে চাই।'
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তার নাম হলো 'পশ্চিম অঞ্চলের কল্পনা'। সঙ্গীতে পশ্চিম অঞ্চলের বিশেষ সুর ও ছন্দের মাধ্যমে জনগণকে রেশম পথের কল্পনায় বয়ে আনা হয়েছে। ইয়াং ইয়াং নামে একজন নারী এই সঙ্গীত বাজান। ইয়াং ইয়াংয়ের মা সুই ওয়েই সিং বলেন,
'আমিই কুচেং খুব পছন্দ করি। এই বাদ্যযন্ত্র মানুষকে মুগ্ধ করতে সক্ষম। আমার মেয়েও কুচেং অনেক পছন্দ করে।'
ইয়াং ইয়াংয়ের জন্মস্থানে হাং চৌ শহরে অনুষ্ঠিত একটি কন্সার্ট তার জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটি হলো চীনের তরুণ কুচেং বাদক cচীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটের শিক্ষক ইউয়ান শা'র একক কন্সার্ট। তাঁর চমত্কার পরিবেশনায় ইয়াং ইয়াং আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি ইউয়ান শা'র ছাত্রী হতে চান। এ প্রসঙ্গে ইয়াং ইয়াং'র মা সুই ওয়েই সিং বলেন,
'শিক্ষক ইউয়ান আমার মেয়েকে দশ মিনিটের সময় দিলেন। এক সঙ্গীত শোনার পর শিক্ষক ইউয়ান মনে করলেন, এ ক্ষেত্রে আমার মেয়ের প্রতিভা আছে। তিনি আমাদেরকে একটি পথ নির্দেশ করেছেন।'
ছ'মাস পর ইয়াং ইয়াং এবং মা পেইচিংয়ে আসেন। ইয়াং ইয়াংয়ের পরিবেশনা শোনার পর ইউয়ান শা ইয়াং ইয়াংকে তাঁর একজন ছাত্রী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেন। ২০১১ সালে ইয়াং ইয়াং সারা দেশের প্রথম স্থান অধিকার করে চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটের প্রাথমিক স্কুলে ভর্তি হন। ভবিষ্যতে তিনি অব্যাহতভাবে কুচেং পরিবেশনা চালিয়ে যাবেন।
ইয়াং ইয়াংয়ের মা তাঁর মেয়েকে নিয়ে আশাবাদী। তিনি বলেন,
'আমি আশা করি, সে কুচেংকে তাঁর সারা জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করবে এবং আমাদের লোক বাদ্যযন্ত্রকে বংশপরম্পরায় বাঁচিয়ে রাখবে।'
২০১১ সালে তরুণ কুচেং বাদক সুন চুও লন্ডন ইউনির্ভাসিটিতে ডক্টরেট ডিগ্রি পেয়ে দেশে ফিরে এসেছেন। তাঁর লেখাপড়ার বিষয় হলো জাতীয় সঙ্গীত। তাঁর লন্ডনে অধ্যয়ন করার বিষয় বাছাই প্রসঙ্গে সুন চুও বলেন,
'জাতীয় সঙ্গীতের একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার ব্যবস্থা আছে। আমি যত বেশি শিখেছি তত বেশি উপলব্ধি করেছি যে, তা আমার জন্য খুব সহায়ক। কিন্তু অন্যান্য সংস্কৃতি এবং তার উন্নয়নের সময়পর্ব ও উন্নয়নের পদ্ধতি থেকে আরো বেশি অভিজ্ঞতা গ্রহণ করা প্রয়োজন।'
লন্ডনে অধ্যায়ন করার সময় সুন চুও বহুবার বিভিন্ন জায়গায় চীনা সঙ্গীত সম্পর্কিত নানা ধরনের আলোচনা সভার আয়োজন করেছেন এবং বিদেশীদের কাছে চীনা সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছেন। তা ছাড়া, তিনি অনেক বার বেশ কয়েকটি শহরে একক কন্সার্টের আয়োজন করেছেন, যাতে ইউরোপীয় সঙ্গীতজ্ঞরা দু'হাজার বছরের ইতিহাসসম্পন্ন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কুচেংয়ের সংস্পর্শে আসতে পারেন। সুন চুও বলেন, বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে কুচেং অধিক থেকে অধিকতর দৃষ্টি আকর্ষণ করছে। তিনি বলেন,
'কুচেং সুপ্ত শক্তিসম্পন্ন এক ধরনের বাদ্যযন্ত্র। বিদেশীদের মধ্যে যারা কুচেং শিখছেন তাদের সংখ্যা কম নয়। সাম্প্রতিক বছরগুলোতে বি বি সি'র বেশ কয়েকটি প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে যারা প্রাচ্যের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত, তাতে কুচেং ব্যবহার করা হয়। বলা যায়, এখন কুচেং একটি আন্তর্জাতিক বাদ্যযন্ত্র।'
লিলি
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |