Web bengali.cri.cn   
কয়েকটি জনপ্রিয় গান ও কিছু কথা
  2011-10-05 18:40:25  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সময় হলো সঙ্গীতানুষ্ঠানের ।

প্রথমে আমি দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় তারকা রেইনের একটি নতুন গান শোনাবো। গানের নাম হলো 'মূল্যায়ন করা'।

রেইন বিশেষভাবে চীন ও দক্ষিণ কোরিয়ার তরুণ তরুণীদের জন্য গান গেয়ে থাকেন ।তিনি চীনা ভাষায় অনেক গান গেয়েছেন। গানে জীবনের প্রতি সজীব দৃষ্টিভঙ্গী তুলে ধরা হয়েছে এবং পৃথিবীকে মূল্যায়ন করা ও পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখন গানটি শোনা যাক।

২০১০ সালে তরুণ গায়িকা ছি সুয়ে 'সুখের ব্যবধান' নামে একটি গান নিয়ে সঙ্গীত অঙ্গনে প্রবেশ করেন। গানে বিশ্ববিদ্যালয়ের নির্মল ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা হলো: আমাদের মধ্যে আগে সমঝোতা ছিল। দু'জনের মন ছিল কাছাকাছি । আমি মনে করছিলাম যে, আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। কিন্তু আমরা এত ভাগ্যবান ছিলাম না। সময় পার হয়ে গেছে।কিন্তু তোমার কথা আমি ভুলতে পারি না। আসলে আমি এখনো তোমাকে ভালোবাসি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, পরে আমি 'ভালোবাসা' শিরোনামে গায়িকা ওয়াং রোংয়ের গাওয়া একটি গান আপনাদের জন্য শোনাবো। এটি হলো একটি নৃত্য সঙ্গীত। ইলেক্ট্রোনিক সঙ্গীতের ছন্দ খুব স্পষ্ট।

জনপ্রিয় এবং ছন্দময় গান বরাবরই তরুণদের প্রিয়। ফিউশন নামে তরুণ দল এ রকম গান পরিবেশন করেন। তাঁদের সঙ্গীতের সুর ও কথা সহজ। এখন শুনুন ফিউশন সঙ্গীত দলের একটি গান। গানের নাম 'এক দুই তিন'।

লি ইউ উপস্থাপিকা, অভিনেত্রী ও গায়িকার দায়িত্ব পালন করছেন। চীনের মুলভূভাগের শিল্প মহলে তাঁর মতো তারকা বেশি নেই। ২০০৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম 'অধর' প্রকাশ করেন। এই অ্যালবামে ভালোবাসার সময় শহরবাসীদের আনন্দ ও বেদনাসহ নানা রকমের ভাবানুভূতি পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক অনুরাগীরা তাঁর গানে অভিভূত হয়ে পড়েন। পরে আমি 'আকাশ দেখা'নামে এই অ্যালবামের একটি গান শোনাবো। গানের কথায় একটি দৃশ্য বর্ণনা করা হয়েছে। ভালোবাসা হারানো একজন মহিলা গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে রাস্তায় হেঁটে চলেছেন । আচ্ছা, এখন আমার সঙ্গে গানটি শোনা যাক।

আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আজকের সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চাই চেন।

লিলি

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040