Web bengali.cri.cn   
সুপ্রাচীন শহর সি আনের আধুনিক সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন
  2011-10-05 18:38:27  cri

চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শ্যান সি প্রদেশের সি আন শহরকে প্রাচীনকালে ছাং আন বলে গন্য করা হতো। চীনের ইতিহাসে রাজধানী হিসেবে এর সময়কাল সবচেয়ে সুদীর্ঘ সময়ের অধিকারী। এটি বিশ্বের চারটি সভ্যতার রাজধানীর মধ্যে অন্যতম একটি। সি আন শহরকে তার সুগভীর ও সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ওপর নির্ভর করে ২০০৩ সালে চীনের সাংস্কৃতিক অবকাঠামো সংস্কারের প্রদর্শনী শহর হিসেবে নির্ধারণ করা হয়। তারপর সি আন শহর সাংস্কৃতিক শিল্প উন্নয়নের ক্ষেত্রে বরাবরই কয়েকবার চীনের প্রথম স্থানে রয়ে গেছে। বর্তমানে আমাদের বেতারের সংবাদদাতা সি আন শহরের মেয়র তুয়ান সিয়ান নিয়ানের একটি সাক্ষাত্কার নিয়েছেন। তিনি সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের বিস্তারিত অবস্থা ব্যাখ্যা করেছেন।

'সি আন শহর তার সংস্কৃতি ও সাংস্কৃতিক শিল্পের উন্নয়নে প্রধানত নিজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। সি আন, রোমা, এথেন্স ও কায়রো বিশ্বের চারটি সভ্যতার প্রাচীন রাজধানী বলে পরিচিত।'

ঐতিহাসিক সম্পদের ওপর নির্ভর করে সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের উন্নয়নে চারটি বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়। মেয়র তুয়ান বলেন, প্রথম বৈশিষ্ট্যটি হলো সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন করা ধারাবাহিক সাংস্কৃতিক সম্ভার। যেমন, চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান এবং প্রকাশনা প্রভৃতি। এতে প্রধানত: সি আন শহরের ইতিহাস ও সংস্কৃতির ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো আগের পরিকল্পিত অর্থনৈতিক সময়পর্বে দেশের পুঁজি বরাদ্দ থেকে বর্তমানের লাভ ও ক্ষতির জন্য এককভাবে দায়ীর বাজারায়নের আদলে রুপান্তর বাস্তবায়ন করা।

'আগের পরিকল্পিত সময়পর্বে দেশের ওপর নির্ভর করে সাংস্কৃতিক ইউনিট বেঁচে থাকতো। সাম্প্রতিক বছরগুলোতে সংস্কার ও উন্মুক্তকরণের পর এসব ইউনিটের বাজারায়ন হয়েছে। বেসরকারী সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠান, ব্যক্তিগত সঙ্গীত দল, চলচ্চিত্র কোম্পানি এবং টিভি কোম্পানির উদ্ভব হয়েছে।'

সাম্প্রতিক বছরগুলোতে সাংস্কৃতিক শিল্পের দ্রুত উন্নয়ন সাধারণ লোকজন বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাস করা লোকদের জীবনে কল্যাণ সৃষ্টি করে আসছে। এটিই হলো সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের তৃতীয় বৈশিষ্ট্য। মেয়র তুয়ান বলেন,

'আমাদের সি আন শহরের তৃতীয় বৈশিষ্ট্যটি হলো লোকজনের জন্য সংস্কৃতির কল্যাণ সৃষ্টি করা। ফলে প্রতিটি সাধারণ লোক, তথা গ্রামবাসীরা সংস্কৃতির বয়ে আনা কল্যাণ ভাগাভাগি করতে পারেন। বর্তমানে আমরা প্রত্যন্ত গ্রামসহ প্রত্যেকটি গ্রামে বেতার ও টিভি অনুষ্ঠান প্রচার করছি এবং সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার স্থাপন করছি।

নানা রকমের শিল্প একই জায়গায় উন্নয়ন করা হলো সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের উন্নয়নের চতুর্থ বৈশিষ্ট্য। সি আন শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের ছু চিয়াং সাংস্কৃতিক শিল্পের প্রদর্শনী এলাকা হলো সাংস্কৃতিক শিল্প উন্নয়নের একটি জায়গা। মেয়র তুয়ান বলেন,

'আমাদের এখানে যেটি রয়েছে তার নাম হলো ছু চিয়াং নতুন এলাকা। এটি হচ্ছে দেশের প্রথম সাংস্কৃতিক শিল্পের প্রদর্শনী এলাকা। কারণ এখানে অনেক সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ও পুরাকীর্তির নিদর্শন রয়েছে। তাই আমরা এখানে সাংস্কৃতিক শিল্প উন্নয়ন করার উদ্দেশ্যে প্রধানত পর্যটন শিল্পের উন্নয়ন করছি। এখানে কোম্পানির মধ্যে যারা সাংস্কৃতিক পর্যটন, পরিবেশনা, চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান সম্পর্কিত সেবা চালায় তাদের সংখ্যা প্রায় এক হাজার।'

আধুনিক সাংস্কৃতিক শিল্পের ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে সি আন শহর সাংস্কৃতিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ বিশেষ করে সঙ্গীত ও শিল্প ক্ষেত্র সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এখান থেকে সূত্রপাত হওয়া ছান আন সুপ্রাচীন সঙ্গীত ও ছিন ছিয়াং বর্তমানে মানবজাতির সাংস্কৃতিক মূল্যবান রত্ন হিসেবে বিশ্বের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। মেয়র তুয়ান বলেন,

'সি আনে সঙ্গীত ও শিল্প উন্নয়নের সুদীর্ঘ ইতিহাস আছে। ছাং আন সুপ্রাচীন সঙ্গীতের এক হাজারেরও বেশি সুদীর্ঘ ইতিহাস আছে। এটি হলো সঙ্গীতের জীবন্ত জীবাশ্ম।'

সাংস্কৃতিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে যদিও অবৈষয়কি সাংস্কৃতিক ঐতিহ্য শহর, প্রাদেশিক ও জাতীয়সহ বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়, তবুও সরকার প্রত্যেকটি প্রকল্পের ওপর যথাসাধ্য সমর্থন দিয়েছে।

ঐতিহ্যবাসী সংস্কৃতির সংরক্ষণ ও বাঁচিয়ে রাখা হলো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অন্য একটি দিকে বলা যায়, বর্তমানে সি আন শহরে সঙ্গীত ও সংস্কৃতির জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক সঙ্গীত দিবসের আয়োজন ও সঙ্গীত শিক্ষাদান সংগঠন নির্মাণের ওপর নির্ভর করা হচ্ছে। মেয়র তুয়ান বলেন,

'আমাদের সি আন শহরে প্রতি বছরের জুন ও জুলাই মাসে একবার করে আন্তর্জাতিক তরুণ তরুণী সঙ্গীত দিবসের আয়োজন করা হয়। এখন পর্যন্ত মোট তিনবার তা আয়োজিত হয়েছে। বর্তমানে সি আন শহরে চীনের প্রথম তিনটি স্থানে আন্তর্জাতিক মানসম্পন্ন সঙ্গীত হল এবং সঙ্গীত ইন্সটিটিউট আছে।'

সি আন সঙ্গীত ইন্সটিটিউট হলো চীনের উত্তর পশ্চিমাঞ্চলের একমাত্র সঙ্গীত বিশ্ববিদ্যালয়, এটিও চীনের বিখ্যাত সঙ্গীত বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সঙ্গীত শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। মেয়র তুয়ান বলেন,

'আমাদের সঙ্গীত শিক্ষাদান সংগঠন হলো সি আন সঙ্গীত ইন্সটিটিউট। দেশে এটি অনেক বিখ্যাত। বিদেশের সঙ্গে এর বিনিময় ঘন ঘন। এ ইন্সটিটিউটের বর্তমান পরিচালক হচ্ছেন চীনের সঙ্গীতজ্ঞ সমিতির চেয়ার‌ম্যান। এতে বোঝা যায়, দেশে ইন্সটিটিউটের অবস্থান কত গুরুত্বপূর্ণ।'

সুপ্রাচীন ও আধুনিক এবং প্রাচ্য ও পাশ্চাত্য বিষয়ের সি আন সাংস্কৃতিক শহরে সংমিশ্রিত হয়েছে। মেয়র তুয়ান বলেন, ঐতিহ্যবাহী বিষয়কে বাঁচিয়ে রাখা এবং বিদেশের বিষয় থেকে অভিজ্ঞতা সংগ্রহ করা দরকার। আধুনিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে বাজার সম্প্রসারণ করা উচিত্। সি আন শহরের সাংস্কৃতিক শিল্পের এমনভাবেই সার্বিক উন্নয়ন হচ্ছে।

লিলি / আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040