Web bengali.cri.cn   
রোমে শুরু হয়েছে চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহ
  2011-09-21 13:40:47  cri

ইতালির চীনা সাংস্কৃতিক বর্ষের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহ ১৫ সেপ্টেম্বর ইতালির প্রধানমন্ত্রীর ভবনে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল চীন জাতীয় নারী ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান সুং সিউ ইয়ান ও ইতালির মন্ত্রী মারা কারফাগনাসহ দুদেশের সরকারী প্রতিনিধিরা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। দুদেশের ৮০ জনেরও বেশি নারী প্রতিনিধি এবং বিভিন্ন মহলের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিখিল চীন জাতীয় নারী ফেডারেশন প্রথমবারের মত ইতালিতে এমন বড় আকারের বিনিময় কর্মসূচীর আয়োজন করে। এবারের চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহের প্রধান বিষয় হলো চীন-ইতালি নারী ফোরাম, চীন-ইতালি নারী শিল্পপতি বিনিময় সম্মেলন ও চীনা নারী হস্তশিল্প প্রদর্শনী। রাষ্ট্রীয় পরিষদের শিশু কর্ম কমিটির উপ-মহাপরিচালক , নিখিল চীন জাতীয় নারী ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ও সম্পাদকমন্ডলীর প্রথম সম্পাদক সুং সিউ ইয়ান এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে চীন-ইতালি দুদেশের নারীদের যোগাযোগ ও বোঝাপড়া জোরদার করা এবং নারীর উন্নয়নের লক্ষে দুদেশের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করা। এ সম্পর্কে তিনি বলেন:

" আজ আমরা এখানে ইতালীর বন্ধুদের সঙ্গে চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের মধ্য দিয়ে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের ক্ষেত্রে চীনা নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও ঐতিহাসিক অবদান নিয়ে ইতালীর বন্ধুদেরকে জানতে চাই। আশা করি, ধারাবাহিক বিনিময় কর্মসূচীর মাধ্যমে যৌথভাবে দুদেশের নারী-পুরুষের সমতা ও নারী উন্নয়নে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করা যাবে। ফলে দুদেশের নারীদের ও দুদেশের জনগণের মনে মৈত্রী ও আস্থার সেতু গড়ে তোলা এবং চীন-ইতালি নারী উন্নয়নে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় উন্মোচিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া ইতালির মন্ত্রী মারা কারপাগনা বলেন, ইতালির চীনা সাংস্কৃতিক বর্ষে 'নারী' এ বিষয় নিয়ে সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হলোএক নতুন যুগের সূচনা । এ কর্মসূচী চীন ও ইতালির নারী বিষয়ের যৌথ উন্নয়নে যোগাযোগের প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে।এটি খুবই গুরুত্বপূর্ণ । এ সম্পর্কে তিনি বলেন:

"চীন-ইতালি নারী সাংস্কৃতিক সপ্তাহকে দুদেশের সাংস্কৃতিক বর্ষের মধ্যে এক অদ্বিতীয় তত্পরতা বলে মনে করা হয়। কারণ এ সুযোগের সাহায্যে দুদেশের নারী প্রতিনিধিরা একসাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁরা সংস্কৃতি ও নারীর ভবিষ্যত্ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন। চীনা সাংস্কৃতিক বর্ষের আয়োজন নিঃসন্দেহ নারীদের ওপর গুরুত্ব আরোপ করেছে। এ গুরুত্ব কেবল পারস্পরিকভাবে পর্যবেক্ষণ ও তুলনা করার বেলায় নয়, তা পরস্পরের বোঝাপড়া ও আমাদের যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতেও সক্ষম"।

উদ্বোধনী অনুষ্ঠান শেষের পর দুপক্ষ আরও 'সংকটোত্তর যুগের নারী উন্নয়ন' এ প্রধান প্রতিপাদ্য নিয়ে চীন-ইতালি নারী ফোরামের আয়োজন করে। চীনা নারী কলেজের উপাচার্য লি মিং সুন, চীনের খাদ্য গোষ্ঠীর উপ-মহাব্যবস্থাপক চিয়াং হুয়া, চীনের ব্যবসায়ীক বিমান লিমিটেড কোম্পানির পার্টি কমিটির উপ-সম্পাদক ও শৃঙ্খলা কমিটির সম্পাদক সুয়ে লি এবং ইতালি পক্ষের সংশ্লিষ্ট প্রতিনিধিরা 'নারীর অধিকার সুনিশ্চিত ও ত্বরান্বিত' , 'নারী ও অর্থনীতিঃ তেজস্বীতা, সৃজনশীলতা ও লম্ফন' এবং 'নারীর উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদের বড় হওয়া' এ তিনটি প্রধান বিষয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে এ ফোরামের ব্যবস্থাপক এবং ইতালির টেলিভিশন কেন্দ্রের 'চ্যানেল ৫' এর সংবাদ অনুষ্ঠানের ব্যবস্থাপক ছালারো নারী ব্রত উন্নয়নে অর্জিত সাফল্যের জন্য বিশেষভাবে চীনের ভূয়সী প্রশংসা করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"নারী অর্ধেক আকাশ ধরে রাখতে পারেন। এ কথাটি চীনের মহাননেতা মাও সে তুং বলেছেন। এর মধ্য দিয়ে তিনি নারী ও পুরুষের সমতা ও পরিপূরক অবস্থান বর্ণনা করেছেন। আসলে চীনা নারীরা প্রতিবছরে চীনের ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হারে নিজেদের অবদান রেখেছেন"।

ইতালির মন্ত্রী ফোরাম শেষের পর সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, চীনা নারী সাংস্কৃতিক সপ্তাহের আয়োজনের মাধ্যমে চীন ও ইতালির সম্পর্কের উন্নয়ন এক নতুন মাত্রা পাবে বলে মনে করা হয়। যা দুদেশের সহযোগিতা ও বিনিময় গভীর করার জন্য বেশ গুরুত্বপূর্ণ । এ ধরণের কর্মসূচী আরও আয়োজন করার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।এ সম্পর্কে তিনি বলেন:

"আমি মনে করি, সহযোগিতা গভীর করার এক শ্রেষ্ঠ উপায় হচ্ছে সংলাপ জোরদার করা। এবারের কর্মসূচী হচ্ছে আমাদের প্রথমবারের সংলাপ, আশা করি এটি হবে আমাদের ধারাবাহিক আলোচনার এক নতুন সূচনা"।–ওয়াং হাইমান/শান্তা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040