|
ষষ্ঠ বিশ্ব চীনা ভাষা সংক্রান্ত গণ-মাধ্যম ফোরাম ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর চীনের সি ছুয়ান প্রদেশের ছুংছিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৫০টি দেশ ও অঞ্চলের ৪ শ'রও বেশি চীনা ভাষা গণ-মাধ্যমের ব্যবস্থাপক, চীনের ২ শ'রও বেশি গণ-মাধ্যমের প্রধান, এ ক্ষেত্রের পন্ডিতগণ এবং কয়েকটি অঞ্চলের স্থানীয় সরকারী কর্মকর্তারা 'আন্তর্জাতিক সংলাপ পদ্ধতিতে চীনা ভাষা সংক্রান্ত বিদেশী সংবাদমাধ্যমের ভূমিকা' এ প্রধান প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেছেন।
জানা গেছে, দুই বছরে একবার করে আয়োজিত এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন –বিশ্ব চীনা ভাষা সংক্রান্ত গণ-মাধ্যম ফোরাম চীনের নান চিং, উ হান, ছাং শা, ছেং তু ও শাংহাইয়ে পাঁচবার অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছুং ছিংয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ফোরাম অর্থাত্ এবারের ফোরাম এই মহলের বেশ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জাপান ও সিঙ্গাপুরসহ বিশ্বের ৫০টি দেশ ও অঞ্চলের ৪ শ'রও বেশি চীনা ভাষা গণ-মাধ্যমের ব্যবস্থাপক ছুংছিংয়ে মিলিত হন। একই সঙ্গে চীনের ২ শ'রও বেশি সংবাদমাধ্যমের প্রধান, বিশেষজ্ঞ ও কিছু স্থানীয় সরকারী কর্মকর্তারা এবারের সম্মেলনেও উপস্থিত ছিলেন। চীনের গণ-মাধ্যমের মধ্যে রয়েছেন পিপলস্ ডেইলি পত্রিকা, সিন হুয়া বার্তা সংস্থা, চীন আন্তর্জাতিক বেতার, চীনের সংবাদ সংস্থাসহ সংবাদমাধ্যমের সাধারণ-সম্পাদক ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রধানগণ।
এর আগে অনুষ্ঠিত এবারের ফোরামের এক সাংবাদিক সম্মেলনে এক উদ্যোক্তা ইউনিট হিসেবে চীনের সংবাদ সংস্থার উপ-সম্পাদক সিয়া ছুন পিং বলেন, বিশ্ব অর্থনীতি ধাপে ধাপে সংকট কাটিয়ে ওঠার বড় পটভূমির প্রেক্ষাপটে হংকং, ম্যাকাও ও তাইওয়ান এবং চীনা ভাষায় বিদেশী সংবাদমাধ্যম সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বাজয় রেখেছে। চীনা ভাষায় সংবাদমাধ্যমের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে তার ব্যাপকতা ধাপে ধাপে বেড়ে যাচ্ছে এবং এর প্রভাবও বাড়ছে। তিনি আরো বলেন, আন্তরিক সহযোগিতার মাধ্যমে চীনা ভাষার বিদেশী গণ-মাধ্যম ইতোমধ্যেই দুই বছর আগে আন্তর্জাতিক আর্থিক সংকট কাটিয়ে উঠেছে এবং উন্নয়নের নতুন পর্যায়ের দিকে এগুচ্ছে। এবারের ফোরামের অংশগ্রহণ থেকে দেখা যায় যে, বিভিন্ন গণ-মাধ্যমের প্রধানরা যোগাযোগের তীব্র আগ্রহ প্রকাশ করেছেন। যোগাযোগ জোরদারের মাধ্যমে মৈত্রী ও সহযোগিতা ত্বরান্বিত করতে তাঁরা আগ্রহী।
সিয়া ছুং পিং আরো বলেন, চীনের পশ্চিমাঞ্চলে একমাত্র কেন্দ্র-শাসিত মহানগর হিসেবে ছুংছিং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিক থেকে লক্ষণীয়। 'পাঁচটি ছুংছিং' ও 'শহর ও গ্রামের একীকরণ গঠনকাজ'সহ বিভিন্ন ব্যবস্থা প্রবাসী চীনা , চীনা বংশোদ্ভূত বিদেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের ফোরাম আয়োজনকালে চীনা ভাষা গণ-মাধ্যমের প্রধানরাও সফরসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছুংছিং শহরের সমৃদ্ধি ও বৈশিষ্ট্যকে অনুভব করেছেন।–ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |