Web bengali.cri.cn   
ইসরায়েলের ২৫তম লোহিত সাগর আন্তর্জাতিক জাজ উত্সব শেষ হয়েছে
  2011-08-31 18:31:35  cri
ইসরায়েলের ২৫তম লোহিত সাগর আন্তর্জাতিক জাজ উত্সব ২৪ আগস্ট গভীর রাতে এইলাতে শেষ হয়েছে। এবারের জাজ উত্সব এর আগের হামলার ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে, তা সত্ত্বেও ইসরায়েলে সরকার, উদ্যোক্তা এবং সাধারণ জনগণ এবারের উত্সবের প্রতি উত্সাহী ছিলেন।

২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এইলাত বন্দরে অনুষ্ঠিত লোহিত সাগর আন্তর্জাতিক জাজ উত্সব চলাকালে প্রতিটি রাত ছিলো জাজ সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত অনুরাগীদের কার্নিভাল রাত। সেই ধরনের উষ্ণতম প্রতিচ্ছবি দেখে আপনি কল্পনা করতে পারবেন যে, এক সপ্তাহ আগে এই শহরের কাছাকাছি বেশ কয়েকটি হামলার ঘটনায় ৮ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছিল। যদিও হামলার ঘটনার সময় ও জাজ উত্সবের উদ্বোধনী দিন খুব কাছাকাছি, তবুও ইসরায়েল সরকার উত্সবটি পিছিয়ে দেয়া ও অন্য জায়গায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলের পর্যটন মন্ত্রী স্তাস মিসেচনিকোভ আমাদের বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, হামলা জাজ উত্সবের উদ্বোধন পরিবর্তিত করতে পারে নি। তিনি আরো বলেন,

'এই উত্সব হলো আমাদের একটানা ২৫ বছর ধরে আয়োজিত ঐতিহ্যবাহী উত্সব। উত্সবের সুর চিরদিনের জন্য থামতে পারে না। আমি মনে করি, আমরা সবসময় নিষ্ঠুর হামলার ঘটনার ভেতর থাকবো না। হামলার ঘটনা দুঃখজনক। কিন্তু তা সবসময় ঘটে না। আমরা ইসরায়েলের নিরাপত্তা নিয়ে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমি মনে করি, আমাদের দেশ হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম একটি।'

হামলার ঘটনা এবারের জাজ উত্সবের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। উত্সবের নিরাপদ আয়োজনের জন্য এবারের উত্সবে নিরাপত্তা সুরক্ষার শক্তি আগের চেয়ে দিগুণ করা হয়েছিলো। পরিকল্পনা অনুযায়ী উত্সবে অংশগ্রহণকারী ১১ জন বিদেশী সঙ্গীতজ্ঞের মধ্যে চার জন জাজ উত্সবের নিরাপত্তা সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাঁদের সফর বাতিল করেছেন। এবারের জাজ উত্সবের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইয়ারোন কোন বলেন, উত্সব শুরু হওয়ার আগের কিছু দিন সঙ্গীতজ্ঞদের হঠাত্ না থাকার জন্য তাঁদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তিনি বলেন,

'২০ আগস্ট রাতে আমি একটি ফোন পেয়েছি। দু'জন শিল্পী তাঁদের সফর বাতিল করেছেন। তাই আমাকে প্রত্যেক দিনের কর্মসূচি পরিবর্তন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ আমাদেরকে সব শ্রোতাদর্শকদেরকে এই খবর জানিয়ে দিতে হবে। তাতে বেশি সময় লাগলো। ২১ আগস্ট আমরা এইলাতে পৌঁছানোর পর আরো দু'জন শিল্পী তাঁদের সফর বাতিল করেন।'

কিন্তু সঙ্গীত আন্তঃদেশীয় আকর্ষণশক্তির অধিকারী। কোন আবেগের সঙ্গে বলেন, আসলে সকল সঙ্গীতজ্ঞ এইলাত থেকে পালিয়ে যেতে চান না। অনেক বিশ্ব-বিখ্যাত জাজ সঙ্গীতজ্ঞ এবারের উত্সবে অংশ নেয়ার জন্য নিজেদের উদ্যোগে আমাদের কাছে ফোন করেছেন। তাঁদের এসব আচরণের জন্য আমরা মুগ্ধ হয়েছি। কোন আরো বলেন,

ডায়ান্নে রিভস নামে একজন গায়িকা উত্সবে অংশ নেয়ার জন্য সাংগঠনিক পক্ষের কাছে ফোন করেছেন।'

গায়ক-গায়িকাদের মধ্যে যারা উত্সবকে আরো বেশি সমর্থন দিয়েছেন তারা হলেন ইসরায়েলী সঙ্গীতজ্ঞ ও গায়ক-গায়িকারা। এবারের উত্সবে প্রকাশ্য পরিবেশনার সময় 'তামির গ্রীনবার্গ' নামে ইসরায়েলের একটি তরুণ সঙ্গীত দল তাদের সংগীত পরিবেশন করলো । এ দলের ৭ জন সদস্য তেল-আবিল শহর থেকে এসেছেন। তাঁদের গড়পড়তা বয়স ২০ বছরের কম। উত্সবে পরিবেশন করার জন্য সদস্যরা উদ্দীপনাময় বোধ করলেন। নিরাপত্তা প্রসঙ্গে তাঁরা বলেন,

'আমরা ইসরায়েলী। আমরা শক্তিশালী বাহিনীর অধিকারী। নিরাপত্তা প্রসঙ্গে আমাদের কোন উদ্বেগ নেই।'

সঙ্গীতের প্রতি শিল্পী এবং সঙ্গীতজ্ঞদের নিষ্ঠা জনগণের উত্সাহব্যজ্ঞক সাড়া পেয়েছে। জাজ উত্সব চলাকালে এইলাতে যাওয়া বিমানে কোন খালি আসন এবং এইলাতের নানা ধরনের বড় হোটেলের কোন খালি ঘর ছিলো না। পর্যটনমন্ত্রী মিসেচনিকোভ যে একটি হোটেল খুঁজে বের করতে চাইলেন তা খুব কঠিন একটি ব্যাপার ছিলো। মিসেচনিকোভ বলেন,

'আপনারা জানেন? ২১ আগস্ট এইলাতে যাওয়া বিমান টিকিট কিনতে অনেক অসুবিধা ছিলো।'

এইলাতের রেস্তোরাঁও অনেক ব্যস্ত। রেস্তোরাঁর পরিবেশকদের বিশ্রাম নেয়ার সময় ছিলো না। স্থানীয় একটি রেস্তোরাঁর একজন পরিবেশক আমাদের সংবাদদাতাকে বলেন, আগের চেয়ে চলতি বছরের পরিবেশ অনেক ভালো। তিনি বলেন,

'আমাদের ব্যবসাও আগের মতো ভালো। আশা করি, আরো বেশি অতিথি আমাদের রেস্তোরাঁয় আসবেন।'

জাজ সঙ্গীত উত্সবের ঘটনাস্থলে শিল্পীদের চমত্কার পরিবেশনায় দর্শকরা বিমোহিত ছিলেন। তাঁরা হাততালির মাধ্যমে শিল্পীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মানুষের মনে হামলার ঘটনা সত্যিই তাঁদের মনে আঘাত হেনেছে, কিন্তু জীবন অব্যাহত থাকতে হবে। আশাবাদী দৃষ্টিভোঙ্গী নিয়ে ভবিষ্যতকে সম্বর্থনা করা উচিত্। এক দর্শক বলেন,

'জাজ সঙ্গীত অনেক ভালো। আশি করি, সবাই পছন্দ করেন। জাজ সঙ্গীতের নিরাপত্তাও অনেক ভালো। আমার কোন ভয় লাগে নি।'

অন্য এক দর্শক বলেন,

'জাজ সঙ্গীত চমত্কার হয়েছে। সবই উদ্ভট, দারুণ।'

ইসরায়েলের ২৫তম লোহিত সাগর আন্তর্জাতিক জাজ উত্সব তেজীয়ান সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয়েছে। কিন্তু মানুষের মাঝে সঙ্গীতের বয়ে আনা আনন্দ ও আশাবাদী মনোভাব কখনও শেষ হয়ে যাবে না।

লিলি আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040