জে ব্যাং মন্দির ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, যেহেতু চলতি বছরে তিব্বতে চলে আসা পর্যটকের সংখ্যা বেড়ে যাবে, সেহেতু জে ব্যাং মন্দির ব্যবস্থাপনা কমিটি অমুমান করেছে যে, চলতি বছরের সিউয়ে তুন দিবস চলাকালে জে ব্যাং মন্দিরের বুদ্ধমূর্তি প্রদর্শনী দেখা পর্যটকের সংখ্যা তিন লাখ হতে পারে, সংখ্যার দিক থেকে তা ইতিহাসের সবচেয়ে বেশি হবে। জানা গেছে, সিউয়ে তুন দিবস বুদ্ধমূর্তি প্রদর্শনীর জন্য জে ব্যাং মন্দির ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।

লাসা সিউয়ে তুন দিবস বুদ্ধমূর্তি প্রদর্শনী
1 2 3 4 5