Web bengali.cri.cn   
তিব্বতের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ দেশি-বিদেশি তিব্বতবিদের প্রশংসা পেয়েছে
  2011-08-24 14:31:11  cri

২১ আগস্ট সবেমাত্র শেষ হওয়া চীনের তৃতীয় তিব্বত সংস্কৃতি ফোরামে অংশগ্রহণকারী দেশি-বিদেশি তিব্বতবিদ চীন সরকারকে তিব্বতের ঐহিত্যবাহী সংস্কৃতি রক্ষার জন্য প্রচেষ্টা চালানো ও অর্জিত সাফল্যের প্রশংসা করেন। কিছু তিব্বতবিদ মনে করেন, বিদেশে প্রচারিত তথাকথিত তিব্বতী সংস্কৃতির 'ধ্বংসাত্মক তত্ত্ব' হচ্ছে এক ভয়ানক আক্রমণ।

চীনের তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্রের উপ-মহাপরিচালক চেং তুই বলেন, অনেক বিদেশীরা তিব্বত সংস্কৃতিকে ভুল দৃষ্টিতে দেখেন ও অপব্যাখ্যা করেন। এ ব্যাপারে চীন সরকার যত প্রচেষ্টাই করুক না কেন, তারা আরও ইচ্ছাকৃতভাবে তিব্বত সংস্তৃতির 'ধ্বংসাত্মক তত্ত্ব' প্রচার করে। আসলে চীন সরকার সবসময় তিব্বত সংস্কৃতির উত্তরাধিকার ও সংরক্ষণ কাজের ওপর বেশ গুরুত্ব আরোপ করে। তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্র স্থাপন, গুরুত্বপূর্ণ মন্দির পুনর্গঠন এবং চীনা তিব্বত সংস্কৃতি রক্ষা ও উন্নয়ন সমিতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে যে, চীন সরকার তিব্বত সংস্কৃতির উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়েছে। --ওয়াং হাইমান/আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040