Web bengali.cri.cn   
চীন-আসিয়ান মৈত্রী সংক্রান্ত জ্ঞান প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু
  2011-08-24 14:29:53  cri

চীন-আসিয়ান মৈত্রী সংক্রান্ত জ্ঞান প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীন ও আসিয়ানের সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষির্কীর ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান, চীন ও আসিয়ানের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বর্ষ কর্মসূচী এবং চীন ও আসিয়ানের অষ্টম প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ তত্পরতা হিসেবে এবারের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হচ্ছে চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের জনগণ বিশেষ করে তরুণ-তরুণীদের বোঝাপড়া ও মৈত্রী ত্বরান্বিত এবং তাদের বন্ধুত্বপূর্ণ যোগাযোগকে আরো জোরদার করা। চীন গণ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের কুয়াং সি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে এবারের প্রতিযোগিতা আয়োজিত হয়।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হচ্ছেন চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। ইন্টারনেটের মাধ্যমে ও বাইরে ছবি তোলা এবং পারস্পরিক যোগাযোগ ও জ্ঞান যাচাইসহ বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা সংশ্লিষ্ট জ্ঞান প্রচার করা যায়। এর কল্যাণে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা পারস্পরিকভাবে বোঝাপড়া গভীর করতে এবং তাদের মৈত্রী জোরদার করতে সক্ষম হয়।

প্রতিযোগিতার বিষয়গুলো প্রধানত চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের বাস্তব অবস্থা সম্পর্কিত জ্ঞান, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের বিনিময় ও সহযোগিতার বিষয়, চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য এলাকার অবস্থা এবং চীন ও আসিয়ানের প্রদর্শনীসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়।

প্রতিযোগিতায় প্রাথমিক প্রতিযোগিতা ও ফাইনাল দু'পর্যায় রয়েছে। প্রাথমিক প্রতিযোগিতা -থেকে বিজয়ীরা ছাড়াও আরও ৪০জন নির্বাচিত প্রতিযোগী ফাইনালে প্রবেশ করবেন। ফাইনাল অক্টোবরে চীনের কুয়াং সিতে অনুষ্ঠিত হবে।--ওয়াং হাইমান/আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040