|
||||||||||||||||||||||||||||
মঞ্চে খঞ্জনীর শব্দের সঙ্গে সঙ্গে নাচছে শ্রীলংকার জাতীয় নৃত্য শিল্পী দলের তরুণরা। তাঁদের পরিবেশিত ক্যান্দি নৃত্য হলো শ্রীলংকার বিশেষ একটি উপজাতীয় নৃত্য। পরিবেশনকারীরা সবাই তরুণ। তাঁরা শরীরে রৌপ্য বস্তু পড়েন। খঞ্জনীর ছন্দের সঙ্গে সঙ্গে নৃত্যকারীদের গতিও শক্তিশালী। তাঁদের শরীরে পড়া রৌপ্য বস্তু 'হুয়া হুয়া' করে শব্দ করে।
শ্রীলংকা ভারত মহাসাগরের মুক্তা বলে পরিচিত। শ্রীলংকানরা জন্ম থেকে গান গাইতে এবং নাচ করতে পারেন। সবচেয়ে আগে ময়ুর আবিষ্কার করা একটি দেশ হিসেবে শ্রীলংকার ময়ুর নাচ বিশ্ববিখ্যাত। সি'আন বিশ্ব উদ্যানমেলার সময় শ্রীলংকার আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহে বৈচিত্র্যময় সাংস্কৃতিক তত্পরতার মাধ্যমে শ্রীলংকার বিশেষ সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীলংকার জাতীয় নৃত্যশিল্পী দল হলো সাংস্কৃতিক সপ্তাহে অংশগ্রহণকারী শ্রীলংকার সাংস্কৃতিক দলের মধ্যে অন্যতম একটি। তাঁরা সঙ্গীত ও নৃত্য দিয়ে দেশি-বিদেশী পর্যটকদেরকে একটি নতুন অভিজ্ঞতা এনে দিয়েছেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তা হলো শ্রীলংকার জাতীয় নৃত্যশিল্পী দলের মেয়েদের নাচ করার সঙ্গীত। ঐতিহ্যবাহী ও আধুনিক বৈশিষ্ট্যের সমন্বয় করা সঙ্গীতের ছন্দে তাঁরা শ্রীলংকার মেয়েদের সৌন্দর্য্য পুরোপুরিভাবে প্রকাশ করেছেন।
নৃত্য নৃত্যশিল্পী দলের নেতা চান্দেন্না বলেন, নৃত্যশিল্পী দলের চারচা শাখা দল বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশন করে। চীন হচ্ছে তাঁদের ভ্রমণ করা ৫৬তম দেশ। তাঁরা দ্বিতীয়বারের মতো চীনে এসেছেন।
'আমার নাম চান্দেন্না। আমি শ্রীলংকার জাতীয় নৃত্যশিল্পী দলের নেতা। আমি সি'আন বিশ্ব উদ্যানমেলার জন্য গৌরব বোধ করি। এখানে এসে আমি খুব খুশি।'
চান্দেন্না সি'আন বিশ্ব উদ্যানমেলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
'আমি আপনাদের জন্য গৌরব বোধ করি। সি'আন বিশ্ব উদ্যানমেলা হলো বিশ্বে বৃহত্তম ব্যাপকতাসম্পন্ন সাংস্কৃতিক তত্পরতার মধ্যে অন্যতম একটি। এটি আমাদের এখানে আসার কারণ। আমি বিশ্বের অনেক মেলায় গিয়েছি। কিন্তু এবার হলো তাদের মধ্যে অন্যতম একটি। সাংগঠনিক কাজ অনেক ভালো। পরিবেশনাও চমত্কার এবং নিরাপত্তা রক্ষার কাজ খুব ভালো।'
এখন চীনের গ্রীষ্মকালীন ছুটির সময়। সি'আন বিশ্ব উদ্যানমেলা পরিদর্শনকারী শিশুদের জন্য নানা ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন পরিবেশনার বন্দোবস্ত করেছে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে শব্দ শুনছেন তা হলো ফিনলাণ্ডের শিশু নাটক 'মু মির দ্বীপে বিপদসঙ্কুল অভিযাত্রা'র একটি অংশ। এই নাটক হলো চীন ও ফিনল্যান্ডের শিল্পীদের সহযোগিতায় প্রথম শিশু নাটক। তা বিশ্বের ৫৬টি দেশের শিশুদের কাছে সমাদৃত। চীনের হো নান প্রদেশ থেকে আসা একটি শিশু বললো,
'আজকে আমি বিশ্ব উদ্যানমেলায় অনেক ভালো জিনিস দেখেছি। সঙ্গীত ফোয়ারা আছে এবং পরিবেশনাও আছে। আমি সঙ্গীত ফোয়ারা পছন্দ করি। অনেক মজার। পরিবেশনা দেখতে আমিও আগ্রহী।'
জনা গেছে, সি'আন বিশ্ব উদ্যানমেলার ১৭৮ দিনের মধ্যে মোট পাঁচ হাজারেরও বেশি সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। পরিবেশিত অনুষ্ঠান, প্রমোদ-ভ্রমণ ও মঞ্চ নাটকসহ বিভিন্ন পদ্ধতিতে প্রদর্শিত হয়। পর্যটকরা উদ্যান প্রদর্শনী এবং সবুজ জীবন উপভোগ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্কৃতির বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।
লিলি/আবাম


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |