Web bengali.cri.cn   
পেইচিং-শাংহাই এক্সপ্রেস রেলপথ চালু হবে-১  
  2011-06-24 11:09:14  cri

চীনের পেইচিং-শাংহাই এক্সপ্রেস রেলপথ আনুষ্ঠানিকভাবে ১ জুলাই চালু হবে।

জানা গেছে, ২০০৮ সালের ১৮ এপ্রিল এ রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। মোট ১ হাজার ৩১৮ কিলোমিটার দৈর্ঘ্য এ রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ২২০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থ।

এ রেলপথ চালু হওয়ার পর দু'শহরের মধ্যে যাতায়াতের সময় কমে আসবে ৫ ঘন্টায়।

পেইচিং-শাংহাই এক্সপ্রেস রেলপথ চালু হবে

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040