|
গত বছর নির্ধারিত হয় যে, চীনের ইয়ুন নান প্রদেশে খুনমিং আমদানি-রপ্তানি বাণিজ্য মেলা চলাকালে দক্ষিণ এশিয়া প্রদর্শনীও নিয়মিতভাবে প্রতিবছর অনুষ্ঠিত হবে। সে মোতাবেক গত ৬ জুন থেকে শুরু হওয়া ১৯তম খুন মিং আমদানি-রপ্তানি বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়া ছিল কেন্দ্রবিন্দুতে। ওই অঞ্চলের আটটি দেশই মেলায় অংশ নেয়।
তাদের স্টলের সংখ্যা গত বছরের তুলনায় ৭০ শতাংশ বৃদ্ধি পায়। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, এবারের মেলা তাদের জন্য বিশাল বাণিজ্যিক সুযোগ বয়ে এনেছে। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
এবারের মেলায় শ্রীলঙ্কার স্টলের সংখ্যা ছিল শতাধিক। সেগুলোতে প্রধানত চা, মুক্তা ও তৈরি পোশাক প্রদর্শিত হয় এবং পর্যটন সেবা তুলে ধরা হয়। শ্রীলঙ্কার ন্যাশনাল চা কম্পানির কর্মী প্রেমালা শ্রীকান্ত বলেন, তাদের কম্পানি চীনে চা রপ্তানি চাঙ্গা রেখেছে। এ সম্পর্কে তিনি বলেন:
"শ্রীলঙ্কান চার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে চীন সবসময় এর ওপর গুরুত্ব দেয়। সবাই জানেন যে, শ্রীলঙ্কায় বিশ্বের সর্বোচ্চ মানের লাল চা উত্পন্ন হয়। চীনে শ্রীলঙ্কার লাল চা রপ্তানির পরিমাণ গত বছরের তুলনায় এবছর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমি বিশ্বাস করি, আগামী দুবছরের মধ্যে চীনের মূলভূভাগের অনেক শহরে শ্রীলঙ্কার লাল চা কিনতে পাওয়া যাবে।"
শ্রীলঙ্কার ইফলাল কুদ্দুস মুক্তা খাতে অনেক বছর ধরে কাজ করেন। এবারের মেলা সম্পর্কে তিনি বলেন:
"গত বছর আমি খুন মিং আমদানি-রপ্তানি বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছিলাম। এ বছর হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ। গত বছরের তুলনায় এ বছরের খুন মিং বাণিজ্য মেলার আয়োজন কাজে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য বিনিময়ের ওপর শ্রীলঙ্কা বেশ গুরুত্ব আরোপ করে। সুতরাং এবারের মেলার ওপরও বেশ গুরুত্ব দিয়েছে শ্রীলঙ্কা। এটা আমাদের অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য বেশ কল্যাণ ও সুবিধা বয়ে এনেছে।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |