Web bengali.cri.cn   
সাংস্কৃতিক সম্পদের বিনিময় দেশে-দেশে সম্পর্কোন্নয়নের ভিত্তি
  2011-05-23 18:51:12  cri
সাংস্কৃতিক সম্পদের বিনিময় বরাবরই দেশের সঙ্গে দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ একটি উপাদান। চীনে নিয়োজিত হাঙ্গেরির রাষ্ট্রদূত সান্দোর কুসাই সম্প্রতি আমাদের বেতারের এক সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, যে কোনো ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন করতে চাইলে দুদেশের সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে সুপরিচিত মানুষ দরকার। সাংস্কৃতিক সম্পদ বিনিময় হচ্ছে দুদেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তি।

সাক্ষাত্কারের শুরুতেই কুসাই ২০১০ সালে রাজনীতি ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের অর্জিত সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, গত বছরে শাংহাই বিশ্বমেলার সুযোগকে কাজে লাগিয়ে দুদেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময় হয় খুব ঘন ঘন। দুদেশের প্রধানমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন। চীনের সঙ্গে হাঙ্গেরির রপ্তানির পরিমাণ গত বছর প্রথমবারের মতো ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

সম্পর্কোন্নয়নে কুসাই দ্বিপক্ষীয় ব্যক্তিগত বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন,

'সাংস্কৃতিক সম্পদের সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত। এর মধ্যে রয়েছে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, পর্যটন, দুদেশের মৈত্রী শহর স্থাপন প্রভৃতি। দুদেশের জনগণের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ ব্যক্তিগত ক্ষেত্রের বিষয়। যে কোনো ক্ষেত্রের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুদেশের সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে সুপরিচিত ব্যক্তিদের খুব দরকার। সাংস্কৃতিক সম্পদের বিনিময় হচ্ছে দুদেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তি। সাংস্কৃতিক সম্পদের বিনিময় না হলে অন্যান্য সম্পর্ক ফাঁকা হবে।'

চলতি বছর চীন ও হাঙ্গেরির সাংস্কৃতিক সম্পদের বিনিময় সম্পর্কে বলতে গেলে হাঙ্গেরির প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ফেরেঙ্ক লিস্তের দ্বিশত জন্মবার্ষিকী প্রসঙ্গ উল্লেখ করতে হবে। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বেতারের হাঙ্গেরি বিভাগ সারা দেশে 'রোমান্টিক লিস্ত—চীনের বিখ্যাত সাংস্কৃতিক শহর ভ্রমণ' শিরোনামে ব্যাপক স্মরণ তত্পরতার আয়োজন করবে। অন্যান্য স্মরণ তত্পরতা প্রসঙ্গে রাষ্ট্রদূত কুসাই বলেন,

'চলতি বছর চীনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যাপক কনসার্ট ও শৈল্পিক তত্পরতার মাধ্যমে লিস্তকে স্মরণ করা হচ্ছে। শাংহাইয়ে আয়োজিত একটি কনসার্ট চীনের ধারাবাহিক স্মরণ তত্পরতার সূচনা করেছে।'

চলতি বছরের প্রথমার্ধে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান দেশ। হাঙ্গেরির দূতাবাস ইউরোপীয় ইউনিয়নের প্রভাবের ওপর নির্ভর করে চীনে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে চীনে বৈচিত্র্যময় সাংস্কৃতিক তত্পরতার আয়োজন করছে। চলতি বছরের বসন্ত উত্সবকালে পেইচিং ছাও ইয়াং পার্কে অনুষ্ঠিত নবম ছাও ইয়াং আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সবে হাঙ্গেরির শিল্পীরা পেইচিং শহরবাসীদেরকে উদ্দেশ্যে বৈদেশিক বৈশিষ্ট্যসম্পন্ন নাচগান পরিবেশন করেন। এ উত্সব প্রসঙ্গে কুসাই বলেন,

'ছাও ইয়াং পার্ক পেইচিং শহরের বৃহত্ আকারের পার্কগুলোর মধ্যে অন্যতম। বসন্ত উত্সব চলাকালে প্রায় ৫ লাখ শহরবাসী সেখানে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সবে যান। 'ফোর ফর ডান্স' নামে হাঙ্গেরির বিখ্যাত নৃত্য দলসহ হাঙ্গেরির শিল্পীরা পেইচিং শহরবাসীদেরকে হাঙ্গেরির সুন্দর জাতীয় নাচগান প্রদর্শনের মধ্য দিয়ে সাংস্কৃতিক উত্সবে বিশাল সাফল্য লাভ করেন।'

সাংস্কৃতিক উত্সব হাঙ্গেরি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় গৃহীত সাংস্কৃতিক প্রকল্পের মধ্যে একটি। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত কুসাই দুপক্ষের সহযোগিতার আরেকটি প্রকল্প ব্যাখ্যা করেন। তিনি বলেন,

'আমাদের দূতাবাস ও চীনে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সংস্থার সহযোগিতায় সারা চীনে একটি ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো চীনা শিশুদের ইউরোপীয় ইউনিয়ন দেখা। যে কোনো চীনা শিশু প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বর্তমানে শিল্পকর্ম সংগ্রহের কাজও চলছে। আগামীতে আমরা পুরস্কার বিতরণের আয়োজন করবো। জুলাই মাসের শেষ নাগাদ সব বিজয়ী শিল্পকর্মের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।'

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতায় আয়োজিত প্রকল্পগুলো ছাড়া হাঙ্গেরি সরকারের নিজ উদ্যোগে গৃহীত সাংস্কৃতিক কার্যক্রমের সংখ্যাও বেশ। রাষ্ট্রদূত আমাদের কাছে তা ব্যাখ্যা করেন। তিনি বলেন,

'হাঙ্গেরির ফুটবল তারকা ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে প্রবীণ চীনা ফুটবল-অনুরাগীরা হয়তো সুপরিচিত। তাঁর পেশা বর্ণিত একটি চলচ্চিত্র শিগগির চীনে প্রদর্শিত হবে। অন্যদিকে চলতি বছরের জুলাই মাসে আমরা পেইচিং আর্ট গ্যালারিতে হাঙ্গেরির বিখ্যাত আধুনিক শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করবো। দুদেশের শিল্পীদের বিনিময় বিবেচনা করে আগামী বছর আমরা হাগেরির রাজধানী বুদাপেষ্টে চীনের আধুনিক শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শন করবো।'

সাংস্কৃতিকসম্পদ বিনিময় ব্যক্তিদের কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়িত হয়। রাষ্ট্রদূত কুসাই বিশেষভাবে দুদেশের ধীশক্তির বিনিময়ের অবস্থা উল্লেখ করেন। তিনি বলেন,

'সাধারণভাবে বলা যায়, হাঙ্গেরিতে অধ্যয়নরত চীনাদের শিক্ষা অর্জনের মান বেশ উঁচু। তাঁরা চিকিত্সা ও স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় বেছে নেন। অব্যাহতভাবে চীনের উন্নয়ন অর্জিত হওয়ার এবং আন্তর্জাতিক মর্যাদার বাড়ার সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর হাংগারীয় চীনের সংস্কৃতি ও চীনা ভাষার প্রতি আগ্রহী হয়ে উঠতে শুরু করেছেন। বুদাপেস্টের কনফুসিয়াস ইন্সিটিটিউট তাদের জন্য চীনকে জানা ও চীনা ভাষা শেখার একটি ভালো প্লাটফর্ম যুগিয়েছে। কনফুসিয়াস ইন্সটিটিউট সম্ভবত রাজধানী ছাড়া অন্যান্য শহরেও শাখা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং মধ্য-পূর্ব ইউরোপীয় অঞ্চলে বুদাপেস্টকে চীনা ভাষা শেখার একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।' (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040