|
||||||||||||||||||||||||||||
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চীনা বিষয়ক ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর চীনে ৩০ বছরেরও বেশি সময় কাজ করেছেন। তিনি ছিলেন শাংহাইয়ে পাকিস্তানের কনসুলার জেনারেল। তিনি সাবলীলভাবে চীনা ভাষা বলতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন:

"দুদেশের জনগণের বোঝাপড়া ও মৈত্রী আরও জোরদার করার জন্য এ যন্ত্র একটি উপযুক্ত প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। আশা করি, ভবিষ্যতে কনফুসিয়াস ইন্সটিটিউট ও চীনা দূতাবাস আরও বেশি এ ধরনের কর্মসূচির আয়োজন করবে।"

আধুনিক জাতীয় ভাষা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের সহকারি অধ্যাপক মিসবাহ পাকিস্তানে ৩০ বছরেরও বেশি সময় ধরে চীনা ভাষা শেখাচ্ছেন। সেকারণে চীনের প্রতি তাঁর সুগভীর ভালোবাসা রয়েছে। এখন চীনা সংস্কৃতি আহরণ কেন্দ্রের সাহায্যে তাঁর চীনা ভাষা শিক্ষাদানের কাজ আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। তিনি বলেন, একবিংশ শতাব্দী হচ্ছে পাকিস্তান ও চীনের মৈত্রীর শতাব্দী। দুদেশের জনগণের মৈত্রী আরো সুগভীর হবে। এ সম্পর্কে তিনি বলেন:

"পাকিস্তানি তরুণ-তরুণীরা হচ্ছেন আমাদের পাকিস্তানের আশা-আকাঙ্খা। ৩০ বছর আগে চীনে লেখাপড়ার সময় চীনারা তাদের ভালবাসার বীজ আমার মনে বপন করেছেন, এখন আমি এ বীজ আমাদের ছাত্রছাত্রীর মনে রোপন করি। আশা করি, ভবিষ্যতে এ বীজ বড় হয়ে এক একটি গাছে পরিণত হবে।" ----ওয়াং হাইমান


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |