Web bengali.cri.cn   
চীনে প্রথমবারের মতো সংখ্যালঘু জাতি ভাষায় পরীক্ষা হচ্ছে
  2011-04-06 18:17:23  cri

আগামী মে মাসে চীনের কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ও পেইচিংয়ে দুটি বিশ্ববিদ্যালয়ে একযোগে সংখ্যালঘু চুয়াং ভাষায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি হবে চীনে প্রথমবারের মতো কোনো সংখ্যালঘু জাতির ভাষা পরীক্ষা অনুষ্ঠান।

এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সংখ্যালঘু জাতির ভাষা কমিটি ও কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ভাষা বিভাগের যৌথ উদ্যোগে। এর মধ্য দিয়ে চীনে অব্যাহতভাবে এগিয়ে যাওয়া স্থানীয় ভাষা ধাপে ধাপে মানদণ্ডে পৌঁছানোর প্রবণতা ফুটে উঠেছে। বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক ঘটনা' অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

চীন এক ঐক্যবদ্ধ বহুজাতিসম্পন্ন দেশ। বর্তমানে আরও কিছু সংখ্যালঘু জাতির মানুষ নিজস্ব জাতির ভাষা ও বর্ণ ব্যবহার করছেন। অর্থনীতির বিশ্বায়ন এবং অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ার গতি দিন দিন বাড়ার এবং তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটসহ আধুনিক যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের সংখ্যালঘু জাতির ভাষা ও বর্ণ ব্যবহারের ক্ষেত্রে যেমন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে সুযোগও।

আমরা দেখছি যে, অধিক থেকে অধিকতর সংখ্যক সংখ্যালঘু জাতির মানুষ দেশের প্রচলিত ভাষা রপ্ত করছেন। এটি সংখ্যালঘু জাতির উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য সহায়ক। তবে একই সঙ্গে কিছু সংখ্যালঘু জাতির ভাষা ও বর্ণ সংরক্ষণ করা জরুরি।

চুয়াং জাতি চীনের সর্ববৃহত্ সংখ্যালঘু জাতি। এ জাতির জনসংখ্যা ১ কোটি ৯০ লাখেরও বেশি। চুয়াং জাতির মানুষেরা প্রধানত কুয়াং সি, ইয়ুন নান, কুয়াং তুং ও কুই চৌ প্রদেশে বাস করে। তবে মোট জনসংখ্যার বেশির ভাগেরই বাস কুয়াং সি প্রদেশে। সেকারণে চুয়াং ভাষা কুয়াং সি কর্তৃপক্ষে প্রভাব বিস্তারকারী ভাষার স্থান দখল করেছে। সেখানকার বিদ্যালয়ে চুয়াং ভাষার ক্লাসও রয়েছে। তবে অন্যান্য সংখ্যালঘু জাতির ভাষার মতো চুয়াং ভাষা কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সম্পর্কে চীনের কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ভাষা বিভাগের অধ্যাপক লি চিন ফাং বলেন:

"সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু জাতি অঞ্চলে হান ভাষা ও স্থানীয় ভাষা দুটিই শিক্ষাদানে ব্যবহার করা হচ্ছে। সংখ্যালঘু জাতির ছাত্রছাত্রী এবং তাদের মা-বাবারা হান ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন। তবে সংখ্যালঘু জাতি ভাষা ও শব্দ ব্যবহারে তাদের মান ধাপে ধাপে নেমে যায়।"

অধ্যাপক লি চিন ফাং অবহিত করেন, চুয়াং ভাষার আরও অনেক শাখা রয়েছে। তবে এটি প্রধানত দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় ভাষায় বিভক্ত। চুয়াং ভাষায় পরীক্ষা আয়োজন কেবল যে এ ভাষার বিভিন্ন শাখাকে মানদণ্ডে পৌঁছতে সহায়তা করতে তা নয়; তা চুয়াং ভাষা জনপ্রিয় হয়ে উঠার জন্যও সহায়ক হবে। এ সম্পর্কে তিনি বলেন:

"পরীক্ষায় সবার জন্য এক যৌথ ও সঠিক চেতনা রয়েছে। হান ভাষার মতো চুয়াং ভাষার ব্যবহারে সবার জন্য বেশ সুবিধা হবে। এছাড়াও, চুয়াং ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে হান ভাষার সঙ্গে অনেক মিল রয়েছে।"

চলতি বছর মে মাসে কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এবং পেইচিংয়ে একযোগে চুয়াং ভাষায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি হবে চীনের কোনো সংখ্যালঘু জাতির ভাষায় অনুষ্ঠিত প্রথম পরীক্ষা। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এটি পরীক্ষামূলকভাবে চালু থাকবে। এরপর এর ফলাফল অনুযায়ী ব্যাপকভাবে এ ভাষায় পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এবারের চুয়াং ভাষায় পরীক্ষার বিষয় প্রধানত চুয়াং ভাষার রচনা ও সংস্কৃতিকে বোঝা। এ সম্পর্কে অধ্যাপক লি চিন ফাং বলেন:

"মে মাসে শুধু এক ছোট্ট পরিসরে পরীক্ষামূলকভাবে চুয়াং ভাষায় পরীক্ষা চালু করবো আমরা। শুধু কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যালয় ও কুয়াং সি জাতি বিশ্ববিদ্যালয়ে চুয়াং ভাষায় শিক্ষা গ্রহণকারী কিছু ছাত্রছাত্রীর পরীক্ষা করিয়ে নেয়া হবে এ ভাষায়। এর মধ্য দিয়ে কিছু অভিজ্ঞতা গ্রহণ করতে পারবো। এখন আমরা সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কাজ করছি। এর মধ্যে রয়েছে চুয়াং ভাষার তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং এর পরীক্ষা বিষয় নির্ধারণ করা।"

অধ্যাপক লি চিন ফাং আরো বলেন, পরীক্ষা আয়োজন শুধু এক সূচনা। এ ব্যাপারে আরও দপ্তর ও শিক্ষাসহ বিভিন্ন বিভাগের আনুষংগিক অনুমোদনের ব্যবস্থা নেয়া দরকার। এটি করলেই সত্যিকারভাবে সংখ্যালঘু জাতির ভাষার মানদণ্ডে উপনীত হবে এবং সংখ্যালঘু জাতির ভাষা সংরক্ষণ ও উত্তরাধিকার হওয়ার জন্য সহায়ক হবে। এ সম্পর্কে অধ্যাপক লি চিন ফাং বলেন:

"অন্তত নিজস্ব জাতির মানুষ নিজের ভাষার মূল্য উপলদ্ধি করতে পারবেন। এতে সংখ্যালঘু জাতির ভাষা সুরক্ষিত হবে এবং এর সংস্কৃতিও বর্ধিত হবে।"–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040