|
বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক সম্ভার' অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতি ঘটনা ও কয়েকটি সুন্দর আধুনিক গান। তবে প্রথমেই সাংস্কৃতিক বিনিময়।
"হ্যালো, 'দুই অধিবেশনের' হটলাইন কি না, আমি আপনাদের সাথে শাক-সবজির দাম নিয়ে কথা বলতে চাই"।
বন্ধুরা, আপনারা এইমাত্র শুনলেন শাক-সবজির দাম জিজ্ঞাসা সম্পর্কিত পেইচিং শহরের সি ছেং জেলার একজন অধিবাসী, সুন লি হুয়ার টেলিফোন আলাপ। সম্প্রতি অনুষ্ঠিত চীনের 'দুই অধিবেশন' সাধারণ চীনাদের চোখে কেমন হয়েছে? আজকের ' সাংস্কৃতিক বিনিময়' অনুষ্ঠানে একসাথে আমরা তা জানার চেষ্টা করবো।
সুন লি হুয়া আমাদের সংবাদদাতাকে বলেন, "দুই অধিবেশন' হটলাইনের মাধ্যমে আমাদের সাধারণ অধিবাসীদের সংকট তুলে ধরা হয়। যদি উত্থাপিত প্রশ্ন বা মতামত যৌক্তিক হয়, তাহলে সরকার নিশ্চয়ই সে অনুযায়ী সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাবে।"
তিনি বলেন, কিন্ডারগার্টেনে শিশুদের ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি আগে 'দুই অধিবেশন' হটলাইনে টেলিফোন করেছিলেন। এখন দেখা যায় যে, এ বছর চীন সরকার পর্যায়ক্রমে এ সমস্যা সমাধান করছে।
প্রতি বছরের শুরুর দিকে চীনের স্থানীয় ও জাতীয় গণ-কংগ্রেসের এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নিয়মিত বার্ষিক অধিবেশন পর পর অনুষ্ঠিত হয়। বছরে একবার আয়োজিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে 'দুই অধিবেশনে' সমাজের বিভিন্ন মহলের দৃষ্টি আকৃষ্ট হয়।
৬৮ বছর বয়সী সুন লি হুয়ার এক ৩ বছর বয়সী একটি পৌত্রি আছে। অবসর নেয়ার পর তাঁর প্রধান দায়িত্ব হচ্ছে তাকে আগলে রাখা। তবে গত দুই বছরে পৌত্রিকে কিন্ডারগার্টেনে ভর্তি করার ব্যাপারে তিনি বেশ চিন্তিত। পেইচিং শহরে কিন্ডারগার্টেনের সংখ্যা এমন বেশি নয়। এ কারণে তিনি 'দুই অধিবেশন' হটলাইনে টেলিফোন করেন। পরে টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে তিনি জানতে পারেন যে, তাঁর মতো কিন্ডারগার্টেনে ভর্তি সমস্যা তুলে ধরা মানুষের সংখ্যা অনেক বেশি। সুতরাং, এটি পেইচিং শহরের গণ-কংগ্রেসের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলে সংশ্লিষ্ট প্রস্তাব পেইচিং শহরের 'দুই অধিবেশনে' উত্থাপিত হয়।
এ বছর 'শিশু পরিকল্পনা' পেইচিংয়ের 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায়' অন্তর্ভূক্ত হয়। আগামি পাঁচ বছরে শিশুদের কিন্ডারগার্টেনে ভর্তি সমস্যা সমাধানের জন্য পেইচিং বিপুল অর্থ ব্যয় করবে।
সুন লি হুয়া সংবাদদাতাকে বলেন, শাক-সবজির দাম ও শিশুদের কিন্ডারগার্টেনে ভর্তি সমস্যা জীবনের খুবই ছোট্ট ব্যাপার। তবে এর মধ্যে সত্যিকার অর্থে জনগণের জীবন-যাপনের সংকট ও অসুবিধা প্রতিফলিত হয়। তিনি আমাদের সংবাদদাতাকে আরো বলেন:
"১৯৯৯ সালের আগে অনেক সহকর্মী আলোচনা করতেন যে, বর্ষমেয়াদ অনুসারে মোটরগাড়িকে বাধ্যতামূলকভাবে আবর্জনা হিসেবে দেখার নিয়ম খুবই অযৌক্তিক। সে সময়ের নিয়ম অনুযায়ী, গাড়ির বয়স ১০ বছর হলেই তার ব্যবহার নিষিদ্ধ হতো। তবে সে সময় 'দুই অধিবেশন' হটলাইন ছিল না। ওয়েবসাইটেরও ব্যবহারও ছিল খুব কম। আমি চিঠির মাধ্যমে পেইচিং শহরের একজন প্রতিনিধির কাছে গাড়ি সম্পর্কিত মতামত পাঠাই। পরে এ সমস্যার সত্যিকারের সমাধান হয়।"
সে সময়ের কথা স্মরণ করে সুন লি হুয়া আবেগের সঙ্গে বলেন:
"আসলে সে সময় আমি মনে করতাম, 'দুই অধিবেশন' আমার থেকে অনেক দূরে। মনে হতো দেশের বড় বিষয় ও ঘটনা নিয়ে কাজ করার জন্যই এটা আয়োজিত হয়। আমরা সাধারণ অধিবাসীরা শুধু বেতার ও টেলিভিশনের মাধ্যমে জানতে পারি সে ব্যাপারে। তবে সেবার গাড়ি সম্পর্কিত প্রস্তাব দেয়ার এবং তার সমাধান দেখার পর আমার ভাবনা পরিবর্তিত হয়। নিজেই সত্যি সত্যি এ প্রক্রিয়ায় অংশ নিতে পারি এবং নিজের মতামতও 'দুই অধিবেশনে' গুরুত্ব পায়।"
সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজনৈতিক ব্যাপারে নাগরিকদের অংশগ্রহণ এবং তাদের আলোচনার চেতনা অব্যাহতভাবে বাড়ার সঙ্গে সঙ্গে 'দুই অধিবেশন' চলাকালে অনেকে সংবাদমাধ্যমের হটলাইন, ওয়েবসাইট ও সরকারি ডাকবাক্সসহ বিভিন্ন উপায়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। এর মধ্য দিয়ে এ ব্যাপারে সকলের অংশ নেয়ার আগ্রহও জোরদার হয়েছে। অধিবাসী সুন লি হুয়ার মতো চীনারা নানা উপায়ে 'দুই অধিবেশনে' অংশ নিচ্ছেন এবং এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখছেন।
আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান এ পর্যন্তই। এখন শুনুন সাংস্কৃতিক ঘটনা।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |