|
সিঙ্গাপুরে চীনা ভাষা শিক্ষকদের আলোচনাসভা ৬ মার্চ ওই দেশটিতে চীনের দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরে চীনের দূতাবাসের কাউন্সিলার তাই পিং, শিক্ষা কাউন্সিলার চৌ চিয়ান পিং, সিঙ্গাপুরের চীনা ভাষা সমিতির উপদেষ্টা মা ইয়ান ছিং ও চীনা শিক্ষকসহ ৭০জনেরও বেশি প্রতিনিধি আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক বিনিময়' অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
সিঙ্গাপুরে চীনের দূতাবাসের কাউন্সিলার তাই পিং সিঙ্গাপুরে নতুন আসা চীনা ভাষার শিক্ষকদের স্বাগত জানান। তিনি শিক্ষা ক্ষেত্রে দু'দেশের অর্জিত ফলপ্রসূ বিনিময়ের প্রশংসা করেন। সম্পর্কে তিনি বলেন:
"বিগত ২০ বছরে চীন ও সিঙ্গাপুরের বিনিময় খুবই ব্যাপক, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে দু'দেশের বিনিময় অত্যন্ত সফল। অনেক চীনা ছাত্রছাত্রী সিঙ্গাপুরে লেখাপড়ার সঙ্গে সঙ্গে কাজ করেন। শিক্ষা বিনিময় হচ্ছে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার এক গুরুত্বপূর্ণ অংশ। সিঙ্গাপুরের সফল অভিজ্ঞতার মধ্য থেকে আমরা বেশ অনেক জিনিস শিখেছি।"
সিঙ্গাপুরের চীনা ভাষা সমিতির উপদেষ্টা মা ইয়ান ছিং সিঙ্গাপুরে অতীতের ও বর্তমানের সকল চীনা ভাষা শিক্ষকের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন আত্মার প্রকৌশলী। সিঙ্গাপুরে অতীতের ও বর্তমানের সকল শিক্ষক খুবই চমত্কার। এ সম্পর্কে তিনি বলেন:
"সিঙ্গাপুরে চীনা শিক্ষকদেরকে সুষ্ঠু সেবা প্রদান এবং দু'দেশের শিক্ষকদের বিনিময় ও যোগাযোগ ত্বরান্বিত করার জন্য সিঙ্গাপুরের চীনা ভাষা সমিতি অব্যাহতভাবে সিঙ্গাপুরে চীনের দূতাবাসের সঙ্গে সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাবে।"
আসলে সিঙ্গাপুরে কাজ করা এ সব চীনা ভাষার শিক্ষকেরা বয়সে খুবই তরুণ। তাদের অধিকাংশই সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। সুতরাং, বিদেশের মাটিতে কাজ করা এবং জীবন-যাপন করতে গিয়ে নিশ্চয়ই তারা বিভিন্ন রকমের সংকটে পড়েন। তাদেরকে সহায়তা দেয়ার জন্য সিঙ্গাপুরে চীনের দূতাবাস এবারের চীনা ভাষা শিক্ষকদের নিয়ে আলোচনাসভার আয়োজন করে। এটি চীনা ভাষা শিক্ষকদের পারস্পরিক বিনিময়ের জন্য এক উপযুক্ত প্ল্যাটফর্ম সৃষ্টি করে।
চীনের কান সু প্রদেশের হে ফেই হচ্ছেন সিঙ্গাপুরে একজন চীনা ভাষা শিক্ষক। তিনি ইতোমধ্যেই ৪ বছর চীনা ভাষা শিখিয়েছেন। এ ৪ বছরের সাফল্য সম্পর্কিত আলোচনায় হে ফেই হাসি মুখে বলেন, বিদেশে চীনা ভাষা শিক্ষকদের দায়িত্ব শুধু ভাষা শিখানো নয়, আমি মনে করি, চীনা ভাষা শিক্ষকরা হচ্ছেন সংস্কৃতি প্রচারের দূত। স্থানীয় অধিবাসীরা আমাদের সাহায্যে চীন সম্পর্কে জানতে পারেন। তিনি বলেন:
"শিক্ষকতার পেশা হচ্ছে সমাজের এক জানালা। সুতরাং, শিক্ষকদের মর্যাদা ও উদ্দেশ্য রয়েছে। বর্তমানে উন্মুক্তকরণের পটভূমিতে বিদেশীরা আমাদের কাছ থেকে চীনাদের বৈশিষ্ট সম্পর্কে জানতে পারেন। সাংস্কৃতিক দূত হিসেবে আমরা চীনাদের রীতি-নীতি প্রচার করছি।"--ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |