Web bengali.cri.cn   
জার্মানিতে পাখির বিয়ে
  2011-02-04 20:02:59  cri

২৫ জানুয়ারি জার্মানির পূর্বালঞ্চলীয় কোত্তবাসের একটি কিন্ডারগার্টেনে কিশোর-কিশোরীরা 'পাখির বিয়ে' নামক ঐতিহাসিক এক অনুষ্ঠানের আয়োজন করে। জানা গেছে, স্থানীয় রীতিনীতি অনুসারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের ধারণা এমন, শিশুরা শীতকালে বনের পাখিকে খাবার দেয়, যার ফলে আগামী বছর পাখিরা শিশুদের জন্য ক্যান্ডি নিয়ে আসে। এ অনুষ্ঠানটি প্রায় বিয়ের অনুষ্ঠানের মতো; শিশুরা বিয়ের কাপড় পরে 'পাখির বিয়ে' অনুষ্ঠানে অংশ নেয়।

'পাখির বিয়ে'

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040