Web bengali.cri.cn   
সি আর আই'র উত্তর-পূর্ব ও দক্ষিণ এশীয় ভাষা প্রচার কেন্দ্রের নববর্ষের প্রীতিসম্মিলনী অনুষ্ঠিত-১
  2011-01-28 19:04:52  cri

২০ জানুয়ারি সি আর আই'র উত্তর-পূর্ব ও দক্ষিণ এশীয় ভাষা প্রচার কেন্দ্রের ২০১১ নববর্ষের প্রীতিসম্মিলনী আয়োজন করা হয়। কেন্দ্রের ৯টি ভাষা বিভাগের কর্মীরা এতে সানন্দে উপস্থিত ছিলেন। বিভিন্ন ভাষা বিভাগ তাদের ২০১০ সালের কর্মসূচী ও সহকর্মীদের নববর্ষের শুভেচ্ছা মজার ভিডিও দিয়ে প্রকাশ করেন। উল্লেখ্য, কর্মীরা সুন্দর সুন্দর গান ও নাচসহ বিভিন্ন রকমের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে তাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সি আর আই'র উত্তর-পূর্ব ও দক্ষিণ এশীয় ভাষা প্রচার কেন্দ্রের ভাষা বিভাগগুলো হলো: বাংলা, হিন্দি, উর্দু, তামিল, সিংহলি, নেপালি, জাপানি, কোরীয় ও মঙ্গোলীয়।

অনুষ্ঠানের উপস্থাপক

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040