"২০১০ সালে চীনের সাংস্কৃতিক ভ্রমণ" অনুষ্ঠান সম্প্রতি সান সি প্রদেশের সি আন শহরে অনুষ্ঠিত হয়েছে। পেইচিংয়ের ১৬টি বিশ্ববিদ্যালয় থেকে আসা ২৬টি দেশের ৬০ জনেরও বেশি বিদেশী ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ নেন। এ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য সি আর আই'র তিন জন সাংবাদিককে পাঠানো হয় সেখানে।
জানা গেছে, পাঁচ দিনের এ অনুষ্ঠান চলাকালে বিদেশী ছাত্রছাত্রীরা সি আন যোগাযোগ বিশ্ববিদ্যালয়, বন্য রাজহংসী প্যাগোডা, বান পো জাদুঘর এবং বিশ্বের অষ্টম বিস্ময় - ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটাসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দৃশ্য উপভোগ করেন। (প্রকাশ)
ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা জাদুঘরের সামনে ছবি তুলছেন বিদেশী ছাত্রছাত্রীরা
1 2 3 4 5