Web bengali.cri.cn   
লু শান পাহাড়ে দেশের শান্তি ও জনগণের সুখ ও সমৃদ্ধির জন্য চীনের পাঁচটি ধর্মের প্রতিনিধিদের মংগল প্রার্থনা
  2011-01-05 13:37:52  cri
১ জানুয়ারী 'মহান চীন ও পাঁচটি ধর্মের সম্প্রীতি' শীর্ষক চীনের প্রথম ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান এবং লু শান পাহাড়ের 'পাঁচটি ধর্মের মংগল প্রার্থনা সাংস্কৃতিক বাগান-এর' অনুষ্ঠান লু শানে অনুষ্ঠিত হয়েছে। চীনের বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, ইসলাম ধর্ম, খৃষ্ট ধর্মের দায়িত্বশীল কর্মকর্তারা মিলিত হয়ে মংগল প্রার্থনার ঘন্টায় আঘাত করে সম্মিলিতভাবে দেশের শান্তি ও জনগণের সুখ ও সমৃদ্ধির জন্য শুভ কামনা করেছেন।

জাতীয় ধর্ম ব্যুরোর বৈদেশিক বিষয়ক বিভাগের উপ-পরিচালক, চীনের ধর্মীয় সংস্কৃতির বিনিময় সমিতির উপ সচিব চাও চিয়ান চেং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, যদিও পাঁচটি ধর্মের বিশ্বাশ ভিন্ন, কিন্তু 'সম্প্রীতি' এ ধারণার প্রতি অব্যাহত অন্বেষণ হচ্ছে পাঁচটি ধর্মের সংস্কৃতিকে অস্থায়ী প্রসঙ্গ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040