Web bengali.cri.cn   
ভিডিও মাধ্যমে চীনাদের ভারতের নৃত্যগীত সম্পর্কিত ইন্টারনেট প্রতিযোগিতা
  2011-01-05 13:35:22  cri

২০১০ সাল ছিল চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী। এর ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের একটি অংশ হিসেবে চীন আন্তর্জাতিক বেতার উদ্যোগে চীন-ভারত মৈত্রী সমিতি এবং চীনে ভারতের দূতাবাসের সহায়তায় 'চীনাদের ভারতের নৃত্যগীত পরিবেশনের ইন্টারনেট প্রতিযোগিতা' ২০১০ সালের ২৯ ডিসেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে।

এবারের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পেইচিংয়ে অবস্থিত ভারতের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীন আন্তর্জাতিক বেতারের উপ-সম্পাদক মা বো হুই, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা ছেন ফোং, চীনে ভারতের দূতাবাসের রাজনৈতিক ও সাংস্কৃতিক কাউন্সিলার অরুন কুমার সাহু এবং চীন-ভারত মৈত্রী সমিতির ভাইস-সচিব লুয়ান ইয়ু থাও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

এবারের প্রতিযোগিতা আয়োজনের কারণ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের উপ-সম্পাদক মা বো হুই বলেন,

'চলতি বছর হলো চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২০০৯ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সম্মিলিতভাবে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উদযাপনের ধারাবাহিক কার্যক্রম আয়োজনের প্রস্তাব দেন। সদ্য-সমাপ্ত ভারত সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণীয় অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠককালে তাঁরা অব্যাহতভাবে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। এবারের প্রতিযোগিতা চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের একটি অংশ। প্রতিযোগিতাটি যারা ভারতের সংস্কৃতি পছন্দ করেন তাদেরকে যার যার নৈপুণ্য প্রদর্শনের একটি মঞ্চ যোগানো ছাড়াও, চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করার জন্য চীনের তথ্যমাধ্যমের একটি কার্যকর প্রচেষ্টা।

'চীনাদের ভারতীয় নৃত্যগীত সম্পর্কিত ইন্টারনেট প্রতিযোগিতা' ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং তা চীনের ব্যাপক নেট ব্যবহারকারীর সক্রিয় প্রতিক্রিয়া পেয়েছে। মাসব্যাপী তালিকাভূক্তির কাজ করার সময় প্রতিযোগিতায় অংশ নেয়া জন্য মোট তিন'শটিরও বেশি ভিডিও কর্ম পাওয়া যায়। এবারের প্রতিযোগিতার ভোটদান দেশি-বিদেশী নেট ব্যবহারকারীদের ব্যাপক সমর্থন পেয়েছে। এবারের প্রতিযোগিতার উদ্যোক্তাদের একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিয়ান হোং চিয়াং বলেন,

সাংগঠনিক কমিটির প্রাথমিক পর্যালোচনার পর ২০ জন প্রতিযোগীকে ইন্টারনেটে ভোটদানের জন্য অন্তর্ভূক্ত করা হয়। ১৭ ডিসেম্বর থেকে চীন আন্তর্জাতিক বেতারের সি আর আই অন লাইন ওয়েব-সাইটের চীনা ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা ও বাংলা ভাষার ওয়েব-সাইটে একই সাথে ভোটদানের তত্পরতা শুরু হয়। ২৪ ডিসেম্বর পর্যন্ত চীন, ভারত ও বাংলাসহ বিভিন্ন দেশের মোট ১১ লাখ পার্সন-টাইমস নেট ব্যবহারকারী ভোটদানে অংশ নিয়েছেন। এদের মধ্যে ভারত ও বাংলাদেশসহ বিদেশের নেট ব্যবহারকারীদের সংখ্যা ৭.৮ লাখ পার্সন-টাইমস।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হলেন ৬৭ বছরের এবং সবচেয়ে কম বয়স ছিল মাত্র ৮ বছর। ইন্টারনেটের ফলাফল ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবারের প্রতিযোগিতায় একজন প্রথম পুরস্কার, দু'জন দ্বিতীয় পুরস্কার, তিনজন তৃতীয় পুরস্কার এবং একজন বিশেষ পুরস্কার, উত্তম পরিবেশনা পুরস্কার ও সবচেয়ে জনপ্রিয় পুরস্কার।

৬৭ বছর বয়সী তেং সিয়াও লান বিশেষ পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আবেগের সঙ্গে বলেন,

আমার ভেতর এখনও হৃত্স্পন্দন হচ্ছে। কানে পোঁ পোঁ শব্দ হচ্ছে। আমার জন্য অনেক আশ্চর্য। খুব খুশি। কারণ আমার প্রতিযোগিতায় অংশ নেয়ার লক্ষ্য পুরস্কার পাবো সে জন্য নয়। আমি জানি, আমার চেয়ে আরো তরুণ ও ভালো প্রতিযোগিদের সংখ্যা অনেক বেশি। আমার অংশ নেয়ার উদ্দেশ্য হলো আমার স্বপ্ন পূরণ করা। আমি দশ বছর বয়স থেকে ভারতের নৃত্যগীত পছন্দ করতে শুরু করি। তখন চীনে ভারতের চলচ্চিত্র অনেক জনপ্রিয়। যেমন, 'ক্যারাভান' ও 'ভ্যাগাবন্ড'সহ অনেক ভারতের চলচ্চিত্রের সঙ্গীত অনেক জনপ্রিয়। যদিও আমার বয়স বেড়েছে, তারপরও আমার জীবনে কোন দু:খ না রাখার জন্য আমি সাহসিকতার সাথে প্রতিযোগিতায় অংশ নিয়েছি।

গত শতাব্দীর ৮০'দশকে ভারতের চলচ্চিত্র চীনে প্রচলিত ছিলো। চলচ্চিত্রের মাধ্যমে ভারতের নৃত্যগীত গভীরভাবে চীনাদের মন জয় করেছে। তেং সিয়াও লানের মতো ভারতের নৃত্যগীতও অনেক চীনা যুগের স্মৃতি। চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে আরো বেশি চীনা ভারতের নাচ শিখছেন এবং ভারতের সংস্কৃতি অনুধাবন করছেন। চীন ও ভারতের মৈত্রী সমিতির উপ-সচিব লুয়ান ইয়ু থাও আশা করেন, এবারের প্রতিযোগিতা ভারতের সংস্কৃতির প্রতি চীনা জনগণের আগ্রহকে আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন,

আমি আশা করি, এবারের প্রতিযোগিতা চীনা জনগণের মধ্যে ভারতের নৃত্যগীত জনপ্রিয় করে তোলার সঙ্গে সঙ্গে ভারতের সংস্কৃতি ও শিল্পের প্রতি চীনা জনগণের আগ্রহ ও উত্সাহ বেশ বাড়বে। বাস্তবসম্মত উপায়ে চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারিত হবে, দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা বাড়াবে এবং বেসরকারী মৈত্রী প্রশিক্ষণ বিনিময় হবে।

'চীনাদের ভারতের নৃত্যগীত সম্পর্কিত ইন্টারনেট প্রতিযোগিতা' এখন শেষ হয়েছে। কিন্তু তার মাধ্যমে ভারতের নৃত্যগীত ও সংস্কৃতির প্রতি আরো বেশি লোকের আগ্রহ সৃষ্টি হয়েছে। চীনে ভারত দূতাবাসের কর্মকর্তা অরুন কুমার সাহু বলেন, তিনি আশা করেন, চীন ও ভারতের মৈত্রী বাড়ানোর জন্য এমন ধরণের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম অব্যাহত রাখা হবে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040