Web bengali.cri.cn   
প্রাচীণ সভ্যতার দু'টি দেশের ২০১০
  2010-12-29 15:47:50  cri

 

বন্ধুরা, ২০১০ সাল ছিল চীন ও ইতালির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ দু'টি দেশের ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও কর্মীদের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এ বছর দু'দেশের সম্পর্কের উন্নয়ন এক অভূতপূর্ব সুযোগের সৃষ্টি করেছে। পূর্ব ও পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রাচীণ সভ্যতার দু'টি বড় দেশ হিসেবে চীন ও ইতালির ব্যাপক কৌশলগত অংশীদারি সম্পর্কের অব্যাহতভাবে ফলপ্রসূ হচ্ছে। এ বছরের শেষ দিকে আমরা একসাথে চীন ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে অর্জিত অস্বাভাবিক সাফল্য নিয়ে পর্যালোচনা করবো।

চীনা প্রধানমন্ত্রী: "২০১৫ সালে চীন ও ইতালির বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়াবে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে। এ ব্যাপারে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবো"।

ইতালির প্রধানমন্ত্রী: " দু'পক্ষের বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়াবে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরে আমাদের আরও যৌথ প্রচেষ্টা চালানো দরকার"।

বন্ধুরা আপনারা মাত্র শুনলেন যে এ বছরের ৭ অক্টোবরে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি চীন ও ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন লক্ষ্য সম্পর্কে দেয়া ঘোষণা। এক অসম্পূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৪ সালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রথমবারের মত ইতালি সফরকালে নির্ধারিত যে লক্ষ্যটি ইতোমধ্যেই নির্দিষ্ট সময়ের আগে বাস্তবায়িত হয়েছে। এ বছর অক্টোবরে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পুনরায় ইতালি সফরকালে সে সম্পর্কে বলেন

"২০০৪ সালে আমার প্রথম ইতালি সফরকালে চীন ও ইতালির বাণিজ্যের মোট পরিমাণ ছিল ১০ বিলিয়ন মার্কিন ডলার। যখন প্রধানমন্ত্রী বার্লুস্কোনির সাথে ২০১০ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে মনে করছি। এখন দেখি, আমাদের এ লক্ষ্যটি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এবারের বৈঠককালে আমরা আরেকটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছি, তা হলো ২০১৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়াবে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে আসা।

বর্তমানে ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে চীনের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং তৃতীয় প্রযুক্তি আমদানিকারী দেশ। চীনে ইতালির পুঁজি বিনিয়োগের মোট পরিমাণ ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে ৬ হাজার খাত। ইতালিতে চীনা শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগের পরিমাণ বিদেশে চীনের সব পুঁজি বিনিয়োগের মোট পরিমাণের মধ্যে শুধুমাত্র একটি ছোট অংশ। সুতরাং, চীন ও ইতালির আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়নে আরও বিরাট সুপ্ত শক্তি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক উন্নয়নে দু'দেশের প্রধানমন্ত্রীদের আস্থা দু'পক্ষের অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া আর্থ-বাণিজ্যিক বিনিময় থেকে এসেছে।

২০১৫ সালের মে মাসের শেষ দিকে ইতালির শ্রম ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী মাউরিজিও সাকোনির নেতৃত্বাধীন ৬ শ'রও বেশি ইতালির শিল্পপতিকে নিয়ে গঠিত একটি আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল চীনে ব্যবসায়িক সুযোগ খুঁজে বের করার জন্য সফরে আসে। আগের চেয়ে এবারে ভিন্নতর বিষয় হলো এবারের সফরে ইতালির প্রতিনিধি দলের দৃষ্টি দিয়েছে চীনের পশ্চিমাঞ্চলের ছুং ছিং কেন্দ্র-শাসিত মহানগর। এ প্রতিনিধি দলের সদস্য এবং ইতালির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অ্যাদোলফ্ উর্সো বলেন:

"এটি হচ্ছে ইতালির প্রথমবারের মত তার দৃষ্টি চীনের পশ্চিমাঞ্চলে রেখে দেয়া। ছুং ছিং-এর উন্নয়নের গতি প্রায় চীনের মাথাপিছু মানের দু'গুণেরও বেশি। সুতরাং, ছুং ছিংয়ে আসলে ইতালি ও ইউরোপের কিছু শিল্পপ্রতিষ্ঠানের জন্য এটি একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে আমাদের আরও গতিশীলতা পরিদর্শন করা দরকার"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040