বিশ্বের সবচেয়ে বড় পর্যটন জাহাজ ' সমুদ্রের সৌন্দর্য্য'
'সমুদ্রের সৌন্দর্য্য' বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দৃষ্টি নন্দন জাহাজ হিসেবে তার জাহাজ বহর সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এ জাহাজটির খেলাধুলার ব্যবস্থা, বিশ্বের সুস্বাদু খাবারের ক্যান্টিন, বেশ বড় শপিং মলসহ নানা ধরনের ব্যবস্থাপনা সারা বিশ্বে অতুলনীয়। এছাড়াও, এ জাহাজটির 'কমিউনিটি'র ধারণায় তৈরি কেন্দ্রীয় পার্ক, বিনোদন পার্ক, প্রসস্থ সড়ক এবং শারীরিক কেন্দ্রসহ সাতটি থিম এলাকা রয়েছে। যাতে তা পর্যটকদের বিভিন্ন রকমের চাহিদা মেটানো পারে। খবরে জানা গেছে, এ জাহাজটি ডিসেম্বর থেকে চালু হয়েছে। তাহলে বন্ধুরা, আমার সঙ্গে আসুন, দেখা যাক এ জাহাজে কী কী আছে আপনাদের জন্য।

সমুদ্রের সৌন্দর্য্য
1 2 3 4 5