সবচেয়ে খাটো মানুষ
সম্প্রতি ইন্টারনেট সূত্রে জানা গেছে, কলম্বিয়ার একজন ২৪ বছর বয়সের পুরুষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে খাটো মানুষে পরিণত হয়েছেন। তাঁর নাম হলো এডওয়ার্ড নিনো হেরনান্দেজ। তাঁর দৈহিক উচ্চতা মাত্র ৭০ সেনটিমিটার।
জানা গেছে, যখন তিনি জন্ম নেন, তখন তাঁর ওজন ছিল মাত্র দের কেজি এবং দৈহিক উচ্চতা ৩৮ সেনটিমিটার। দু'বছর পর আর তিনি বড় হলেন না। তাঁর বাবা মা জানান, কলম্বিয়ার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় এক সময় তিন বছর বয়সের হেরনান্দেজকে নিয়ে গবেষণা করেছিল। তবে চিকিত্সাবিদ্যার দিক থেকে কোন কারণ না খুজে বের করায় আবার তাঁকে নিয়ে আর গবেষণা হয় নি। তবে হেরনান্দেজ বলেন, তাঁর দৈহিক উচ্চতা নিয়ে তিনি কখনও দুঃখ পাননি। বিশেষ মানুষ হিসেবে তিনি খুবই গর্বিত। তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এবং পর্যটন করতে খুব পছন্দ করেন। এমন কি, তিনি একজন বান্ধবি খুঁজে পেয়েছেন, তারনাম ফ্যানি । তাঁর বয়স ১৮ বছর এবং তাঁর দৈহিক উচ্চতা ১৫০ সেনটিমিটার।

এডওয়ার্ড নিনো হেরনান্দেজ
1 2 3 4 5