|
বন্ধুরা, অনেক অনেক দিন আগে একজন মনস্তত্ত্ববিদ একটি বিশেষ ধরণের পরীক্ষা চালিয়েছেন। তিনি কয়েকজন মানুষকে তিনটি গ্রুপে ভাগ করে ১০ কিলোমিটার দূরের তিনটি গ্রামে যাওয়ার জন্য নির্দেশ দিলেন।
প্রথম গ্রুপের কেউই যেখানে যাচ্ছেন সেই গ্রামের নাম এবং তা কত দূর সেসব কিছুই না জেনে তাদের সেখানে যেতে হবে। তারা শুধু জানেন যে, একজন পথ পরিদর্শক তাদের সাথে যাবেন। তাদের অবস্থা কী হয়েছে জানেন ? শুধুমাত্র ৩ কিলোমিটার পথ হেঁটেই এ গ্রুপের অনেকের ক্লান্তি এসে যায় বলে তারা তাদের অসন্তুষ্টির কথা এভাবে বললেন ' কেন ঐ গ্রামে যাবো আর এভাবে পথ চললে কখন পৌঁছাবো'। এ অবস্থার প্রেক্ষাপটে অনেকেই তাদের পথ চলার আগ্রহ হারিয়ে ফেলে। আর একটুও সামনে যাওয়ার আগ্রহ নেই। তাঁদের খুবই খারাপ লাগছিল।
দ্বিতীয় গ্রুপের লোকজন যারা যাচ্ছেন, তাঁরা ঐ গ্রামের নাম এবং নির্দিষ্ট দূরত্ব সব কিছুই আগে জেনে গেছেন। তবে যাওয়ার পথে মাইল ফলক নেই। সুতরাং, তাঁরা শুধু নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী পথ চলতে থাকেন। অর্ধেক পথ যাওয়ার পর অনেকেই জানতে চান যে, তাঁরা কত দূরে চলে এসেছেন। এর মধ্যে কেউ কেউ আছেন যাদের খুব বেশি অভিজ্ঞতা রয়েছে তারা উত্তরে বলেছেন যে, ' আমি মনে করি, এখন আমরা অর্ধেক পথে চালিয়েছি'। এ কথা শুনে সবাই আবারও সাহস পেয়ে অব্যাহতভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। মোট দূরত্বের ৩ চতুর্থাংশ যাওয়ার পর সবার মনোভাব আবারও খুবই দূর্বল হয়ে পড়ে এবং তাদের অনেকেরই ক্লান্তি এসে যায়। এ সময় একজন বললো ' বন্ধুরা, আমরা শীঘ্রই গ্রামে পৌঁছাতে পারবো'। এ কথা শুনে সবাই সাহস পেয়ে আবারও সামনে এগিয়ে যেতে শুরু করেন।
তৃতীয় গ্রুপের লোকজন যারা , তাঁরা গ্রামের নাম ও দূরত্বের কথাসহ সব কিছুই জেনেছেন। যাওয়ার পথে প্রত্যেকেই মাইল ফলক দেখে স্পষ্টভাবে জানতে পেরেছেন যে, তাঁরা কত দূরে চলে এসেছেন। এভাবেই এক কিলোগ্রাম দূরের ব্যবধান পার হলে তাঁরা বেশ আনন্দ পান। এক সাথে যাওয়ার পথে সবাই মিলে একসাথে গান গেয়েছেন এবং কথাবার্তা বলেছেন। এভাবে চলায় তাদের একটুও ক্লান্তি আসেনি বলে তাঁরা দ্রুতভাবেই গ্রামে পৌঁছে যান।
বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কী শিখেছেন? আমরা বুঝতে পেরেছি যে, আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারিত হলে আর সিদ্ধান্ত সঠিক হলে বিভিন্ন রকমের ঝামেলা ও সংকট মোকাবিলার আস্থা বাড়াতে সক্ষম হবো।–ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |