Web bengali.cri.cn   
অস্কার পুরস্কারের উত্স্য
  2010-11-03 17:44:27  cri

১৯২৭ সালের ৪ জানুয়ারী হলিউডের একজন বিখ্যাত চলচ্চিত্র স্টুডিওর ব্যবস্থাপক লুইস মেয়ার একটি প্রস্তাব দেন যে , হলিউডের সকল অভিনেতা ও নির্মাতাকে সংগঠিত করে একটি বিশেষ দল গঠন করা হবে। এ প্রস্তাবে হলিউডের প্রতিনিধিত্বকারী সবাই রাজি হয়ে যায়। এর এক সপ্তাহ পর মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র মহলের ৩৬জন ক্ষমতাবান মানুষ একসাথে মিলে লুইস মেয়ারের প্রস্তাব গ্রহণে একমত হন। এভাবেই মার্কিন চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।

এর শুরুর দিকে মার্কিন চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান কলেজকে শুধুমাত্র একটি কাঠামো বলে মনে করা হতো। কারণ তার তত বেশি ক্ষমতা বা শক্তি ছিল না। এমন কি এ সংস্থার ভেঙে যাওয়ার সম্ভাবনাও ছিল। এ কঠিন অবস্থার প্রেক্ষাপটে আবার লুইস মেয়ার আবারও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে চলচ্চিত্রের সাফল্যের পুরস্কার দেয়ার প্রস্তাব দেন। এ প্রস্তাবে আবারও সকলে সম্মতি দেন। ১৯২৯ সালের ১৬ মে মার্কিন চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান কলেজের প্রথম পুরস্কার প্রদান অনুষ্ঠান হলিউডের রুজভেল্ট হোটেলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ থেকে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্ব চলচ্চিত্র কর্মীদের এক গুরুত্বপূর্ণ উত্সবে পরিণত হয়।

একাডেমী এওয়ার্ড হচ্ছে অস্কারের আরেকটি নাম। যা প্রত্যেক বছর মার্কিন চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান কলেজের উগ্যোগে প্রদান করা হয়। এর লক্ষ্য হচ্ছে চমত্কার চলচ্চিত্র তৈরী ও উন্নয়নে উত্সাহ দেয়া। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন মহলের একটি গুরুত্বপূর্ণ পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার বলে মনে করা হয়। ১৯২৭ সালের ৪ মে মার্কিন চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান কলেজ গড়ে তোলার বিষয়টি ভোজ সভায় অংশগ্রহণকারীদের উদ্যোগে গৃহীত হয়।

আসলে অস্কার পুরস্কারের নাম দেয়া সম্পর্কে একটি মজার গল্প রয়েছে। কারণ এর শুরুর দিকে সবাই এর নাম কী হবে তা নিয়ে চিন্তা করতেন। হঠাত্ একদিনে সাংগঠনিক কমিটির একজন কর্মী একটি ছবি দেখে বললেন ' ছবির মানুষটিকে কেন আমার মামা অস্কারের মতো মনে হয়?' কথা শুনে দরজার বাইরের সংবাদদাতা মনে করলেন অস্কার হলো এ পুরস্কারের নাম। এভাবেই অস্কার পুরস্কার সবার মুখে ধীরে ধীরে ছড়িয়ে যায়। সুতরাং, সাংগঠনিক কমিটিও এ নাম গ্রহণ করে প্রচার করতে শুরু করে। বর্তমানে অস্কার পুরস্কার সবার মুখে মুখে। তবে একাডেমী এওয়ার্ড এ নামটি খুব কম লোকই জানেন। আচ্ছা বন্ধুরা, এখন আমার সহকর্মী ওয়াং হাইমান ও লি ওয়ান লু আপনাদের শুনাবেন অস্কার পুরস্কারপ্রাপ্ত সে সব বিখ্যাত গান, যা আপনাদের ভাললাগবে বলে আমাদের বিশ্বাস। আসন তাহলে শোনা যাক গানগুলো। ---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040