Web bengali.cri.cn   
সিন চিয়াংয়ে পশ্চিম চীনের ক্লাসিক্যাল ভাষা বিষয়ক শীর্ষ ফোরাম
  2010-10-27 14:27:57  cri
বেশ কয়েকটি দেশের ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পন্ডিতগণ সম্প্রতি সিন চিয়াং উহগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপানে অনুষ্ঠিত পশ্চিমাঞ্চলের ক্লাসিক্যাল ভাষা ও তার বিভিন্ন দিক সম্পর্কিত শীর্ষ ফোরামে অংশ নিয়েছেন। তাঁরা তুরপান অঞ্চলে খোদাই করা হান ভাষা নয় এমন ধরণের দলিলপত্র নিয়ে মত বিনিময় ও গবেষণা করেছেন।

সিন চিয়াংয়ের তুরপান অঞ্চল একসময় পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে অন্যতম ছিল। এখানকার ইতিহাস সুদীর্ঘ এবং বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে এখানে। পুরাকীর্তি নিদর্শনের আবিষ্কার থেকে দেখা গেছে, তুরপানের ইতিহাসে মোট ২৪টি ভাষা এবং ১৮টি শব্দ ব্যবহার হতো। এখানে খোদাই করা হান ভাষা নয় এমন ধরণের সাধনপত্র ভাষা বিজ্ঞানের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্যোক্তরা আশা করেন, এবারের শীর্ষ ফোরামের মাধ্যমে দেশি-বিদেশী বিশেষজ্ঞগণ গভীরভাবে এসব ক্লাসিক্যাল ভাষা বিশ্লেষণ করবেন এবং আরো ভালোভাবে মানবজাতির অভিন্ন সাংস্কৃতিক মূল্যবান রত্ন সংরক্ষণের ব্যবস্থা নেবেন। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040