Web bengali.cri.cn   
ভারতে চীনামাটির প্রদর্শনী অনুষ্ঠিত
  2010-10-27 14:24:09  cri

"চীন উত্সব" নামে চীনা মাটির একটি প্রদর্শনী ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ২৬ অক্টোবর রাতে ভারতের নয়াদিল্লীর জাতীয় আর্ট গ্যালারীতে শুরু হয়েছে। চীনা মাটির উত্পত্তিস্থান, অর্থাত্ চিং তে জেলার চমত্কার চীনা মাটির পণ্য ভারতের বিভিন্ন মহলের দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে।

ভারতে চীনা রাষ্ট্রদূত চাং ইয়েন বলেন, তিনি আশা করেন, চীনা মাটির পণ্যের এ প্রদর্শনীসহ "চীন উত্সবের" ধারাবাহিক সাংস্কৃতিক তত্পরতার মাধ্যশে দু'দেশের সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময় আরো জোরদার হবে।

ভারতের একজন শিল্পী প্রদর্শনী দেখার পর বলেন, প্রদর্শনীর সব চীনা মাটির জিনিসপত্র অত্যন্ত চমত্কার। এতে আধুনিক শিল্পের সঙ্গে চীনের চীনা মাটির শিল্পের সংমিশ্রণ রয়েছে।

চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে ভারতের বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় কমিটি এবং চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে "চীন উত্সবের" এ ধারাবাহিক সাংস্কৃতিক তত্পরতা আয়োজিত হয়।

(লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040