|
ভারতে চীনা রাষ্ট্রদূত চাং ইয়েন বলেন, তিনি আশা করেন, চীনা মাটির পণ্যের এ প্রদর্শনীসহ "চীন উত্সবের" ধারাবাহিক সাংস্কৃতিক তত্পরতার মাধ্যশে দু'দেশের সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময় আরো জোরদার হবে।
ভারতের একজন শিল্পী প্রদর্শনী দেখার পর বলেন, প্রদর্শনীর সব চীনা মাটির জিনিসপত্র অত্যন্ত চমত্কার। এতে আধুনিক শিল্পের সঙ্গে চীনের চীনা মাটির শিল্পের সংমিশ্রণ রয়েছে।
চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে ভারতের বৈদেশিক সাংস্কৃতিক বিনিময় কমিটি এবং চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে "চীন উত্সবের" এ ধারাবাহিক সাংস্কৃতিক তত্পরতা আয়োজিত হয়।
(লিলি)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |