|
চিয়া ছিং লিন বলেছেন, চীন সামাজিক সাম্য ত্বরান্বিতকরণে ধর্মের ইতিবাচক ভূমিকা পালনের ওপর বেশ গুরুত্ব আরোপ করে।
সামাজিক সাম্য ত্বরান্বিতকরণে ধর্মের ইতিবাচক ভূমিকা পালনের ওপরও চীন গুরুত্ব আরোপ করে। ১৪ অক্টোবর চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন এ কথা জানান।
এদিন পেইচিংয়ে মুসলিম বিশ্ব লীগ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে চিয়াং ছিং লিন বলেন, চীন সবসময় ইসলামি দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বেশ গুরুত্ব আরোপ করে। তিনি বিশেষ করে চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অবস্থা অবহিত করেন। তিনি বলেন, সিন চিয়াং ইতোমধ্যেই অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নয়নের যুগে চলে এসেছে। --ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |