|
মানব জাতির উন্নয়নের ইতিহাসে সংস্কৃতি অপরিহার্য ভূমিকা পালন করেছে। সংস্কৃতি হচ্ছে মানব জাতি ও শহরের উন্নয়নের প্রতিফলন। ফোরামে জাতিসংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর উপমহাসচিব হ্যান্স ড ওরভিলে বলেন, অনেক সময় সংস্কৃতি মানবজাতির কেন্দ্র , সংস্কৃতি মানবজাতি উন্নয়নের ধারাবাহিকতা বহন করে। তিনি আরো বলেন, সংস্কৃতি মানবজাতির কেন্দ্র এবং মানবজাতির উদ্ভাবন ও সংস্কারের ভিত্তি । সংস্কৃতি মানবজাতির ধারাবাহিকতা বহন করে এসেছে।
মানবজাতির সংস্কৃতির বহুমুখীনতা রয়েছে। ফোরামে বিভিন্ন সংস্কৃতির বিনিময় নিয়ে আলোচনা করা হয়েছে। কেনিয়ার নাইরোবী শহরের মেয়র জেফ্রি ম্যাজিওয়া বলেন, আমরা নিজ দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করার পাশাপাশি বন্ধুদেশের সংস্কৃতি জানতে আগ্রহী । আমাদের অন্য দেশের সংস্কৃতি শিখতে হবে।
চীনের হংকং বিশেষ প্রশাসন অঞ্চল হল বিভিন্ন সংস্কৃতি টিকে থাকা ও পরস্পরকে আকর্ষণের দৃষ্টান্ত বলা যায়। হংকং বেসামরিক প্রশাসন ব্যুরোর প্রধান চেন ছেন তে ফোরামে বলেন , হংকংয়ে এশিয়ার সবচেয়ে বেশি জাতির মানুষের বসবাস । তারা হংকংয়ের জন্য নতুন তথ্য ও ধারণা নিয়ে আসার পাশাপাশি হংকংয়ে একাধিক সংস্কৃতির সমন্বয়ে অবদান রেখেছেন। এ ধরনের সাংস্কৃতিক সমন্বয় হংকংয়ের সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়ন তরান্বিত করেছে।
শাংহাই বিশ্বমেলাও বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির একটি মহা সম্মিলনী। ১৮৪দিন স্থায়ী এ শাংহাই বিশ্বমেলায় আট শ'রও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিশ্বের পাঁচটি মহাদেশের শিল্পীরা মেলায় বৈশিষ্ট্যময় অভিনয় করবেন। শাংহাই বিশ্বমেলা বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ের একটি মহামঞ্চে পরিণত হয়েছে। এসব সাংস্কৃতিক বিনিময় বিশ্বমেলাকে আরো সমৃদ্ধ করে তুলেছে।
শাংহাই বিশ্বমেলায় প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতি দর্শকদের দৃষ্টি আকড়ে ধরে। আয়ারল্যান্ডের প্রদর্শনী ভবনে শিল্পীরা প্রতি দিন দর্শকদের জন্য আয়ারল্যান্ডের ঐতিহ্যিক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আয়ারল্যান্ডের বেহালাবাদক ফিনবার কনডন ইংলিশ বলেন, আমি মঞ্চে বেহালা বাজানোর সময় আনন্দ বোধ করি, কারণ আমি জানি আমি চীনা জনগণের জন্য আয়ারল্যান্ডের বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি প্রদর্শন করছি , তাই আমাকে সবচেয়ে শ্রুতিমধুর সুর বাজাতে হবে ।
শাংহাই বিশ্বমেলা বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ের জন্য সুবর্ণসুযোগ সৃষ্টি করেছে। মানুষই বিভিন্ন সংস্কৃতি প্রচার ও উত্তরাধিকারের প্রধান বাহক। শহরে বিভিন্ন সংস্কৃতির বিনিময় আসলে বিভিন্ন দেশের মানুষের বন্ধত্বপূর্ণ বিনিময় ও যোগাযোগ। শাংহাই বিশ্বমেলায় মঞ্চের শিল্পী ও দর্শক উভয়ই নিজ দেশের সংস্কৃতি প্রচার করছেন। শাংহাই বিশ্বমেলায় চীনের সংস্কৃতি প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শাংহাই বিশ্বমেলার কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌ হান মিন ফোরামে বলেছেন, শাংহাই বিশ্বমেলা চীনের সংস্কৃতি প্রচারের একটি ভালো সুযোগ । আমার মতে এ বিশ্বমেলার সবচেয়ে ভালো তৈজসপত্র হলো মানসম্পন্ন চীনা মানুষ। তিনি আরো বলেন, শাংহাই বিশ্বমেলা চীনা জাতির বিশ্বের কাছে নিজের সংস্কৃতি প্রচারের একটি সুবর্ণসুযোগ। চীনের ইতিহাস সুদীর্ঘ, চীন এক শান্তিকামী, ন্যায়পরায়ন ও উন্নয়নপ্রয়াসী দেশ। কিন্তু শাংহাই বিশ্বমেলায় চীনের সংস্কৃতির পুরোটারই প্রতিফলন ঘটানো সম্ভব নয়। শাংহাই মহানগরই হল শাংহাই বিশ্বমেলার বৃহত্তম প্রদর্শনী ভবন, এ প্রদর্শনী ভবনের সবচেয়ে ভালো তৈজসপত্র হল সুশৃঙ্খল ও ভদ্র-নম্র চীনা মানুষ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |