|
ডাক্তার কোটনিসকে 'ভারতের বেথিউন' বলে পরিচিত চীনাদের কাছে। জাপানের বিরুদ্ধে চীনাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে কঠিন সময়ে ডাক্তার কোটনিস সেই ভারত থেকে চীনে আসেন এবং চীনাদের সঙ্গে যুদ্ধ করেন। তিনি চীনের মুক্তিযুদ্ধের জন্য নিজের জীবনও বিসর্জন দেন। তার নাম চীন ও ভারতের মধ্যে একটি মৈত্রী সেঁতুতে পরিণত হয়েছে। তার কারণে চীন ও ভারতের জনগণের মৈত্রী ও উপলব্ধি আরো গভীর হয়েছে। ৮ অক্টোবর আয়োজিত এ স্মরণ সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টি (মাক্সবাদী)'র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য সিতারাম ইয়েচুরি ডাক্তার কোটনিসের জীবনের ওপর আলোচনা করেন। তিনি বলেন, এ বিশেষ দিনে ডাক্তার কোটনিসের মহাচেতনা আবার পর্যালোচনা করতে হবে। তাঁর ভাষায়:
(রি ১)
"আজ একটি বিশেষ দিন। আমরা এখানে আড়ম্বরের সঙ্গে ডাক্তার কোটনিসের জন্ম শতবার্ষিকী পালন করছি। ভারতীয়দের চোখে ডাক্তার কোটনিস সারা জীবন মানবতার জন্য কাজ করা এক প্রতীক। আমাদের উচিত তার আত্মবিসর্জন চেতনাকে চিরদিনের জন্য স্মরণে রাখা।"
চীনের শান্তি ও নিরস্ত্রীকরণ সংস্থা এবার একটি প্রতিনিধি দল পাঠিয়ে স্মরণ সম্মেলনে অংশ নেয়। প্রতিনিধি দলের প্রধান মাও রু বো সম্মেলনে বলেন, চীনা জনগণ চিরদিন ডাক্তার কোটনিসকে মনে রাখবে। তিনি বলেন:
(রি ২)
"কয়েক দশক ধরে ডাক্তার কোটনিসের নাম চীনাদের মধ্যে অত্যন্ত পরিচিত। তার মহা ভাবমূর্তি ও চীনা জনগণের জন্য তার আত্মবিসর্জন চীনা জনগণের মনে গভীর দাগ কেটেছে। ডাক্তার কোটনিস ভারতীয় জনগণের অত্যন্ত ভালো সন্তান। তিনিও চীনা জনগণের মহাবন্ধু। চীনা জনগণ চীনের মুক্তি ও উন্নয়নের জন্য অবদান রাখা সব বিদেশি বন্ধুদের মনে রাখবে।"
এদিনের সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির সম্পাদক অমরজিত কাউর চীনের প্রতিনিধি দলের প্রধান মাও রু বো'র বক্তব্যের প্রশংসা করেন। তাঁর মতে, কোটনিস ইতোমধ্যেই ভারত ও চীনের মৈত্রীর এক প্রতীকে পরিণত হয়েছেন। তিনি বলেন: (রি ৩)
"ডাক্তার কোটনিস ও তাঁর নেতৃত্বাধীন চিকিত্সক দল হলো ভারত ও চীনের মৈত্রীর প্রতীক। চীনা জনগণ আন্তরিকভাবে তাঁকে স্মরণ করে। ভারতের জনগণ তাকে শান্তি ও আন্তর্জাতিক মৈত্রীর প্রতীক হিসেবেও দেখে। আজ আমরা একসাথে এখানে এ মহাবীরের জন্ম শতবার্ষিকী পালন করছি। আমরা আবার গভীরভাবে উপলব্ধি করছি যে, ভারত ও চীনের মৈত্রী চিরদিন থাকবে।"
যেদিন এ সম্মেলনের আয়োজন করা হয় সেদিন ছিল চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীও। চীনের প্রতিনিধি দলের প্রধান মাও রু বো সম্মেলনে বলেন, এ বিশেষ ও গুরুত্বপূর্ণ সময়পর্বে দু'দেশের যৌথভাবে ডাক্তার কোটনিসকে স্মরণ করা খুব তাত্পর্যপূর্ণ। তিনি বলেন:
(রি ৪)
"ডাক্তার কোটনিসের চেতনা যেন একটি মাইলফলকের মত। তা চিরদিন চীন ও ভারতের জনগণকে উত্সাহ দেবে এবং চীন-ভারত সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে। আজ যে আমরা আন্তরিকভাবে এখানে ডাক্তার কোটনিসের জন্ম বার্ষিকী পালন করছি, তা এ মহাবীরের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য; এবং চীন-ভারত ঐতিহ্যিবাহী মৈত্রী সম্প্রসারণ করা, দু'দেশের জনগণের পারস্পরিক সমর্থন ও সাহায্য ত্বরান্বিত করা এবং চীন-ভারত মৈত্রী আরো সুসংহত করার জন্য।"
ভারত নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং ইয়ান সম্মেলনে বলেন, চীন ও ভারতের সম্পর্কের অতি দ্রুত উন্নয়ন হচ্ছে। তিনি বিশ্বাস করেন, উভয় দেশের জনগণের যৌথ প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত হবে। তিনি বলেন:
(রি ৫)
"চীন ও ভারত ইতোমধ্যেই বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের ভিত্তিতে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক সার্বিকভাবে উন্নয়নের সময়পর্বে প্রবেশ করেছে। কোটনিসের মতো আমাদেরও উচিত চীন ও ভারত উভয়ের জন্য কল্যাণ ত্বরান্বিত করার ক্ষেত্রে নতুন অবদান রাখা।" (শুয়েই ফেইফেই)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |