|
১৬তম এশিয়ান গেমস হচ্ছে সবচেয়ে বেশি প্রতিযোগিতার ইভেন্টসম্পন্ন একটি গেমস। পেইচিং অলিম্পিক গেমসের ২৮টি ইভেন্ট ছাড়া, এশিয়ান অঞ্চলের আরো ১৪টি বৈশিষ্ট্যসম্পন্ন ইভেন্টও যুক্ত করা হয়েছে। এর ফলে এশিয়ান গেমসের ব্যাপক আকর্ষণীয় শক্তি ও উপভোগের আনন্দ বাড়বে। এশিয়ার বিভিন্ন দেশ ও বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা আরো ব্যাপকভাবে এই মহা সম্মিলনীতে অংশ নিতে এবং তাকে উপভোগ করতে পারবেন। কুয়াং চৌ এশিয়ান গেমসের সাংগঠনিক কমিটির প্রচার বিভাগের কর্মকর্তা লুও চিং চুন একটি উদাহরণ দিয়ে বলেন, যদিও সেপাক তাকরো থাইল্যান্ডের একটি বৈশিষ্ট্যসম্পন্ন ইভেন্ট তরেতা পেইচিং অলিম্পিক গেমসের ইভেন্ট নয়, কিন্তু এটি হচ্ছে কুয়াং চৌ এশিয়ান গেমসের বিশেষ ইভেন্টের অন্যতম। এশিয়ার বৈশিষ্ট্যসম্পন্ন এসব প্রতিযোগিতার ইভেন্ট বাড়ানোর উদ্দেশ্য হলো এশিয়ার বহু মাত্রিকতাসম্পন্ন সংস্কৃতির প্রতিফলন ঘটানো। তিনি বলেন,
'সেপাক তাকরো' এবারের কুয়াং চৌ এশিয়ান গেমসের একটি বিশেষ প্রতিযোগিতার ইভেন্ট হিসেবে থাইল্যান্ডে অনেক জনপ্রিয়। এর আগে আমাদের সাংগঠনিক কমিটি সেপাক তাকরো এ ইভেন্টকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অনেক কাজ করেছে। ২০০৮ সালের জানুয়ারী মাসে আমাদের সাংগঠনিক কমিটি ও চীনের সেপাক তাকরো সমিতির যৌথ উদ্যোগে ১৬তম কুয়াং চৌ এশিয়ান গেমসের ইভেন্টটিকে জনপ্রিয় করে তোলার কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কুয়াং চৌ তৃতীয় নম্বর মাধ্যমিক স্কুলে সেপাক তাকরোর অনুশীলন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে শহরবাসী সেপাক তাকরোর সঙ্গে পরিচিত হওয়া ছাড়াও, দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে থাই সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন। আমি এবারের এশিয়ান গেমসে বিশেষ করে সেপাক তাকরো ইভেন্টে থাইল্যান্ডের খেলোয়াড়দের ভালো ফলাফল প্রত্যাশা করি।"
এশিয়ান গেমসের এশিয়ার বৈশিষ্ট্য তুলে ধরার জন্য কুয়াং চৌ এশিয়ান গেমসের সাংগঠনিক কমিটি ক্রীড়াকে প্লাটফর্ম এবং সংস্কৃতিকে সংযোগস্থল হিসেবে এশিয়ার সংস্কৃতিকে প্রদর্শন ও জনপ্রিয় করে তোলার ধারাবাহিক কর্মসূচীর আয়োজন করেছে। এশিয়ার অলিম্পিক কাউন্সিলের সহযোগিতায় সাংগঠনিক কমিটি এ গেমসের সহায়তাকারী ব্যবসায়ীদের গাড়িগুলো ব্যবহার করে পৃথক পৃথকভাবে "সামুদ্রিক রেশম পথ"ও "স্থল রেশম পথ" বরাবর করে এশিয়ার ৩৭টি দেশ ও অঞ্চল সফর করেছে। তা ছাড়া, কুয়াং চৌ এশিয়ান গেমসের সময় এশিয়ার সংস্কৃতি সমৃদ্ধ ধারবাহিক প্রদর্শনী ও পরিবেশনাও অনুষ্ঠিত হবে। লুও চিং চুন বলেন,
"এশিয়ান গেমসের সময় এশিয়ার কয়েকটি সাংস্কৃতিক দলের পরিবেশনা কুয়াং চৌতে অনুষ্ঠিত হবে।"
পুরোপুরিভাবে এশিয়ার সংস্কৃতি প্রদর্শন ছাড়াও, গেমস পরবর্তীকালে শহরের টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে এবারের এশিয়ান গেমসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এশিয়ান গেমস অনুষ্ঠানের স্টেডিয়াম, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের স্টেডিয়াম এবং এশিয়ান গেমসের শহরসহ প্রধান অবকাঠামোর ব্যবস্থাপনা, ডিজাইন ও নির্মাণে পুরোপুরিভাবে কুয়াং চৌ শহরের সুদীর্ঘ উন্নয়নের চাহিদার বিষয়টি বিবেচন করা হয়েছে। লুও চিন চুন বলেন,
প্রথমত কুয়াং চৌ শহরের বিভিন্ন মহকুমা ও জেলা পর্যায়ের শহরের ক্রীড়ার ভারসাম্য উন্নয়নের চাহিদা বিবেচনা করা হয়। প্রতিযোগিতা ও প্রশিক্ষণের স্টেডিয়াম যুক্তিসঙ্গতভাবে ১০টি মহকুমা ও ২টি জেলা পর্যায়ের শহরে নির্মাণ করা হয়। দ্বিতীয়ত বর্তমান স্টেডিয়াম পুরোপুরিভাবে ব্যবহার করা হয়। এবারের কুয়াং চৌ এশিয়ান গেমসের সব স্টেডিয়ামের মধ্যে মাত্র ১২টি নতুন করে নির্মাণ করা হয় এবং এসব নতুন স্টেডিয়াম ক্রীড়া স্থাপনার ঘাটতি মহকুমা ও জেলা পর্যায়ের শহরে বিস্তৃত হয়। তৃতীয়ত শহরের উন্নয়ন ব্যবস্থাপনার চাহিদা বিবেচনা করা হয়। উন্নয়নশীল নতুন কমিউনিটিতে একটি এশিয়ান গেমসের শহর নির্মাণ করা হয়। এখানে রয়েছে খেলোয়াড় গ্রাম, প্রযুক্তি গ্রাম, তথ্যমাধ্যম গ্রাম, আন্তর্জাতিক প্রচার কেন্দ্রসহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না এমন স্টেডিয়াম রয়েছে। গেমসের পর এশিয়ান গেমসের শহর সুন্দর পরিবেশবান্ধব এবং পুর্ণাঙ্গ স্থাপনাসম্পন্ন কমিউনিটিতে পরিণত হবে।
এশিয়ান গেমসের স্টেডিয়াম নির্মাণে শহরের দীর্ঘমুখী উন্নয়নের চাহিদা বিবেচনা করা ছাড়াও, পরিবেশ-বান্ধব ধারণার প্রতিফলনকেও গুরুত্ব দেয়া হয়। সবার দৃষ্টি আকর্ষণ করা এশিয়ান গেমস স্টেডিয়ামের আয়তন ৩১ হাজার ৪৮২ বর্গমিটার। স্টেডিয়ামের ছাদে একটিও সীমানা ও কোন নেই এবং ছাদে কোন চাপও নেই। এ স্টেডিয়ামের একজন কর্মকর্তা বলেছেন, এ স্টেডিয়ামের জন্য কয়েকটি হাইটেক প্রযুক্তি গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে লুউ চিং চুন বলেন,
"এ স্টেডিয়ামের বিদ্যুত্-সাশ্রয়ী প্রযুক্তি ছাদে বৃষ্টি ধারণ ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। ছাদে বক্রাকার ডিজাইনের মাধ্যমে বৃষ্টির পানি ধারণ করে পার্কিংয়ের নীচে ভূগর্ভের ড্রেনে আনা হয় এবং পরে এশিয়ান গেমস শহরের সবুজীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা ছাড়া, এ স্টেডিয়ামের বাইরের দেয়াল ও জানালায় বিদ্যুত্-সাশ্রয়ী প্রযুক্তিও ব্যবহার করা হয়, ফলে স্টেডিয়ামটি একটি গ্রীন স্থাপত্যে পরিণত হয়েছে। এখানে বর্তমানে বিদ্যুত্-সাশ্রয়ের হার ৬০শতাংশে এসে দাঁড়িয়েছে।"
প্রিয় শ্রোতাবন্ধুরা, এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের ১৪ হাজারেরও বেশি খেলোয়াড়, কর্মকর্তা, ৪ হাজার ৫০০জন প্রযুক্তিবিদ, তথ্যমাধ্যমের ৯ হাজার ৫০০ জন এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার দুই হাজারেরও বেশি সদস্য কুয়াং চৌ এশিয়ান গেমসে অংশ নেবেন বলে অনুমাণ করা হচ্ছে। আসুন, আমরা কুয়াং চৌতে মিলিত হবো এবং এবারের এশিয়ান গেমসের চিত্তাকর্ষক ইভেন্টগুলো উপভোগ করবো। (লিলি)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |