Web bengali.cri.cn   
শিকড়ে খোদাই ক্যালিগ্রাফি বিষয়ক চীনের বিখ্যাত শিল্পী উ চিং পোং
  2010-09-29 16:02:42  cri

সবাই জানেন, সাধারণ শিকড়ে নানা ধরণের ছবি খোদাই করা সম্ভব। কিন্তু শিকড়ে চীনের সংস্কৃতির সার সংগ্রহের ক্যালিগ্রাফি শিল্প সৃষ্টি করা আপনি হয়তো কম দেখতে পাবেন। এ শিল্পে শিকড়ে খোদাইয়ের নৈপুণ্যের দরকার ছাড়াও, আরো রয়েছে শিকড় জানার জ্ঞান ও সুগভীর সাংস্কৃতিক প্রেক্ষাপট। শিকড়ে খোদাই শিল্পে ক্যালিগ্রাফির সংমিশ্রণ এ শিল্পের প্রবর্তক হচ্ছেন শানসি প্রদেশের থিয়েটার অভিনেতা উ চিং পোং। তাঁর অনেক শিকড়ে খোদাই ক্যালিগ্রাফি কর্ম চীনের অদ্বিতীয় শিল্প রত্ন এবং সবাই এসব মূল্যবান শিল্প কর্ম দেখে অবাক হয়ে যাবেন।

২০০৯ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক চীনা শিল্পী সমিতি ও চীনের ক্যালিগ্রাফি ও চিত্রকলা শিল্পী সমিতি যৌথভাবে উ চিং পোংকে "সংস্কৃতি ও শিল্পের সর্বোচ্চ পুরষ্কার" ও "চীন গণ প্রজাতন্ত্রের শ্রেষ্ঠ শিল্পীর"খেতাব প্রদান করেছে।

উ চিং পোং যে এত উচ্চ পর্যায়ের খেতাব পেয়েছেন তা ক্যালিগ্রাফির প্রতি তাঁর নিষ্ঠাবান অন্বেষণ ও উচ্চ নৈপুণ্যের সঙ্গে সম্পর্কিত।

৬২ বছর বয়সী উ চিং পোং ছোটবেলা থেকেই বাবার কাছে ক্যালিগ্রাফি চর্চা করতেন। তারপর তিনি শানসি প্রদেশের থিয়েটারে ভর্তি হন। নানা ধরণের বড় বা ছোট মঞ্চে তাঁর পরিবেশনের প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। উ চিং পোং যেভাবে শিকড়ে খোদাই ক্যালিগ্রাফির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তা তাঁর বিভিন্ন জায়গায় পরিবেশনার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন,

"১৯৯৩ সালে আমি থিয়ান চিন চলচ্চিত্র স্টুডিও'র একটি ধারাবাহিক টিভি অনুষ্ঠানে যোগ দেই। চিয়াং সি প্রদেশের চিং কাং শানে পৌঁছানোর পর আমি আবিষ্কার করি যে, দক্ষিণাঞ্চলের শিকড়ে রয়েছে অনেক বিশেষত্ব। টিভি অনুষ্ঠান শুটিং করার সঙ্গে সঙ্গে আমি সেখানকার অধিবাসীদের বাড়ির সামনের ছোট ছোট শিকড় খুঁজে ক্ষুদ্র দ্রব্য তৈরী করেছি।"

দক্ষিণাঞ্চলের শিকড়ের প্রতি গভীর আগ্রহ দেখানোর পর উ চিং পোংয়ের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। নাটক পরিবেশন না করে তিনি শিকড়ে খোদাই ক্যালিগ্রাফিতে তাঁর জন্য নতুন ক্ষেত্র হিসেবে ঝাঁপিয়ে পড়েন।

তাঁর রচনা করার ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে শিকড় খুঁজে বের করার জন্য তিনি শান সি প্রদেশের থাই ইউয়ান শহরের পথোলেস নির্মাণ স্থানে গিয়েছেন। তাঁর ছেলে উ ছিং লি'র মতে, যেখানে সড়ক ও বাড়িঘর নির্মাণ করা হচ্ছিল সেখানে তাঁর বাবার বাড়িতে পরিণত হয়। তিনি বলেন,

"যে কোন পার্কে বা যেখানে সড়ক নির্মাণ করা হচ্ছে তিনি সেখানকার শিকড় সংগ্রহ করেন। যে জায়গায় শিকড় আছে, সে জায়গা তাঁর জন্য আকর্ষণীয়। যেন সেখানে তাঁর জন্য সুস্বাদু খাবার অপেক্ষা করার মতো।"

ভৌগলিক ও আবহাওয়াগত কারণে সাধারণত উত্তরাঞ্চলের গাছের শিকড়ের আদিরূপ বৈচিত্র্যময় নয়। উ চিং পোং শিকড়কে খুঁজে বের করার জন্য কয়েক হাজার কিলোমিটার কেটে দক্ষিণাঞ্চলে উপযুক্ত শিকড় অনুসন্ধান করেন। মাঝে মাঝে অনেক অর্থ ব্যয় করার পর কেনা শিকড় দিয়ে পরিশোধিত দ্রব্য তৈরী করা যায় না। একবার তিনি কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে শিকড় খুঁজে বের করার সময় তিনি একটি বিশেষ ধরণের প্রতিমাসম্পন্ন একটি শিকড় দেখেছেন। শিকড়ের মালিকের সঙ্গে দরকষাকষি করার পর তিনি নিজের পকেটের সব টাকা ব্যয় করেন। তিনি বলেন,

"আমার মেজাজ দ্রুত গরম হয়ে ওঠে। ভালো শিকড় দেখে আবেগাক্রান্ত হয়ে পড়ি এবং দ্রুত শিকড়টি পরিশোধিত শিল্পে পরিণত করতে চাই। মাঝেমাঝে শিকড় নষ্ট হয়ে যায়।"

১৯৯৩ সালে উ চিং পোং শিকড়ে খোদাই ক্যালিগ্রাফি শিল্প ক্ষেত্রে প্রবেশের পর থেকে তিনি গভীরভাবে এ বিষয়টির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাঁর শ্রম তাঁকে গৌরব ও সাফল্য বয়ে এনে দিয়েছে। গত শতাব্দীর ৯০'দশকে তাঁর শিকড়ে খোদাই ক্যালিগ্রাফি কর্ম অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

১৭ বছর কঠোর পরিশ্রমের পর বর্তমানে উ চিং পোং ৩০০টিরও বেশি শিকড়ে খোদাই ক্যালিগ্রাফির অধিকারী। তাঁর অনেক শিল্পকর্মের মূল্যের ক্ষেত্রে শিকড়ে খোদাই ক্যালিগ্রাফি শিল্প ইতিহাস সৃষ্টি করেছে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040