চীনের নিং সিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় মিশর ও সুদানের দু'টি ইউনিভার্সিটি চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
২০১০ সালে চীন ও আরব দেশের ধীশক্তির সহযোগিতা ও বিনিময় সেমিনার এদিন নিং সিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইন ছুয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে। এবারের সেমিনারে মিশরের সুজে ক্যানাল ইউনিভার্সিটি এবং সুদানে আফ্রিকা আন্তর্জাতিক ইউনিভার্সিটি চীনের নিং সিয়া ইউনিভার্সিটির সঙ্গে পৃথক পৃথকভাবে সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছে। এ স্মারকলিপিতে আগামী পাঁচ বছরের মধ্যে নিং সিয়া ইউনিভার্সিটি উল্লেখিত দু'টি ইউনিভার্সিটির সহযোগিতায় চীনের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।
তা ছাড়া, এ দু'টি ইউনিভার্সিটির সহযোগিতায় নিং সিয়া ইউনিভার্সিটিতে আরব সাংস্কৃতিক কেন্দ্রও নির্মাণ করা হবে।